বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে কেশবপুর ডিগ্রী কলেজ গেটে জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সুভাষ সরকারের সভাপতিত্বে ও গাব্রিয়েল বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সালভেশান আর্মির কর্মকর্তা লেঃ রুয়েল বিশ্বাস, খ্রীষ্টান এ্যাসোসিয়েশন তালা শাখার সভাপতি শান্ত সরকার, মণিরামপুর শাখার সভাপতি মহিতোষ বিশ্বাস, পাইকগাছা শাখার সাধারণ সম্পাদক তৃপ্তি সরকার প্রমুখ। সম্মেলনে গাব্রিয়েল বিশ্বাসকে সভাপতি, যোহন সিংহকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে যুবলীগ নেতার মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বায়জিদ হোসেন লালু (২৮) বিদ্যুৎ স্পৃষ্ঠে মৃত্যু হয়েছে।
এলাকাবাসি জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার মঙ্গলকোট গ্রামের মোমিন গোলদারের পূত্র যুবলীগ নেতা বায়জিদ হোসেন লালু কাঠের ফুলদানি তৈরী কালে বিদ্যুৎ স্পৃষ্ঠে আহত হয়। এলাকাবাসি আহত লালুকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে যুবলীগনেতা লালু বিদ্যুৎ স্পৃষ্ঠে মৃত্যু হওয়ায় শোক ও শোকসস্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানা-সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

কেশবপুরে বজ্রপাতে মৃত্যুর ঝুকি কমাতে ১২ হাজার তালের বীজ রোপন সম্পন্ন
যশোরের কেশবপুরের ঝিকরা-শ্রীপুর সিআইজি কৃষি সমবায় সমিতি লিমিটেডের বাস্তবায়নে ও ডিএই-এর সহযোগিতায় ভূমিক্ষয় রোধ এবং বজ্রপাতের মৃত্যু ঝুকি হ্রাসকল্পে উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলার সাগরদাঁড়ি সড়কে ১২ হাজার তাল বীজ রোপন কর্মসূচী বৃহস্পতিবার বিকালে সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সপ্তাহব্যাপী ১২ হাজার তাল বীজ রোপন কার্যক্রম পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী, ঝিকরা-শ্রীপুর সিআইজি কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গৌতম বিশ্বাস, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, সদস্য ফরিদ হোসেন, হারিজুল ইসলাম, আনন্দ রায়, সোহরাব হোসেন, সোলাইমান সরদার, তরিকুল ইসলাম, কওছার মোড়ল, আমিন উদ্দীন, বাবুল হোসেন, আজিবার বিশ্বাস, মশিয়ার রহমান, ইছাহাক মোড়ল, সামাদ মোড়ল, আনোয়ার হোসেন, তপন রায় প্রমুখ।

কেশবপুরে এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়াই বে-আইনী স্পিক আপের কার্যক্রম বন্ধের দাবী
কেশবপুরে এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়াই বে-আইনী স্পিক আপ নামে এক দাতা সংস্থার কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। কার্যক্রম বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদনে জানা গেছে, বেসরকারী সংস্থা ধ্রুব সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দলিত সম্প্রদায়ের উন্নয়নের জন্য ২০১০ সালে কেশবপুর উপজেলার ৫টি দলিত গ্রামে নিজস্ব উদ্যোগে কার্যক্রম পরিচালনা করে আসছিল। কার্যক্রমটি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি হয়ে ২০১৩ সালে ৫০ জন ছাত্রীর উন্নত পড়াশুনার জন্য দাতা সংস্থা বৈদেশিক মুদ্রা প্রদান করে। পারবর্তীতে কাজের ধারাবাহিকতায় ২০১৭ সালে জুন মাস পর্যন্ত ৩০টি গ্রামের ১ হাজার ২ শত ৫০ জন ছাত্রী নিয়ে প্রকল্পটির কার্যক্রম চলমান থাকে। কিন্তু দাতা সংস্থা স্পিক আপ এবং স্পিক আপের পরিচালক ট্রয় এন্ডারসের অন্যায় দাবী ও স্বেচ্ছাচারিতার কারণে দাতা সংস্থার সাথে ধ্রুব সংস্থা বন্ধ ঘোষণা করে। কিন্তু বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরো ও কেশবপুর উপজেলা প্রশাসনের অনুমোদন না নিয়েই বে-আইনীভাবে ধ্রুব সংস্থার কর্ম এলাকা ব্যবহার করে দাতা সংস্থা স্পিক আপ নিজেই দলিত জনগোষ্ঠীর অসহায়ত্বের সূযোগে কার্যক্রম পরিচালনা করে আসছে। গালর্স এডুকেশন প্রোগ্রাম প্রকল্পটির সাথে ধ্রুব সংস্থাটির কোন সম্পকৃতা নেই এবং অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে ধ্রুব সংস্থা দায়ী থাকবে না বলে ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ধ্রুব সংস্থার পরিচালক উত্তম দাস তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা