আরো খবর...
কালিগঞ্জে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
সাতক্ষীরার কালিগঞ্জে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার হলরুমে আরবি প্রভাষক মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মী নাজমুন নাহার।
বক্তারা এডিস মশার উৎপত্তি ও এর প্রতিকার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ধারণা দেন। তাছাড়া ছেলেধরা গুজবে কান না দিয়ে বরং কাউকে দেখে সন্দেহ হলে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়। সরকারের পক্ষ থেকে প্রসাশন, ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করা যেতে পারে।
প্রভাষক সাংবাদিক নুরুল আমিন, সহকারী মৌলভী আব্দুল জব্বার, সহকারী শিক্ষক শেখ হাবিবুর রহমানসহ অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯. ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদের হলরুমে দক্ষিন শ্রীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য ও দুর্যোগের ঝুকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব আলকাজ আলী, ইউপি সদস্য ছবিলার রহমান, সদস্য মমতাজ বেগম, প্রমুখ ,এছাড়া আরো উপস্থিত ছিলেন ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা,কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক, ইমাম, পুরোহিত, প্রতিবন্ধী গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুধীজন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবযাত্রা প্রকল্পের ডি আর আর কম্পনেন্ট কর্মরত কর্মী এফ,এফ,পূর্ণিমা বৈরাগী, ৭ নং তারালী ইউনিয়নের নবযাত্রা প্রকল্পের ডি আর আর কম্পনেন্ট কর্মকর্তা কর্মী এফ এফ মনোরমা সরদার, স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম।
এ দুর্ভোগ দেখবে কে? প্রশ্ন শিক্ষার্থীদের
কালিগঞ্জের নাজিমগঞ্জ টু বসন্তপুর ওয়াপদা কার্পেটিং সড়কে বালু পরিবহণকারী অবৈধ আত্মঘাতী ড্রাম্পারসহ ভারী যানবহন ১৫ টনের অধিক বালি বোঝাই ট্রাক প্রতিদিন চলাচল করছে। ফলে বর্ষায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্হানসহ বেশ কয়েকটি স্হানে নষ্ট হওয়ায় সড়কের উপর প্রচুর কাঁদা ও বেহাল অবস্থায় দুর্ভোগে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা। চরম ভোগান্তির শিকার হয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
কিছুদিন আগে বিষয়টি প্রতিকার চেয়ে এলাকাবাসী (১৪/৩/১৯) বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিল। উপজেলার বসন্তপুর ও শীতলপুর গ্রামের মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়িসহ অর্ধশতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ দিলেও আজ পর্যন্ত প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় হতাশ সচেতন মহল। কিছু স্বার্থনেষী মহলের কারণে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এভাবেই চলাচল করছে। বিষয়টির দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসক (ডিসি) মহাদ্বয়ের দৃষ্টি আকর্ষন করেছেন শিক্ষার্থীরা।
আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা
কালিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি, আইন শৃঙ্খলা, চোরাচালান, এনজিও সমন্বয় ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মর্তার সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, সমবায় কর্মকর্তা শেখ মুজিবার রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, থানার উপ পরিদর্শক চিন্ময় কুমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ। সভায় বিজিবি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সভা থেকে সকলের সম্মতিক্রমে উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমুলক ও সন্মানহানীকর সাংবাদিক সম্মেলন করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ২৫ জুলাই কুশুলিয়া ও মৌতলা ইউপিতে অনুষ্ঠিত উপ-নির্বাচন শতভাগ নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠ, প্রভাবমুক্ত ও শান্তিপুর্ণ ভোট সম্পন্ন করা হয়েছে। এটাকে পুঁজি করে জনবিচ্ছিন্ন কতিপয় ব্যক্তি উদ্দেশ্যমুলক ভাবে হীন রাজনৈতিক ফায়দা চরিতার্থ করতে অপ প্রচার চালাচ্ছে। বক্তাগন বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমকি ধমকি আর নানান অন্যায় আবদার রুখে দিয়ে কালিগঞ্জ বাসীর জন্য পরপর তিনটি ভোট উপহার দিয়েছেন, যা সর্ব মহলে গ্রহনযোগ্যতা ও স্বীকৃতি পেয়েছে। ইউ এন ও একজন সৎ, যোগ্য, নির্লোভ, কর্মঠ ও জনকল্যাণে নিবেদীত এবং দায়িত্বশীল কর্মকর্তা। অসাধু, অকৃতজ্ঞ ও হীনমন্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া তাকে নিয়ে কেহ সমালোচনা করতে পারেনা। অনুষ্ঠান থেকে সমালোচকদের ধীক্কার জানানো হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন