রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরের মজিদপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪জনের মনোনয়নপত্র জমা

কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানাগেছে, উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ৩০ জুন ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত গোলাম সরোয়ার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগনেতা মাওঃ আব্দুল হালিম, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হুমায়ূন কবীর পলাশ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম।

উল্লেখ্য, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু ২০১৮ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর লাশ বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ উদ্ধার করে। তখন থেকে মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য ছিল। যার ফলে নির্বাচন কমিশন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ জুন, মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুলাই এবং ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অপরদিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৩০ জুন শেষ দিনে মনোনয়নপত্র জমাদিয়েছেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আকবার আলী ও শরিফুল ইসলাম।
উল্লেখ্য, পাঁজিয়া ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ডের সাধারণ সদস্য আকবর হোসেনের মৃত্যুর ফলে ঐ সাধারণ সদস্য পদ শূন্য ছিল।

পাঁজিয়া ইউনয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

কেশবপুরের পাঁজিয়া ইউনয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পাঁজিয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, মুক্তিযোদ্ধা কওছার আলী, পাঁজিয়া ইউনয়ন আওয়ামী লীগনেতা ললিত মোহন সরকার, তাপস দে, প্রভাত কুন্ডু, রীতা চক্রবর্তী, রবি হালদার, মিজানুর রহমান, রেজাউল করিম, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের শুভেচ্ছা মিছিল

মহান জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরে গণমূখী বাজেট পেশ করার জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ রবিবার বিকালে শহরে শুভেচ্ছা মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, পৌর আওয়ামী লীগ নেতা এ্যাড. মিলন মিত্র, পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, হাবিবুর রহমান হাবিব, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা