সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে দলিতের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে দলিতের কর্মকান্ড, বাল্যবিবাহ পরিস্থিতি ও ভবিষ্যাত কর্মপরিকল্পনা বিষয়ক এক সংবাদ সম্মেলন রোববার দলিতের প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লাতা দাসের সভাপতিত্বে দলিতের কর্মকান্ড বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডল ও বাল্য বিবাহ বিষয়ে অবহিত করেন হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, সদস্য শামীম রেজা, সাংবাদিক জয়দেব চক্রবর্তী, আব্দুল মোমিন প্রমুখ।

কেশবপুরে অদক্ষ ধাত্রীদের নিরাপদ প্রসব সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমিটির আয়োজনে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে গ্রামীণ অদক্ষ ধাত্রীদের নিরাপদ প্রসব সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত রবিবার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। প্রশিক্ষণ প্রদান করেন ডাক্তার সাবেরা শারমীন।

কেশবপুরে দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে সুশীলনের উদ্যোগে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, বিআরডিপি অফিসার শামসুর রহমান, মৎস্য অফিসার এম আলমগীর কবীর, সুশীলননের প্রজেক্ট কর্ডিনেটর শাহেদা খাতুন ডালিম, প্রকল্প অফিসার জোৎস্না আফরিন, জয়নুল আবেদীন প্রমুখ।

কেশবপুরে মাইক্রো স্টান্ড পরিচালনা কমিটি গঠিত
যশোরের কেশবপুরে মাইক্রো-প্রাইভেট স্টান্ড পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গতকাল গোপন ব্যালোটের মাধ্যমে শামসুর রহমানকে সভাপতি, শাহীন আলমকে সাধারণ সম্পাদক, মফিজুর রহমানকে সহ-সভাপতি, রুবেল হোসেনকে যুগ্ম-সম্পাদক, মিঠু মিয়া সাংগঠনিক সম্পাদক, আনিসুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নির্বাচনে শাহীন আলম সমর্থিত প্যানেলের ১০ জন বিজয় লাভ করে। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোর জেলা শাখার নেতা মোর্ত্তজা হোসেন,আবু হাসান, মিন্টু গাজী, শহিদুল, শহিদুজ্জামান শহিদ ও আব্দুল হাকিম।

মায়ানমারে গনহত্যার প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ সমাবেশ
মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে কেশবপুর উপজেলার পাঁজিয়া ঈমাম পরিষদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল গতকাল পাঁজিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে মেইন সড়কে সমাবেশে বক্তব্য রাখেন পাঁজিয়া ঈমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কালাম আজাদ, সহ-সভাপতি মাওঃ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইউসুফ, মাওঃ ওসমান গনি, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু।

কেশবপুরে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা রবিবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানেউদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবীবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, সাংবাদিক শামীম রোজা, জাকির হোসেন সবুজ প্রমুখ। উদ্বোধনের পূর্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা