রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৭ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে অনুদানের চেক বিতরণ করেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, সহকারী শিক্ষা অফিসার সাঈদ, আনিছুর রহমান, হারুনার রশিদ, রবীন্দ্রনাথ, প্রবীর মিত্র।

পরে প্রধান অতিথি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি একই স্থানে উপজেলা সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় করেন।

পাট প্রকল্পের জমি রক্ষনাবেক্ষনের দায়িত্ব প্রদান

যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের বাংলাদেশ কৃষি বিভাগ কর্তৃক নিবন্ধীত (সিআইজি) সাধারণ উপকার ভোগী সমবায় সমিতি লিমিটেডকে ২০ শতাংশ জমি রক্ষনাবেক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে প্রতাপপুর (সিআইজি) এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল কুদ্দুস জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে প্রতাপপুর বাজার সংলগ্ন পুর্ব পাশে পাট বিভাগের ঐ জমিতে গিয়ে দেখাগেছে, স্থানীয় প্রতাপপুর (সিআইজি) সমবায় সমিতি লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উক্ত জমির বাগান পরিস্কার করছে। এসময় কয়েকজন এলাকাবাসি বলেন ২০০৭ সাল থেকে বাংলাদেশ কৃষি বিভাগ কর্তৃক নিবন্ধীত ও পরিচালিত প্রতাপপুর সিআইজি সাধারণ কৃষকদের বিভিন্ন প্রকার কৃষি সুযোগ সুবিধা ও কৃষি পরামর্শ প্রদান করে আসছে। তাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে সম্প্রতি উপজেলা কৃষি বিভাগ প্রতাপপুর সিআইজি সমবায় সমিতিকে ২০ শতাংম জমির অবৈধ দখল মুক্ত ও রক্ষনাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন জমিটি অরক্ষিত রয়েছে। এবং জমি থেকে যে যার মত মাটি কেটে নিয়ে সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থ করছে। সেটা রক্ষা করতে সাময়িক ভাবে প্রতাপপুর (সিআইজি) সাধারণ উপকার ভোগী সমবায় সমিতি লিমিটেডকে রক্ষনাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রবীণদের সভা

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে একটি প্রবীণ সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ও সমাধান সংস্থার ব্যবস্থাপনায় “প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী” এর অংশ হিসাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন।

প্রোগ্রাম অফিসার ও রম্য উপস্থাপক ছড়াকার মুনছুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার নিজাম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, বৈদ্যনাথ সরকার, মাষ্টার দীন মোহাম্মদ, আঃ করিম প্রমুখ। সভায় বাগডাঙ্গা গ্রামের বয়স্ক প্রতিবন্ধি রনজিৎ সরকার ও মনোহরনগর গ্রামের বয়স্ক প্রতিবন্ধি আমির আলী মোল্যাকে ১টি করে হুইল চেয়ার প্রদান করা হয় এবং আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুকে এবং মাতৃভক্তির জন্য গড়ভাঙ্গা গ্রামের মাষ্টার ফিরোজ উদ্দিনকে “শ্রেষ্ঠ সন্তান” সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়

স্কুলছাত্রী ধর্ষনের শিকার

যশোরের কেশবপুরের সন্যাসগাছা গ্রামের এক ছাত্রীকে ভয় দেখিয়ে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।

সে নানা বাড়ি সারুটিয়া গ্রামে থেকে নারায়ণপুর স্কুলের নবম শ্রেণিতে পড়ত।

এঘটনায় ধর্ষক তিন সন্তানের পিতা এলাকার প্রভাবশালী বিল্লাল সরদারকে (৪০) আসামী করে কেশবপুর থানায় মামলা করা হয়েছে।

ধর্ষিতার মামা মিন্টু রহমান সরদার জানান- স্কুল ছাত্রী তার মামাবাড়ি সারুটিয়া গ্রামে থেকে লেখা পড়া করত। মেয়ের নানী ক্যানসার আক্রান্ত হওয়ায় তাকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। এই সুযোগে মেয়েটিকে বাড়ি একা পেয়ে প্রভাবশালী বিল্লাল সরদার মিন্টু রহমানের বড়িতে যেয়ে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। একারণে স্কুল ছাত্রীটি সন্তান সম্ভবা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে বিল্লাল সরদার স্কুলু ছাত্রীকে গর্ভপাত করানোর চেষ্ট করে।
প্রচুর রক্ত ক্ষরণে স্কুলছাত্রীর জীবন আশংকা দেখা দেয়।
এসময় তার গর্ভের সন্তান নষ্ট করে পুকুরে ফেলে দেয়।
এলাকাবাসী ঘটনা দেখে ফেললে বিল্লাল সরদার শিশুটিকে পুকুর থেকে তুলে একটি সর্বজনীন কবরস্থানে মাটি চাপা দেয়।

থানার ইন্সপেক্টর (তদন্ত)শাহাজাহান আহমেদ জানান- থানায় ধর্ষণ সহ জোর পূর্বক গর্ভপাত ও ভ্রুণ হত্যার অভিযোগে থানায় বুধবার রাতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য স্কুল ছাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্রুণটি মাটি থেকে তোলার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। কবরস্থান পুলিশের পাহারায় রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা