বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের সংবাদ

কেশবপুরে শুকনো মাটির অভাবে মৃত দুই নারী অন্যত্র দাফন

যশোরের কেশবপুরে শুকনো মাটির অভাবে উপজেলার মধ্যকুল ও দোরমুটিয়া গ্রামের মৃত দু’নারীকে অন্যত্র দাফন করা হয়েছে। জলাবদ্ধ এলাকা হওয়ায় উপজেলার মধ্যকুল গ্রামের আকবার আলির স্ত্রী জামেলা বিবিকে (৬৫) ১০কিলোমিটার দুরে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামে নিয়ে দাফন করতে হয়েছে। একই ভাবে দোরমুটিয়া গ্রামের নফর আলির স্ত্রী সকিনা বেগমকে (৬০) গ্রামের অন্যের উচুঁ কবর স্থানে দাফন করা হয়েছে।

এলাকাবাসি জানায়- উপজেলার মধ্যকুল গ্রামের আকবার আলির স্ত্রী জামেলা বিবি গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন তাদের কবর স্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় শুকনো মাটির অভাবে আকবর আলির স্ত্রীকে প্রায় ১০কিলোমিটার দুরে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামে মৃত্যের বাবার বাড়িতে নিয়ে বুধবার দাফন করতে হয়েছে। একই ভাবে দোরমুটিয়া গ্রামের নফর আলির স্ত্রী সকিনা বেগম বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়ায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের সকিনা বেগমের ভাগ্নে রুহুল আমিনের উচুঁ কবর স্থানে বৃহস্পতিবার সকালে দাফন করা হয়েছে।

কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা জানান- বন্যার পানিতে ওই গ্রাম দুটি প্লাবিত হওয়ায় মৃতদের অন্যত্র নিয়ে দাফন করতে হয়েছে।

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন
যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার পৌরসভার বায়সা, সাবদিয়া, বাজিতপুর ও আলতাপোলের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন। বুধবার তিনি পৌরসভার মধ্যকুল, বালিয়াডাঙ্গা ও কেশবপুর সাহাপাড়ার জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি জলাবদ্ধ এলাকার মানুষের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে স্ব স্ব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে পৌরসভার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে জন্য পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল ভুক্তোভোগিদের পরামর্শ গ্রহণ করেন।

কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গা পৌর কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগনেতা অধ্যক্ষ মাহাবুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগনেতা রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগনেতা আমজাদ হোসেন, মেহেদী হাসান, রুবেল হোসেন, আব্দুর রহিম, বিল্লাল হোসেন প্রমুখ।

কেশবপুরে দলিত শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলার শিক্ষা কতৃপক্ষ ও শিক্ষক সমিতির প্রতিনিধিদের সহায়তা এবং পরিচালনায় বিভিন্ন এলাকা থেকে আগত দলিত শিশুদের অংশগ্রহনে দলিত সংস্থার আয়োজনে বৃহস্পতিবার কেশবপুরস্থ প্রকল্প অফিসে একটি চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের পরিচালনায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি হযরত আলী, সদস্য সেলিনা বেগম, সদস্য আরিফুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা