বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মৃত দেহ উদ্ধার

যশোরের কেশবপুর থানা পুলিশ এক অজ্ঞাত যুবকের মৃত দেহ উদ্ধার করেছে। রোববার সকালে উপজেলার বায়সা গ্রামের মনোজ তরফদারের বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
কেশবপুর থানার ওসি এসএম আনোয়ার হোসেন জানান- গত এক সপ্তাহ আগে থেকে লোকটি বায়সা গ্রামের আশপাশে পাগলের মত ঘোরাঘুরি করছিল। এলাকাবাসি রোববার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়। তার পরিচয় কেউ জানাতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পাগল, পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কেশবপুরে সাংবাদিকের পিতা ও নানার হজ্জ্ব পালনে গমণ
যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার কেশবপুর প্রতিনিধি সোহেল পারভেজের পিতা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের শাহাদাৎ হোসেন জেয়াদ্দার ও নানা উপজেলার আগরহাটী গ্রামের শওকত গোলদার রবিবার বিকালে পবিত্র হজ্জ্ব পালনের জন্য সৌদি আরবে গমণ করেছেন। তাঁরা সুষ্ঠুভাবে হজ্ব পালনের জন্য কেশবপুর উপজেলাবাসির দোয়া চেয়েছেন।

যশোর-৫ মণিরামপুরের সাবেক এমপি এ্যাড. খান টিপু সুলতানের মৃত্যুতে কেশবপুরে শোক
যশোর-৫ মণিরামপুরের সাবেক এমপি বর্ষীয়ান আওয়ামী লীগনেতা এ্যাড. খান টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।

কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১০ টি সড়ক চলাচলের অনুপযোগি ॥ জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন
যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১০ টি সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।
জানা গেছে- কেশবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান হরিহর, ভদ্রা ও আপার ভদ্রা নদী দীর্ঘ বছর যাবৎ খনন না করায় পলি পড়ে নদীগুলি ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত না হওয়ায় গত বছরের ন্যায় চলতি বছরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়কের উপর পানি উঠে যাওয়ায় পানির মধ্য দিয়ে ভারী যানবাহন চলাচল করে সড়ক গুলি ক্ষত-বিক্ষত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক, কেশবপুর-মণিরামপুর সড়ক, কেশবপুর-চুকনগর সড়ক, কেশবপুর-পাজিয়া সড়ক, কেশবপুর-বড়েঙ্গা সড়ক, কেশবপুর-চিংড়া সড়ক, কেশবপুর ভান্ডারখোলা সড়ক, কেশবপুর বায়সা ভায়া সাবদিয়া সড়ক, কলাগাছি-চুকনগর সড়ক ও কেশবপুর আলতাপোল সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। কেশবপুর-মণিরামপুর সড়ক, কেশবপুর-পাঁজিয়া সড়ক ও কেশবপুর-বড়েঙ্গা সড়ক ছাড়া বাকী সড়ক গুলি থেকে পানি নেমে যাওয়ায় বর্তমানে ভয়াভহ আকার ধারণ করেছে। সড়কগুলির যে যে অংশে পানি ছিল সে সে অংশে পীচ ও খোয় উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গর্তের মধ্যে পড়ে প্রতিনিয়ত অনেক যানবাহান উল্টে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সড়ক দিয়ে পায়ে হেটে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সড়কগুলি সংস্কার না করা হলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। অবিলম্বে জরুরী ভিত্তিতে ঐ ১০ টি সড়ক-সহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ সড়কগুলি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা