শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং: গ্রাহকরা বিপাকে

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং-এ গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে। কথায় কথায় বিদ্যুতের যাওয়া-আসার খেলায় বিরক্ত হয়ে পড়ছেন সকলে। সাধারণ গ্রাহকদের যেন জিম্মি হয়ে পড়েছে বিদ্যুত সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে।
প্রায়-ই সময় দেখা যায়- নামকাওয়াস্তে একটি নোটিশ কিংবা একদিন মাইকিং করে মাসের পর মাস লোডশেডিং দেখানো হচ্ছে।

সোমবার (২৯/০১/২০১৮) ভোর হতে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা ছিলো বিদ্যুতহীন। এমনিভাবে প্রায় প্রতিদিন সকাল থেকে বিকাল ৩টা কিংবা ৪টা পর্যন্ত বিদ্যুতবিহীন থাকে কালিগঞ্জ। বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এভাবে একটানা অফিস টাইমে বিদ্যুৎ না থাকাকে কেউ মেনে নিতে পারছে না।
পল্লী সমিতির ‘কতিপয়’ কর্তাব্যক্তিরা ঠিকই আঙুল ফুলে কলাগাছে পরিণত হলেও গ্রাহক সেবা নিয়ে নেই কোনো মাথা ব্যাথা। তারা বরং গ্রাহকদের জিম্মি করে অবৈধ পন্থায় অর্থ উপার্জনে ব্যস্ত। ভৌতিক বিদ্যুত বিলের অভিযোগ তো আছেই।

তবে বিদ্যুৎ গ্রাহক ও প্রশাসন নিরব কেন? এ প্রশ্ন কালিগঞ্জ উপজেলা এলাকার সচেতন সাধারণ মানুষের। বিদ্যুৎ না থাকার কারণে সকল দপ্তরের কর্মতৎপরতা কমে গেছে অনেকাংশে।
জনপ্রতিনিধিদের ঝিমধরা মনোভাবের কারণেও পল্লী বিদ্যুতের ‘কতিপয়’ দুর্নীতিবাজ কর্মচারীরা পেয়েয়েছেন পোয়াবারো। নিরবে সাধারণ গ্রাহকরা নিরব থাকলেও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রসাশন ও সচেতন মহল নিশ্চুপ কেন? এভাবে আর কতদিন লাইনের কাজ চলার অজুহাতে গ্রাহক হয়রানী করা হবে?

এদিকে কালিগঞ্জের ডিজিএম মহোদয়ের নিকট ফোনালাপের মাধ্যমে লাগামহীন লোডশেডিংয়ের কবল থেকে কালিগঞ্জবাসী কবে মুক্তি পাবে জানতে চাইলে তিনি জানান- ‘এখন একটু কষ্ট করছেন তবে গরমে গ্রাহকরা আরাম করবেন। লাইনের কাজ আধুনিকায়ন করতে এমনটা হচ্ছে।অনেক কষ্ট করছেন, আর একটু ধৈয্যের পরিচয় দিন। তবে যতদ্রুত সম্ভব লাইনের কাজ শেষ হলে সব ঠিক হয়ে যাবে।’

সমাজসেবক করিম পাড়ের সুস্থতা কামনায় অনলাইন রিপোর্টার্স ক্লাবের বিবৃতি
কালিগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের পিতা আলহাজ্ব আব্দুল করিম পাড় অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
তার আশু রোগমুক্তি কামনা করে কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতাগন হলেন- কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ ইমরান আলী, সিনিয়র সহ-সভাপতি ইশারত আলী, আজহারুল ইসলাম, সহ-সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক রাজবুল হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ শের আলী, দপ্তর সম্পাদক মীর মনিরুজ্জামান সবুজ, তথ্য ও সাংস্কৃতিক সম্পদাক আবু হাসান, মহিলা সম্পাদিকা আজমিরা খাতুন, নির্বাহী সদস্য আল-আমিন, গাজী হাসান, সম্মানিত সদস্য আব্দুল কাদের, মনজুর রহমান, সাগর হোসেন, ইসরাফিল হোসেন, রমজান আলী, মোঃ মারুফ বিল্লাহ, রিয়াজুল করিম সবুজ, স.ম মাসুদ পারভেজ ক্যাপ্টেন, রবিউল ইসলাম, মোঃ রূদয় হোসেন, আবু রায়হান প্রমুখ।

বন্ধু কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ
কালিগঞ্জ বন্ধু কল্যান সমিতির ১৭৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী সন্ধ্যা ১য় কালিগঞ্জ সুশীলন প্রধান কার্যালয়ে সমিতির সভাপতি ও বে-সরকারী উন্নয়ন সংগঠন সুশীলনের উপ-পরিচালক মোস্তাফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা সুশীলন প্রজেক্টের উপজেলা কো-অডিনেটর মোঃ হাবিবুর রহমান, শেলা গমেজ সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সভায় সমিতিরি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু তাহের, কোষাধ্যক্ষ অমল কুমার সরকার, দপ্তর সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ শাকির আহমেদ বাবু, জি এম আবু আব্দুল্লাহ, ডাঃ রফিকুল ইসলাম, চিত্ররঞ্জন বিশ্বাস, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর কবির প্রমুখ।
বন্ধু কল্যান সমিতির বার্ষিক সাধারন সভায় পুরস্কার প্রদান করা হয় ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যান্ত সার্বাধিক সঞ্চায়ক্বারী ৩ জন মোস্তাফা আক্তারুজ্জামান, শেখ আবু তাহের, চিত্তরঞ্জন, সভায় সর্বাধিক উপস্থিতি ৩ জন সৈয়দ মাহমুদুর রহমান, ডাঃ রফিকুল ইসলাম, মোস্তাফা আক্তারুজ্জামান, ২০১৭ সালে সার্বাধিক সঞ্চায় প্রদানক্বারী ৪ জন মোস্তাফা আক্তারুজ্জামান, সুকুমার দাশ বাচ্চু, ডাঃ রফিকুল ইসলাম ও শেখ সাইফুল বারী সফু, একই বছরে সব কয়টি মিটিংঙে উপস্থিত ৬ জন সহ সকল সদস্যদের ও অতিথিদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। সমিতির জমাকৃত সঞ্চায় ১০ লক্ষ ৪০ হাজার ৩ শত ৩৯ টাকা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ