মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে ক্রীড়া ক্ষেত্রে জয় সাহার নিধি স্পোর্টিং ক্লাবের সফলতা

যশোরের কেশবপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে উজ্জিবিত করে রাখতে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে কেশবপুরের নিধি স্পোটিং ক্লাব।
জানাগেছে, ২০১৭ সালের ৩০ জুন কেশবপুর নিধি স্পোটিং ক্লাব প্রতিষ্ঠা করেন ক্রীড়া সংগঠক জয় সাহা। ক্লাবটির প্রতিষ্ঠাতা জয় সাহা বলেন, উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়ারদের প্রশিক্ষনের মাধ্যমে বাছাই করে টিমটি গঠন করা হয়েছে। তার ক্লাবে নিয়মিত ৩০ জন প্লেয়ার প্রাকটিস করছেন। তাদের জার্সি, ফুটবল, বুট, নাস্তা, যাতায়াতসহ সকল খরচ ক্লাবের পক্ষ থেকে তিনি বহন করছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে পাশ্ববর্তী বিভিন্ন উপজেলাতে ফুটবল র্টুনামেন্টে অংশ নিয়ে স্বাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কেশবপুরের মুখ উজ্জ্বল করছেন। তাছাড়া ক্লাবের উদ্যোগে কেশবপুরের কৃতি খোলোয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ ঢাকা, খুলনা ও যশোরের বিভিন্ন ক্লাবে অর্ন্তভুক্ত করে খেলার সুযোগ করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, মনিরামপুর উপজেলার শ্যামনগর হাইস্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, কলারোয়া উপজেলার খোরদো স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালি স্কুল মাঠে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিধি স্পোটিং ক্লাব। এছাড়া উপজেলার বরনডালি মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, বাশবাড়িয়া হাইস্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ ছাড়াও গড়ভাংগা স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে রয়েছে। চলতি মাসেই ওই খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এছাড়াও নিধি স্পোটিং ক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা কৃতি খেলোয়ার হিসাবে বিআরটিসি ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, সাধারাণ বীমা ক্লাব, ঢাকা অগ্রনী প্রিমিয়ার ডিভিশন, যশোর জেলা টিম, যশোরের মঈন স্মৃতি সংসদ, শহীদ বিপ্লব, অগ্রণী ক্রীড়া চক্র, সৌখিন ক্রীড়া চক্র, কেশবপুর থানা টিম, খুলনা মোহামেডান ক্লাব, উল্কা ক্লাব, যশোর ভাস্কো দা গামা ক্লাব, কেশবপুর আদর্শ ক্লাব, কেশবপুর ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ-সহ বিভিন্ন ক্লাবে খেলা করেছেন।
ছবি-ইমেইলে

কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে ২ জানুয়ারি সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, শিক্ষা অফিসার আকবর হোসেন, কৃষি অফিসার মহাদেব সানা, সমবায় অফিসার নজরুল ইসলাম, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, নির্বাহী প্রকৌশলী মুনছুর আলী, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, মৎস্য অফিসার এম এম আলমগীর কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উন্নয়নের আব্দুর রহিম, সমাধানের মুনছুর আলী প্রমুখ।

কেশবপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর পরিবারের মানবেতর জীবন-যাপন
যশোরের কেশবপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর পরিবার মানবেতর জীবন-যাপন করছে।
জানাগেছে, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জোহর সরদারের পূত্র বাবর আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যশোরের পালবাড়ি মোড়ে পাকিস্তানি সৈন্যদের হাতে শহিদ হন। পরবর্তীতে দেশ স্বাধীন হলে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের বে-সামরিক গেজেটে তার নাম অর্ন্তভুক্ত হলেও সরকারীভাবে তার পরিবার কোন সূযোগ-সুবিধা পাইনি। শুধুমাত্র শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর নামে কেশবপুরে বালিয়াডাঙ্গায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর পূত্র শহিদুল ইসলাম তার স্ত্রী ও ২ কন্যাকে নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন-যাপন করছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা