মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে পাগলা কুকুরের কামড়ে আবারও শিশুসহ ১০ জন আহত

যশোরের কেশবপুরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ২ দিনে শিশু শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। আহতরা কেশবপুর সরকারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য সেহাব হোসেন (০৫) নামে এক শিশু কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্র ও শনিবার ২দিনে পাগলা কুকুরের কামড়ে কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের শিশুসহ ১০জন আহত হয়েছে। তারা হলেন, মশ্মিমনগর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী রেশমা বেগম (২৫) সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৈাধুরির ছেলে রাজীব (৩২), সাইফুল ইসলামের ছেলে শিশু সেহাব হোসেন (০৫). মুজগুন্নি গ্রামের মশিয়ার রহমানের ছেলে এনামুল (২৪), শ্রীফলা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী আজিজা বেগম (৬০), ব্রক্ষ্মকাটি গ্রামের সুর্য দাসের ছেলে বাবুল দাস(৫০), কালিয়ারই গ্রামের সবুর শেখের শিশু পুত্র মাহমুদুল হাসান (০৫), মঙ্গলকোট গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী জবেদা বেগম (৬৫), কাবিল পুর গ্রামের ইসহাক আলী (৭০), মাদার ডাঙ্গা গ্রামের সন্দীপ দেবনাথের ছেলে প্রদিপ (১৬), নারানপুর গ্রামের বাচ্চুর মেয়ে সুমাইয়া (০৫)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা (ভ্যাকসিন) দেওয়া হয়েছে। এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহিন বলেন, উক্ত পাগলা কুকুরটি র‌্যাবিক্্র ভাইরাসে আক্রান্ত । আক্রান্ত ঐ কুকুরটি যাকে কামড় দিচ্ছে সেই র‌্যাবিক্্র ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তিনি আরো বলেন,স্থানীয় এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিশেষ সহযোগীতায় এ বছর হাসপাতালে পর্যাপ্ত পরিমান ভ্যাকসিন মজুদ থাকায় আক্রান্ত রোগীদের যথা সময়ে চিকিৎসা দিতে আমরা সক্ষম হচ্ছি।
উল্লেখ্য, গত ৩০ জুন এক দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছিল।

সচেতনা মূলক সভা

যশোরের কেশবপুরে স্কুল থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং স্বাস্থ্য বিষয় নিয়ে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সাথে এক সভা শনিবার দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, মনিরা খানম, ইউপি সদস্য কামাল হোসেন, নাজমা খানম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আসলাম হোসেন সাংবাদিক উৎপল দে, শিক্ষক প্রবীর দত্ত, আব্দুস সালাম, নূরুন্নাহার নূরী, অপর্না আইচ প্রমুখ।

প্রীতি ফুটবল ম্যাচ

যশোরের কেশবপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ বিকালে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্রম্মকাটি ফুটবল একাদশ ১-০ গোলে বালিয়াডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা মিজানূর রহমান।
রেফারীর দায়িত্ব পালন করেন তজিবর রহমান ও শওকত হোসেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা