রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেন মুখ ঢেকে দিল্লির বিজেপি দফতরে মোহাম্মদ শামির স্ত্রী হাসিন? (ভিডিও)

সাদা ওড়নায় মুখ ঢাকা, পরনে সাদা সালোয়ার-স্যুট। এক নারী ঠিক এভাবেই দিল্লির বিজেপির সদর দফতরে প্রবেশ করলেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভারত যখন দলবদলের রাজনীতিতে সরগরম; তখনই নতুন চমক? প্রশ্ন চারিদিকে কাপড়ে মুখ ঢাকা এই নারী কে? তিনি আর কেউ নন, গত বছর কংগ্রেসের হাত ধরে রাজনীতির আঙিনায় পা রাখা হাসিন জাহান।

স্বামী মোহাম্মদ শামির সঙ্গে দাম্পত্য কলহ চরমে ওঠায় অনেকদিন থেকেই শিরোনামে হাসিন। গত মাসেই শামির উত্তরপ্রদেশের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করায় হাসিনকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্তিও পান তিনি। আর এবার তাঁকে দেখা গেল একেবারে বিজেপি প্রধান কার্যালয়ের ভেতরে। সেখানে উপস্থিত হওয়ার কারণ কি? তবে কি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা?

লোকসভা নির্বাচনে বিজেপির ফের জয়ের পরই বিভিন্ন রাজ্যের বিরোধী দলের নেতারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এবার কি হাসিনের পালা? জিজ্ঞেস করতেই তিনি সাফ জানিয়ে দিলেন, এমন কিছুই নয়। ভারতীয় পেসারের স্ত্রী বলেন, ‘আমার এখানে কোনও কাজ নেই। দাদার সঙ্গে এসেছি। দাদার একটা কাজ আছে। তাই। প্লিজ এটাকে আবার কোনও ইস্যু বানাবেন না।’
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পণ্ডার সঙ্গে বুধবার দেখা যায় হাসিনকে। তার দরকারেই নাকি সঙ্গী হিসেবে বিজেপি অফিসে আগমন। কিন্তু বিরোধী দল কংগ্রেসের সদস্য হয়ে তার বিজেপির কার্যালয়ে প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত বছর অক্টোবরেও একপ্রকার নিঃশব্দেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন হাসিন। আগাম কোনো ইঙ্গিতও দেননি তিনি। এমনকি তাঁর কংগ্রেস যোগ নিয়ে কোনও জল্পনাও ছিল না। তাই এবারও যে চুপচপ দলবদল করবেন না, এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখার পালা দলবদলের মরশুমে বিজেপির নতুন মুখ হিসেবে হাসিন চমক দেন কিনা।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!