রবিবার, নভেম্বর ১০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধন

স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু দেশের নয়, বিশ্বের গোটা বাঙ্গালীর গর্ব। বৃটিশ ভারতে যশোরের এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন হন এবং ইংরেজী ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের ২য় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। তার অমর কীর্তি অমৃত্যকর ছন্দে রামায়নের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য সারাবিশ্বে সমাদৃত হয়েছে।

মঙ্গলবার বিকালে কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেন, উনবিংশ শতাব্দীর প্রথিতযশা বাঙ্গালী কবি ও নাট্যকার মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা। বাংলা কবিতায় অ¤্রত্যিখর ছন্দ প্রয়োগ করে তিনি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন। আমি মনে করি মহাকবির সাহিত্যকর্ম অধ্যায়ন আমাদের দেশগড়ার কাজে উদ্বুদ্ধ করবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোরের পাবলিক প্রসিকিউটার এ্যাড, রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সিটিটিউশনের প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।

সার্বিক অনুষ্ঠান উপস্থাপনা করেন যশোর জেলা শিশু বিষয়ক অফিসার সাধন কুমার দাস ও কেশবপুর উপজেলা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

আ.লীগের মতবিনিময় সভা

কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভা সোমবার সন্ধ্যায় কাস্তা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

কাস্তা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আজগর আলীর সভাপতিত্বে ও যুবলীগনেতা মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, সামবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এস আর সাঈদ, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি.এম. আলতাফ হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীউর রহমান, মন্টু কুমার কুন্ডু, সুভাষ দেবনাথ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলীম, ডাঃ রুস্তম আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা