কেশবপুরে জনগনের মুখোমুখি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামে রবিবার সকালে এক উঠান বৈঠক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জনগনের মুখোমুখি হয়ে তাদের চাওয়া পাওয়ার কথা শুনেন। নিজ গ্রামে নিজের বাড়িতে উঠান বৈঠাকে তিনি বলেন, বঙ্গবন্ধু মুক্তির জন্য দেশ স্বাধীন করেছিলেন। কিছু লোক ছাড়া সবায় মুক্তিযুদ্ধে যোগ দেন। সেই লোকজন এখনো এই দেশকে চায় না। বাংলাদেশ গরীব, অশিক্ষিত, অনুন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে পরিচিত ছিল। উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন বাংলাদেশ পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নয় বছর নিরলসভাবে কাজ করে যে উন্নয়ন করেছেন তা আপনাদের ধরে রাখতে হবে।
মঙ্গলকোট ইউনিয়ন আওমী’লীগের সভাপতি বজলু রহমান সরদারের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ আব্দুল হালিম , জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, সাবেক ইউপি সদস্য মুনসুরআলী, আব্দুর রশিদ, আল হেলাল, গৃহবধু আমেনা বেগম, করিমুন নেছা, রেহেনা খাতুন, ইসমাইল সরদার, আবুল হোসেন, শিক্ষক মুকল, প্রমুখ।
উঠান বৈঠকে এলাকার নারী পুরুষ, ছাত্র শিক্ষক, তাদের বসত বাড়ি, ছেলে মেয়ের চাকুরি, রাস্তাসহ নানা সমস্যার কথা প্রতিমন্ত্রীকে জানান। জবাবে ইসমাত আরা সাদেক বলেন, কেউ বেকার থাকুক, গৃহহারা থাকুক প্রধানমন্ত্রী তা চান না। বড়েঙ্গা গ্রাম আমার কাছে তীর্থস্থানের মতো। আমার স্বামী প্রয়াত শিক্ষামন্ত্রী সাদেক সাহেবের বাড়ি এই গ্রামে। এই গ্রামসহ কেশবপুরের সকলের আকাঙ্খা পুরুন করবো। আপনারা শুধু আমাকে একটু সময় দেবেন। আমি কেশবপুরে রাস্তা করেছি, খাল, নদ-নদী, ব্রীজ সংস্কার করেছি। প্রায় সকলের বাড়ি বিদ্যুত দিয়েছি। আগামীতে সকল উন্নয়ন করা হবে। খাল খনন হবে নদী খনন হবে। আমি চেষ্টা করছি আরও উন্নয়ন করার জন্য। কিন্তু সব চাহিদা ৪ বছরে পুরুন হয় না। সরকার প্রশিক্ষন দিয়ে সাবলম্বী করার চেষ্টা করছে। শুধু সরকারি চাকুরির জন্য বসে থাকলে চলবে না। আপনাদের আউট সোর্সিং শিখতে হবে। আমার গ্রাম বড়েঙ্গাসহ কেশবপুরকে মডেল উপজেলা করার অনেক পরিকল্পনা করছি। কেশবপুরে ইকোনোমিক জোন হবে। কোন কাজই ছোট নয়। আপনাদের প্রয়োজন অনুয়ায়ী সাবজেক্ট পছন্দ করে পড়তে হবে। বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। এই দেশে কেউ বাসস্থান ছাড়া থাকবে না। যাদের বাসস্থান নেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে বাসস্থানের ব্যবস্থা করা হবে।
তারপরও আপনাদের সমস্যা আছে। তবে প্রথম যত সমস্যা ছিল এখন অনেক কমে গেছে। আপনারা নিরাস হবেন না সরকারি চাকুরি না হলেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আপনাদের কোন অভাব থাকবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আবারো আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ দেশ পরিচালনার দায়িত্বে আসলেই দেশের উন্নয়ন হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের আশা আঙ্খংকার বিশ্বস্ত স্থানে পরিণত হয়েছেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, উপজেলা আ’লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, মহিলা লীগের রেবা ভৌমিক,গৌরিষোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, আব্দুল লতিফ রানা প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা
গত ১৩ তারিখ অনুষ্ঠিত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ঝিরিঝিরি বৃষ্টিতেবিস্তারিত পড়ুন
এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন এনইউবিটি খুলনার উপাচার্য
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর উপাচার্য প্রফেসর ড.বিস্তারিত পড়ুন