বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে মা-সমাবেশ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বজনীন শিক্ষানীতির আলোকে নারী শিক্ষার অগ্রগতি প্রসারে উপবৃত্তি প্রদান, একাবিংশ শতাব্দীর ভিষন ও মিশনকে যুগান্তকারী এবং বিশ্ব মানের গড়ে তোলার লক্ষ্যে ১৯জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ।
সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামসুর রহমান, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল, ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রওশানারা খানম। ম সমাবেশে প্রায় তিন শতাধীক মা অংশগ্রহন করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্বোধন

“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রাঙ্গন হতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীতে অংশ গ্রহন করেন এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহম্মেদ মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষি বীদ ডাঃ মনোজিত কুমার মন্ডল, কালিগঞ্জ হ্যাচারীর ম্যানেজার শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্য চাষী মশিউর রহমান, নবযাত্রা’র ডেকো রোকসানা পারভীন ও সেপ্টি প্রকল্পের মিজানুর রহমান প্রমখ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন মৎস্য চাষিকে পুরুস্কার ও সনদ পত্র প্রদান করা হয়। পুরুস্কার প্রাপ্তরা হলেন কার্পা মিশ্র চাষে মোঃ মশিউর রহমান, পাবদা মাছ উৎপাদনে মহেশ চন্দ্র মন্ডল, বাগদা চিংড়ী চাষ উৎপাদনে জি এম সিরাজুল ইসলাম, ভেটকী মাছ উৎপাদনে আছিয়া বেগম ও মনোসেক্স তেলাপেয়া মাছ উৎপাদনে মোঃ ইসরাইল হোসেন। অনুষ্ঠানে মৎস্য চাষি, ডিপো মালিক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

তিন মাদক সেবিকে সাজা প্রদান

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক নুর ইসলাম, সহকারি উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিকী, জাকির হোসেন ও হুমাইন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অফিযান চালিতে রাতে তাদেরকে আটক করেন। ১৯ জুলাই বৃহস্পতিবার আটককৃতদের দুপুরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহম্মেদ মাছুম তিন জনকে ৭দিন করে বিনাশ্রম জেল প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপর গ্রামের সবুর হাওলাদারের পুত্র জাকির হোসেন (২৫), মথুরেশপুর ইউনিয়নের চরশীতলপুর গ্রামের সোবাহান সরদারের পুত্র আয়ুব আলী (,৪৫), ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের আঃ হামিদ গাজীর পুত্র আব্দুর মান্নান (৩৩)। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছেন। থানা সুত্রে জানাগেছে, কালিগঞ্জ থানার উপ পরিদর্শক নুর ইসলাম, সহকারী উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মৌতলা গ্রামের মৃত কাজী শহিদুল্যাহর পুত্র এক্ধীক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কাজী জিন্নাহ ও কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত নিজাম উদ্দীনের পুত্র ওয়ারেন্ট ভুক্ত আসামী কুতুব উদ্দীনকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন পালিয়ে ছিল, তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থাকায় পৃথক মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ