মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের খবর

কেশবপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০১৬-১৭ অর্থায়নে ৩৫০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে স্কুল ড্রেস বিতরণ করেন মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবার আলী, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু প্রমুখ।

কেশবপুরে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ এক ডাকাত আটক

যশোরের কেশবপুরের ক্রাইমপয়েন্ট খ্যাত দেউলি মোড়ে দু’দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
আটক ডাকাত জাহাঙ্গির হোসেন(৪৫)কে চিকিৎসার জন্য বৃহষ্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়- বুধবার গভীর রাতে মজিদপুর ইউনিয়নের ক্রাইমপয়েন্ট দেউলি মোড়ে গোলাগুলির খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় জাহাঙ্গির হোসেন(৪৫) নামে এক ডাকাতকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আনার পর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান- তার নাম জাহাঙ্গির বললেও সে একেক সময় একেক নাম বলছে। ধারনা করা যাচ্ছে ডাকাতির ভাগাভাগি নিয়ে তাদের ভিতরের দ্বন্ধে সে গুলিবিদ্ধ হয়েছে।
এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।

কেশবপুরে বাল্যবিবাহ, যৌতুক ও নারীনির্যাতন প্রতিরোধে দলিতের দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন সম্পন্ন

যশোরের কেশবপুরে দলিত সংস্থার আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহায়তায় বিভিন্ন গ্রামে বাল্যবিবাহ, যৌতুক ও নারীনির্যাতন প্রতিরোধে দলিত জনগোষ্ঠি কিভাবে স্থানীয়ভাবে প্রাথমিক ভুমিকা নিতে পারে সে বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য দলিত কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার দলিতের প্রজেক্ট অফিসে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষন কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, অধ্যাপক মশিউর রহমান, এ্যাডভোকেট মিলন কুমার মিত্র, থানার এ এস আই শ্যামল সরকার ও লিগ্যাল এইড কর্মী মনিরা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর দলিত উন্নয়ন কমিটির সভাপতি সুজন কুমার দাস, দলিত এর এলআরপি প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডল,স্পন্সরশীপ অফিসার হান্না সরকার ও বিভিন্ন দলিত গ্রাম থেকে আগত কমিউনিটির সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন এর মত সামাজিক ব্যাধি প্রতিরোধে কিভাবে ভুমিকা নেওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা দান করেন এবং উদ্বুদ্ধ করেন।

হারুনার রশীদ বুলবুল কেশবপুরের শ্রেষ্ঠ এস.এম.সি কমিটির সভাপতি নির্বাচিত

যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হারুনার রশীদ বুলবুল ৩য় বারের মত উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
কেশবপুর উপজেলা শিক্ষা কমিটির এক সভায় হারুন আর রশিদ বুলবুলকে ৩য় বারের মত উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য হারুনার রশীদ বুলবুল ইতোপূর্বে যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে ২য় বার এস.এম.সি কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা