কালিগঞ্জে ক্রিকেট ও নলতায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডি এম সি ক্লাবের আয়োজনে দেয়া মাঝের মাঠে ৮ দলীয় সিক্স সাইড ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
জাঁকযমক পূর্ন পরিবেশে বিপুল সংখ্যাক ক্রীড়া মোদী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে নির্ধারিত ৫ ওভারে কালিগঞ্জ মায়ের দোয়া ক্রীকেট একাডেমি সবকয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে।
জবাবে কালিগঞ্জ ক্রীকেট দল ৫০ রানে সবকয়টি উইকেট হারানোর ফলে ৩৫ রানে মায়ের দোয়া ক্রীকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় আম্পিয়ার এর দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন ও সাইফুল ইসলাম।
স্কোরার ছিলেন জাহাঙ্গীর হোসেন।
টুর্নামেন্টে ম্যান অবদা সিরিজ নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম ও ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন টিপু।
সোমবার বিকাল ৫ টায় ডি এম সি ক্লাবের সাধারন সম্পাদক নাসিরউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দীন আহম্মেদ, নাজিমউদ্দিন, মাছুম হোসেন প্রমুখ।
নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট দলীয় নক-আউট ফুটবল টুর্ণামেন্ট
“মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক’র গর্বিত মাতা-পিতার (আছিয়া-নজির) নামে ২য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় নক-আউট ফুটবল টুর্ণামেন্ট।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানাটান উত্তেজনাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
প্রথম দিক থেকে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ চালালেও শেষ পর্যন্ত বিদেশী ও দেশী খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুন্যে চালতেঘাটা মহসিন রেজা ফুটবল একাদশ ২-০ গোল ব্যবধানে তালা সৈকত স্পোটিং ক্লাবকে পরাজিত করে ২য় সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন অহিদ বাবলু সহকারি ছিলেন শেখ ইকবাল আলম বাবলু এবং সুকুমার দাশ বাচ্ছু, মো. মোমিনুর রহমান ও মঞ্জু।
২য় সেমিফাইনাল খেলা আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কুশুলিয়া ফুটবল একাদশ, কালিগঞ্জ বনাম পি.ডে.কে মিতালী সংঘ, কদমতলা (গত বছরের চ্যাম্পিয়ন) এর মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন