শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

যশোরের কেশবপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অতি বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থরদর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পৌরসভার আলতাপোল এলাকার অতিবর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ বালিয়াডাঙ্গা ব্রীজের উপর টোংঘরে বসবাসকারী গৃহহীন ২ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন যশোর কলেজের অধ্যক্ষ ও রেডক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা শাখার নির্বাহী সদস্য মুস্তাক হোসেন শিম্বা, প্রশাসনিক সর্মকর্তা ওবায়দুল ইসলাম পারভেজ, কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, যুবলীগনেতা হাবিবুর রহমান, আশরাফুর ইসলাম, জিয়া, মিন্টু প্রমুখ।

কেশবপুরে দলিতের উদ্যোগে মহিলা উদ্যোক্তাদের উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা উদ্যোক্তাদের ৫দিন ব্যাপি উন্নয়ন প্রশিক্ষণ দলিত হারচয়েস প্রকল্পের উদ্যোগে শনিবার সকাল থেকে দলিত হাসপাতালের হল রুমে শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন দলিত এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা স্বপন কুমার দাস। উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বাসন্তী লতা দাস, দলিতের পরামর্শক জনাব সাবিনা ইসলাম প্রমুখ। প্রশিক্ষক এর দায়িত্ব পালন করছেন সহকারী জেনারে ম্যানেজার ইব্রাহিম হোসেন ও অফিসার রিয়াসাত জোয়র্দ্দার। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা উদ্যোক্তা বৃন্দ ও হার চয়েস প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতাপপুর প্রাথমিক বিদ্যলয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুল প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেন
যশোরের কেশবপুরের প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুল প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
জানাগেছে, উপজেলার প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির নির্বাচনে হারুনার রশীদ বুলবুল সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকে তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে অন্যন্য ভূমিকা রেখে চলেছেন। তিনি বিদ্যালয়টিতে নিয়মিত মা ও অভিভাবক সমাবেশ, প্রাথমিক সমাপনী পরিক্ষায় ভালো ফলাপলের জন্য প্যারা শিক্ষক দ্বারা কোচিং চালু, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রতিক্লাশে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা, শিক্ষাথূীদের বাড়িতে যেয়ে লেখাপড়া মনিটরিং করা, মিড ডে মিল চালু, স্বাস্থ্য সম্মত চয়লেট, বিষুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষার হাতের নখ ও চুল কাটা, দাঁত পরিষ্কারের জন্য ব্রাশ ও পেস্ট দেওয়া এবং স্কুলে থেকে ঝরে পড়া রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক-সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন। যার ফলে বিদ্যালয়টিতে প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল হয়।
এদিকে শনিবার সকালে প্রতিষ্ঠানটির সভাপতি হারুনার রশীদ বুলবুল ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সততা নামে একটি শিশুদের কর্ণার উদ্বোধন করেন। যেখানে প্রতিটা কলম ৪ টাকা, প্রতিটি ব্রাশ ১০ টাকা ও প্রতিটা খাতা ১০ টাকা দামে পাওয়া যাবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন-সহ শিক্ষক, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
যশোরের কেশবপুর পল্লীতে পানিতে ডুবে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বেগমপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৩০) তাঁর পিতা আকবর আলী মোড়লের বাড়িতে গত সপ্তাহে একটি পুত্র সন্তান জন্ম দেয়। বৃহস্পতিবার বিকেলে বাড়ি পাশে পুকুরে সবার অজান্তে গৃহবধূ রাশিদা বেগম পানিতে ডুবে মারা যায়। এলাকাবাসীর ধারণা অসাবধনতা বসতঃ পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে ওই শিশু পুত্র তার নানীর নিকট রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা