মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জে বাল্য বিবাহ থেমে নেই

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে ২০১৫ সালের ২৩ মার্চ দেশের প্রথম বাল্য বিয়ে মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছিল। কিন্তু বাল্য বিয়ে মুক্ত মডেল উপজেলা ঘোষনা করা হলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। আর এই উপজেলার মথুরেশপুর ইউনিয়নের জনপ্রতিনিধি ও ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার সরকারি নিয়মনীতি উপেক্ষা করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিভাবকদের সাথে গোপনে সমঝোতার মাধ্যমে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন একাধিক বাল্য বিয়ে। উপজেলা সদরের হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রসার সুপার ও ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার মাওঃ রমিজ উদ্দিন অবাধে বাল্য বিয়ে পড়াচ্ছেন বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
রাতের আঁধারে বিভিন্ন গ্রামে যেয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে বাল্য বিয়ে পড়াচ্ছেন তিনি। তাহলে সরকার এতো টাকা খরচ করে সম্মেলনের মাধ্যমে কালিগঞ্জ উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত প্রথম উপজেলা ঘোষনা করল কেন এমন প্রশ্ন সবার মুখে? এদিকে বাল্য বিয়ের কুফল সর্ম্পকে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “নবযাত্রা প্রকল্প” সুশীলনসহ বেশ কয়েকটি এনজিও দীর্ঘদিন যাবৎ উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরণের সচেতনতা মুলক কার্যক্রম ও প্রচারনা চালালেও ম্যারেজ রেজিস্ট্রার রমিজ উদ্দিন গোপনে বিয়ে পাড়াচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান- গোপনে নকল রেজিস্ট্রি কাবিনের ফরম পুরণের মাধ্যমে বিয়ে পড়িয়ে তিনি হাজার হাজার টাকার কামিয়ে নিচ্ছেন। তথ্য অনুসন্ধানে জানাযায়, কয়েক মাস পূর্বে উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী আফরোজা খাতুনকে বাল্য বিয়ে পড়িছেন তিনি। সে মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমির আলীর কন্যা। শিশু কন্যাকে বিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মেয়ের চাচা মোনর আলী বলেন, ভাইয়ের মেয়েটি একই গ্রামের মোকছেদ আলী কারিকরের ছেলে রফিকুল ইসলাম (বাচার) সাথে বিবাহ দেওয়া হয়েছে। আপনার ভাতিজিকে অল্প বয়সে কেন বিয়ে দিলেন এবং কোন হুজুর এই বিয়ে পড়িয়েছেন জানতে চাইলে তিনি বলেন ভাল ছেলে পেয়েছি তাই? ম্যারেজ রেজিস্ট্রার মাওঃ রমিজ উদ্দিন এই বিয়ে পড়িছে। এদিকে গত জুলাই মাসের শেষের দিকে একই ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের নূর মোহাম্মদ এর কন্যা ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মনিরা খাতুনের সাথে শীতলপুর গ্রামের পিয়ার আলীর ছেলে রমজান আলীর গোপনীয়তা বজায় রেখে বিয়ে দেয়া হয়। এছাড়া ডাঃ মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী রাবিনা আক্তার ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী রাবেয়া খাতুন বাল্য বিয়ের স্বীকার হয়েছে বলে জানাগেছে। এদিকে বাল্য বিয়ের স্বীকার মনিরার মামা মহিবুল জানান, আমার ভাগ্নির এখনও বিয়ের বয়স হয়নি সে আমার বাড়িতে থেকে লেখাপড়া করছে।

অপরদিকে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, কুদ্দুস, খোকন, হৃদয়সহ নবযাত্রা প্রকল্পের কর্মী নারগিস সুলতানা জানান- কিছু দিন পূর্বে গভীর রাতে অতি গোপনে মনিরার বিয়ে দিয়েছে তার পরিবার। আইনের জটিলতার কারণে বাল্য বিয়ের বিষয়টি উভয় পরিবারের সদস্যরা প্রকাশ করছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রারের ঘনিষ্ঠজন এ প্রতিনিধিকে বলেন- ম্যারেজ রেজিস্টার মাওঃ রমিজ উদ্দিন ইউনিয়নে বাল্য বিয়ে মুক্ত করণে উপজেলা পর্যায়ে পুরস্কার পেলেও আইনকে তোয়াক্কা না করে মোট অংকের টাকার বিনিময়ে দিনের পর দিন গোপনে বাল্য বিয়ে পড়িয়ে অন্যাই কাজ করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিয়ে পড়ানোর সাথে সংশ্লিষ্ঠ একজন ম্যারেজ রেজিস্ট্রার বলেন- বিয়ে পড়ানোর ক্ষেত্রে আমরা দুই ধরনের ফরম ব্যবহার করে থাকি একটি সঠিক ও অন্যটি দুই নম্বর।

ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার মাও. রমিজ উদ্দিন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান- আগে যাহা হয়ে গেছে এখন থেকে বাল্য বিবাহ আর পড়াবো না।

বাল্য বিবাহ সম্পর্কে স্হানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন বলেন- বাল্য বিবাহ মুক্ত উপজেলায় কেউ বাল্য বিবাহের স্বীকার না হয় এজন্য সবাইকে সচেতন হতে হবে। এ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহন করা হবে। বাল্য বিয়ের আইন থাকলেও তার সঠিক প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন উপজেলার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ