রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে ভূমি অফিস পরিদর্শন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কেশবপুর উপজেলা ভূমি অফিস সংস্কার, প্রাচীর ও গেট নির্মাণ এবং ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকারীদের বসার জন্য ওয়েটিং রুম নির্মাণ করা হয়েছে।
সোমবার দুপুরে নান্দনিক পরিদর্শন উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তিনি এসময় নান্দনিক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, থানার অফিসার ইসচার্জ মোঃ শহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, একমাত্র নৌকার সরকার ক্ষমতায় আসলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে।
দুপুরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। বিকালে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

মীনা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, হারুনার রশিদ, প্রবীর মিত্র, প্রধান শিক্ষকা খাদিজা বেগম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

দলিত জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার লক্ষে অফেরতযোগ্য অনুদান বিতরণ

কেশবপুরে দলিত জনগোষ্ঠীকে আতœনির্ভরশীল করার লক্ষে অফেরতযোগ্য অনুদান বিতরণ করা হয়েছে। ক্রীড়া সংস্থার হলরুমে সোমবার সকালে দলিতের আয়োজনে প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, উপজেলা যুবউন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ আহসানুল মিজান রুমি, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, কেশবপুর দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন দাস। এসময় দলিতের ১৩টি রিফ্লেক্স সার্কেল ও ১ টি লোককেন্দ্রে সর্বমোট ২ লাখ ৪০ হাজার ৬ শত ৫২ টাকার অফেরতযোগ্য চেক বিতরণ করা হয়।

আইন সহায়তা কমিটির সমন্বয় সভা

কেশবপুর উপজেলা আইন সহায়তা কমিটির সমন্বয় সভা সোমবার ক্রীড়া সংস্থার হলরুমে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেনের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, যুবউন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ আহসানুল মিজান রুমি, পৌর কাউন্সিলর মনিরা খানম, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, দলিতের প্রেজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডল, দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা