বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরে কিশোর-কিশোরীদের ফুটবল টুর্ণামেন্ট

যশোরের কেশবপুরে বুড়িহাটি হাসানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার বিকালে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে কিশোর-কিশোরীদের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে বুড়িহাটি ফুটবল ক্লাব ২-১ গোলে শেখপুরা ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল ও ইউপি সদস্য আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন দলিত হারচয়েস প্রকল্পের হিসাব রক্ষক চন্দ্র শেখর মজুমদার, প্রহ্লাদ দাস, রুমিচা খাতুন প্রমুখ।

ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন
যশোরের কেশবপুরে ঢাকা আহসানিয়া মিশনের অর্থায়নে ও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের বাস্তবায়নে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় ৭ জন শিক্ষুককে পূর্নবাসন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাখা ব্যাবস্থাপক মফিজুল ইসলামের সভাপতিত্বে শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় ভিক্ষুক প্রতি ২০ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (কৃষি) নিয়ামূল কবীর। বক্তব্য রাখেন শাখা হিসাব রক্ষক আশরাফুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার জুবায়েরুল ইসলাম, ফিল্ড অফিসার আবুল কালাম, এম এম শহিদুল্লাহ প্রমুখ। এসময় শ্রীফলা গ্রামের শিক্ষুক মর্জিনা বেগম, আলতাপোল গ্রামের নুরজাহান বেগম, লতিফা বেগম, ভেগতি নরেন্দ্রপুরের হালিমা বেগম ও শরিফুন্নেছা বেগমকে এবং ইতিপূর্বে গড়ভাঙ্গা গ্রামের নুরজাহান বেগম ও ব্যাসডাঙ্গা গ্রামের আমেনা বেগমকে পূর্ণবাসন করা হয়।

সাগরদাঁড়িতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে নূরানিয়া আজাদ ভয়েজ ফুটবল একাদশের জয়
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ী এম এম ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে মাইকেল মধুসূদন সমাজ কল্যান ক্লাব এর আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের খেলায় তালা সরুলিয়া স্পোটিং ফুটবল একাদশকে হারিয়ে ১-০ গোলে ডুমুরিয়া উপজেলা নূরানিয়া আজাদ ভয়েজ ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা। বিশেষ অতিথি ছিলেন সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সোহেল পারভেজ, ক্রিড়া সংস্থার সাবেক কোষাধাক্ষ্য আব্দুল গফুর। ইউপি সদস্য মনোয়ারা খাতুন, আবু দাঈদ, মাষ্টার আব্দুর রহিম, ঘের ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ। খেলা শেষে নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা মাইকেল মধুসূদন সমাজ কল্যান ক্লাবের খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্যে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। খেলা পরিচালনা করেন মতিয়ার রহমান মতি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা