সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের মজিদপুর ইউপির উপ-নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে অনিয়ম!

কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম লিখিত বক্তব্য পাঠকালে বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে এবং আগামী ২৫ জুলই মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি ব্যাপক গণসংযোগ চালাচ্ছি। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য সার্বক্ষণিক দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। অথচ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও তার ভাই মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার আমাকে না জানিয়ে গত ২১ জুন দলীয় প্রার্থী বাছাই করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা তার আপন ভাই গাজী গোলাম সরোয়ারকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। যেটা মজিদপুর ইউনিয়ন বাসী মেনে নিতে পারেনি।

তিনি বলেন- গতবার মজিদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু একই ভাবে গোলাম সরোয়ারকে দলীয় প্রার্থী হিসাবে বাছাই করা হয় এবং নির্বাচনে নৌকার প্রার্থী হয়েও গোলাম সরোয়ার বিপুল ভোটে বিএনপির প্রার্থী আবু বকর আবুর নিকট পরাজিত হয়। আগামী ২৫ জুলাই মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্র শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রদান করেন তবে আমি বিপুল ভোটে জয়লাভ করব বলে আশাবাদ ব্যক্ত করি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নিরপক্ষ ভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের দাবী জানাই।

সংবাদ সম্মেলনে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা নূরুল ইসলাম, পীর আলী, ফজলুর রহমান, আলাউদ্দীন, মতিয়ার রহমান, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে জন্য গত ২২ জুন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে।

সেখানে গনতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয়-নেতা কর্মীরা মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে বাছাই করে।

গৌরীঘোনা আ.লীগের কর্মী সমাবেশ

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক কর্ম সমাবেশ সোমবার সন্ধ্যায় ভরবভায়না বাজারে অনুষ্ঠিত হয়েছে।

গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. অরুণ কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগনেতা এ্যাড. মিলন মিত্র, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ।

গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মুস্তাফিজুল ইসলাম কাজল, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম মাহাবুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা