আরো খবর...
কালিগঞ্জের কৃষ্ণনগরে উপ-নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০১৯ উপলক্ষ্যে আজ (১৯ শে ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টার সময় কালিগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থী সহ সর্বস্তরের জন-সাধারনের সাথে সুষ্ঠ ও নিরপেক্ষ্য নির্বাচনের লক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় কালিগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তা মোঃ জামিরুল হায়দারের সভাপতিত্বে কালিগঞ্জ থানার তদন্ত অফিসার রাজিব হোসেনের সঞ্চলানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। আরোও উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি নেওয়াজ কাওছার তুহিন, কালিগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সনত কুমার , কৃষ্ণনগর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রানী বাপ্পি।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কবিরুজ্জামান মন্টু (নৌকা), আব্দুর রহমান মোল্লা (আনারস), ও আকলিমা আক্তার লাকী (লাঙ্গল)।
উপস্থিত ছিলেন সাংবাদিক ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি এবং সর্ব সাধারণ জনগণ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন প্রশাসন উপনির্বাচনে জনগন যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দেব এবং নির্বাচনের সময় ও পরে যাতে কোন চক্র যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তা আমরা শক্ত প্রতিহত করবো।
প্রার্থীদের কাছে নির্বাচনী মতামত জানতে চাইলে প্রার্থীরা সবাই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট করার মতামত প্রকাশ করেন। প্রসঙ্গত গত ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের অফিসের সামনে দূর্বত্তদের হামলায় কে এম মোশাররফ হোসেন মৃত্যবরন করেন এবং ইউনিয়নে ৩নং ওয়াডের সদস্য জলিল গাইন গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে জনতার গনপিটুনিতে নিহত হওয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্য পদ শুন্য থাকায় উপনির্বাচন হতে যাচ্ছে।
শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় জেলার একমাত্র প্রতিনিধিত্বকারী চৌমুহনী ডিগ্রী মাদ্রাসা
শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায়।
সাতক্ষীরা জেলার শিল্পকলা একাডেমীতে উক্ত প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
জেলার সাতটি উপজেলা থেকে ৩টি বিভাগে উক্ত প্রতিযোগিতা অনুষ্টিত হয়। (ক)বিভাগে প্রাথমিক (খ) বিভাগে মাধ্যমিক এবং(গ) বিভাগে কলেজের প্রতিযোগীরা অংশ গ্রহন করে। বিজ্ঞ বিচারকমণ্ডলী হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার কৃতি সংগীত শিল্পী বাবু শ্যামল কান্তি সহ আরো অনেকে। ক বিভাগে চ্যাম্পিয়ন হয় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খ বিভাগে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। উক্ত প্রতিযোগীতায় সাতক্ষীরা জেলার একমাত্র মাদ্রাসা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব অর্জন করেছে কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস,এম, মোস্তফা কামাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
কালিগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের অবহিতকরন সভা
কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহযোগীতায় স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভায় প্রাথমিক বিদ্যালয় খুলনার উপ-পরিচালক মেহেরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারিদ্র পীড়িত এলাকার স্কুল ফিডিং উপ-প্রকল্প পরিচালক, উপ-সচিব মোহাঃ সোহেল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক মোঃ আবু সাঈদ, এপিডি-ডিপিই ঢাকা মোঃ রেজাউল করিম, পি টি আই সুপার বাবুল আক্তার, কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সহকারী পরিচালক মনিরুজ্জামান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মহৎপুর প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আহছান উল্লাহ, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মসজিদবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পাইকাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বানু, উকসা ইফতেদায়া মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন