মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে বসন্ত বরণ উৎসব উদযাপন

কেশবপুর পাবলিক ময়দানে বসন্ত বরণ উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
বসন্ত বরণ উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, মশিহুর রহমান, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীরা অতিথি বরণ গান পরিবেশন ও ফুলের পাপড়ি ছড়িয়ে অতিথি বরণ করে নেয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শুরুর আগে বসন্ত বরণ উৎসব উপলক্ষে শহরে প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শুভাযাত্রা প্রদক্ষিণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তুরের শত শত দর্শনার্থী উপস্থিত হয়।

কেশবপুর শহরের শোভা বর্ধনে রয়েল বেঙ্গল টাইগারের দু’টি প্রতিমুর্তি স্থাপন
কেশবপুর পৌরসভার উদ্যোগে শহরের শোভা বর্ধনে রয়েল বেঙ্গর টাইগারের দু’টি প্রতিমুর্তি স্থাপন করা হয়েছে। শহরের মেইন সড়ক সংলগ্ন পৌর সভার গেটের বিপরীতপাশে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপনকৃত রয়েল বেঙ্গল টাইগারের দু’টি প্রতিমুর্তি উদ্বোধন করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
এসময় পৌর মেয়র রফিকুল ইসলাম ঐ স্থানের নামকরণ করেন টাইগার পয়েন্ট। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব হারেস উদ্দীন, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, পৌর আওয়ামী লীগনেতা শফিকুল ইসলাম টুকু, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, মেহেরুন নেছা মেরী, কর আদায়কারী পলাশ সিংহ, পৌর যুবলীগনেতা রাজীব প্রমুখ। পৌরসভার সহকারী কর আদায়কারী আবুল হোসেনের সার্বিক তত্ত্ববধানে উক্ত রয়েল বেঙ্গল টাইগার দু’টির প্রতিমুর্তি স্থাপনের কার্যক্রম পরিচালিত হয়।

কেশবপুরে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান মহলদার (৩০) কে ৬০ পিচ ইয়াবাসহ আটক করে। থানার অফিসার ইনচার্জ শাহাজান আহম্মেদ জানান, সোমবার রাতে গোপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কেদারপুর গ্রামের হযরত আলী মহলদারের ছেলে হাসান মহলদারকে বসুন্তিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।
এ সময় তার দেহ তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কেশবপুর থানায় মদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত হাসান মহলদারের বিরুদ্ধে কেশবপুর, তালা, পাটকেলঘাটা, ডুমুরিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেশবপুরে নাশকতা মামলায় বিএনপি নেতা আটক
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী কাশিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন (৬০) কে আটক করেছে।
থানার এস আই ফকির ফেরদৌস হোসেন জানান, সোমবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে কাশিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনকে ওই এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। যার নম্বর-০১। মঙ্গলবার সকালে আটককৃতকে যশোর আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা