কেশবপুরের কিছু খবর
কেশবপুরে বোয়ালের বিলে ঘের মালিক নির্মিত স্লুইস গেট-বেঁড়ি বাঁধ উচ্ছেদ
যশোরের কেশবপুরে প্রশাসনের উদ্যোগে উপজেলার বোয়ালিয়া বিলের সরকারি খাল মঙ্গলবার দুপুরে দখল মুক্ত করা হয়েছে। বোয়ালিয়া বিলের মির্জানগর খালের মুখে অবৈধ ভাবে পাকা স্লুইস গেট ও বেঁড়ি বাঁধ দিয়ে ঘের মালিক সেলিমুজ্জামান আসাদ পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ করে রাখে।
মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে জানাযায়, বোয়ালিয়া বিলের জমির মালিক রেজাউল ইসলাম বলেন আমার দেড় বিঘা জমি রয়েছে হারি না দিয়ে ঘের মালিক সেলিমুজ্জামান আসাদ জোর পূর্বক অদ্যাবধি মৎস্য চাষ করে আসছে। এসময় উক্ত গেট ও বাঁধের উপর উপস্থিত বোয়ালিয়া বিলের জমির মালিক হাবিবুর রহমান, মহিবুর রহমান, শাহিন মোড়ল, আলামিন, শহিদুল ইসলাম বলেন জেলা প্রশাসনের উদ্যোগে খালটি দখল মুক্ত হওয়ায় ১০-১৫ দিনের মধ্যে এই বিলের পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সরিসার মৌসুমে আমরা সরিসার চাষ করব।
এলাকাবাসী ওই গেট ও বাঁধ অপসারণের দাবিতে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারীর উপস্থিতিতে ওই গেট ও বাঁধ অপসারণ করে বোয়ালিয়া বিলের ভেতর দিয়ে প্রবাহিত মির্জানগর খালের দখল মুক্ত করেন। এসময় র্যাব যশোর- ৬ এর কর্মকর্তা ডিএডি অলিয়ার রহমান ও কেশবপুর থানা পুলিশের এস.আই প্রসনঞ্জিত উপস্থিত ছিলেন। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিষ্ণুপদ মল্লিক জানান, ঘের মালিক সেলিমুজ্জামান আসাদ ওই খালের মুখে পাকা স্লুইস গেট ও বেঁড়ি বাঁধ গোড়ে তোলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন বলেন, এলাকাবাসীর আবেদনের সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে ওই খালটির দখল মুক্ত করা হয়েছে।
কেশবপুরে সাংবাদিকের পিতার মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
যশোরের কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামানের পিতা মাষ্টার আতাউর রহমান (৯০) সোমবার রাত ১১টা ১৪ মিনিটে ব্যধ্যক্যজনিত কারণে নিজ শহরের বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নারিল্লাহি………….রাজিউন)। মৃত্যুকালে ৬ পূত্র ও ৪ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেগেছেন। মঙ্গলবার দুপুরে শহরের পাবলিক ময়দানের নামাজে জানাজা শেষে বায়সা পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এদিকে মাষ্টার আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি মুক্তযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড, মিলন মিত্র, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহ-সভাপতি কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন দে, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বসু, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, নির্বাহী সদস্য উদয় শংকর সিংহ, শফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, কাজী আজাহারুল ইসলাম মানিক, শংকর দত্ত, কে.এম মিজানুর রহমান, হারুনার রশীদ বুলবুল, শামীম রেজা, অলোক বসু বাপী, জাকির হোসেন সবুজ, আবু হাসান প্রমুখ
কেশবপুরে পূজা উদযাপন পরিষদের মাধ্যমে মন্ডপ ভিত্তিক সরকারী অনুদান বিতরণ
যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে মঙ্গলবার বিকালে মন্ডপ ভিত্তিক সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু ও সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, সহ-সভাপতি দুলাল সাহা, প্রচার সম্পাদক গৌতম রায় প্রমুখ। উল্লেখ্য দূর্গা পূঁজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক খাদ্য সহায়তার ডিও উপজেলা পূজা উদযাপন পরিষদকে পাঁশ কাটিয়ে প্রশাসন চেয়ারম্যান ও মেম্বরদের দিয়ে মন্ডপ গুলিতে বিতরণের চেষ্টা চালায়। কিন্তু উপজেলা পূজা উদযাপন পরিষদ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং প্রায় সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক বৃন্দ উক্ত ডিও গ্রহণ না করায় এক জটিলতার সৃষ্টি হয়। যার প্রেক্ষিত প্রশাসন উপজেলা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে মন্ডপ ভিত্তিক সরকারী অনুদান বিতরণ করেন।
কেশবপুরে মাইক্রো স্টান্ড পরিচালনা কমিটি গঠিত: শামসুর সভাপতি, শাহীন সম্পাদক
যশোরের কেশবপুরে মাইক্রো এন্ড প্রাইভেট কার স্টান্ড পরিচালনা কমিটি গঠিত হয়েছে। সাবেক সভাপতি মাসুদুর রহমানের সভপতিত্বে ও বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ২২৭ এর সহযোগিতায় গতকাল স্টান্ড কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শামসুর রহমানকে সভাপতি, মফিজুর রহমানকে সহ-সভাপতি, শাহীন আলমকে সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম রুবেলকে যুগ্ম-সম্পাদক, মিঠু মিয়া সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলাম আনিসকে কোষাধ্যক্ষ, জিয়াউর রহমানকে প্রচার সম্পাদক, আসাদুজ্জামানকে ক্রীড়া সম্পাদক, আঃ কুদ্দুস, রুবেল হোসেন ও ইব্রাহীম হোসেনকে সদস্য নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কেশবপুরে সোলার বিতরণে অনিয়মের অভিযোগ
যশোরের কেশবপুরে সোলার বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গতকাল লিখিত অভিযোগে জানাগেছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী কর্তৃক ২০১৬-১৭ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে সোলার বরাদ্দ করেন। কিন্তু উপজেলার দত্তনগর গ্রামের মৃত শেখ বাকের আলীর ছেলে শেখ আব্দুস সামাদের নামে বরাদ্দপত্রে ভুলক্রমে পিতার নাম ইব্রাহীম হোসেন লিপিবদ্ধ হয়। যা সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান জানেন এবং তিনি শেখ আব্দুস সামাদকে সোলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ অর্থের বিনিময়ে সাতবাড়িয়া গ্রামের ধনাড্য রনিকে প্রদান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অপরদিকে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী রহিমা খাতুনের নামের বরাদ্দকৃত সোলারটি অর্থের বিনিময়ে একই গ্রামের আতিয়ার রহমানের ধনাড্য ছেলে জাকারিয়াকে প্রদান করা হয়েছে।
এব্যাপরে ভুক্তোভোগিরা তাদের নামে বরাদ্দকৃত সোলার পাওয়ার জন্য তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন