রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরকে জেলা করার দাবী সাংবাদিক এস আর সাঈদের

যশোরের কেশবপুর উপজেলাকে জেলা করার দাবী করছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।

এব্যাপরে তিনি কেশবপুর উপজেলাকে জেলায় রূপান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেছেন।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ জানান- কেশবপুরে একটি পৌরসভা-সহ ১১টি ইউনিয়ন নিয়ে কেশবপুর উপজেলা গঠিত। সাবেক সফল শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক-এর হাত দিয়ে অবহেলিত কেশবপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়। পাবর্তীতে সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবও উন্নয়নের ধারা অব্যহত রাখেন।

তারই ধারাবাহিকতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর হাত দিয়ে কেশবপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে তিনি (ইসমাত আরা সাদেক) এমপি হয়েও উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন। কেশবপুরে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। কেশবপুর পৌর সভায় একটি দ্বিতল ভবন রয়েছে, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন- সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন রয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। মজিদপুর ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন রয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন রয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন রয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন রয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে, রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। কেশবপুর সদর ও হাসানপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে এবং ঐ দুই ইউনিয়নের রাস্তা-ঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে।

এসআর সাঈদ বলেন- তাছাড়া উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। অসংখ্য রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে এবং বহু রাস্তা-ঘাটের উন্নয়ন কাজ চলমান রয়েছে। কেশবপুরের শিক্ষা, কৃষি, প্রাণীসম্পদ ও মৎস্য সেক্টর অনেক সমৃদ্ধশালী। কেশবপুর উপজেলা থেকে সারাদেশের যোগাযোগ অনেক ভালো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সুদক্ষ নেতৃত্বে উপজেলা পরিষদও নান্দনিক রূপ নিয়েছে। কেশবপুরে প্রতœতত্ত্ব বিভাগও বেশ সমৃদ্ধশালী। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ি বিশ্বের একটি প্রসিদ্ধ এলাকা।

কেশবপুরকে জেলায় উন্নীত করার দাবি তুলে তিনি বলেন- পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, তালা উপজেলার পাটকেলঘাটা ও ডুমুরিয়া উপজেলার চুকনগরকে পূর্নাঙ্গ থানায় রূপান্তর করে কেশবপুর উপজেলাকে জেলা করার দাবী এখন গণদাবীতে পরিনত হয়েছে।

এব্যাপরে তিনি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মিলনাস্থল কেশবপুর উপজেলাকে জেলায় রূপান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা