বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপের দফায় দফায় সংর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন গ্রুপ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু গ্রুপ পাল্টপাল্টি ওই মামলাটি দায়ের করে।

জানা গেছে- শনিবার রাতে পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে মসিয়ার রহমান বাদি হয়ে লাল্টু গ্রুপের বিরুদ্ধে ২৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন (যার নং-৩৬) এবং মুরারীকাটি গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম বাদি হয়ে স্বপন গ্রুপের বিরুদ্ধে ৩২ জনের নাম উল্লেখ করে আরেকটি পাল্টা মামলা দায়ের করেছেন (যার নং-৩৭)।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় উপজেলা পরিষদ চত্বর, উপজেলা মোড় এলাকা, থানা চত্বর ও থানার সামনে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির বিদ্যমান দু’টি গ্রুপ। আর তারই জের ধরে রাতে কাউন্টার মামলা দায়ের হলো থানায়। পৃথক ওই দু’টি মামলায় ৪০/৫০জন করে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।

স্বপন গ্রুপের পক্ষে দায়েরকৃত মামলার আসামিরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি), মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা গদখালী গ্রামের মফিজুল ইসলাম লাভলু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাটরা গ্রামের অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়টা গ্রামের শেখ জাকির হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও কলারোয়া প্রেসক্লাবের সভাতি অধ্যাপক এমএ কালাম, সৈনিক লীগের আহবায়ক রুবেল মল্লিক, মুরারীকাটি গ্রামের সাইদুর রহমান, মোস্তাক আহম্মেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাকডাঙ্গা গ্রামের মারুফ হোসেন, মুরারীকাটি গ্রামের নেছার আলী, সোনাবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম, আনারুল, কেরালকাতা ইউনিয়ন যুবলীগ নেতা নাকিলা গ্রামের আলমগীর হোসেন, শ্রমিকলীগের সভাপতি গদখালী গ্রামের আ. রহিম, যুগিখালী গ্রামের এরশাদ আলী, দামোদারকাটি গ্রামের ফারুক হোসেন, মির্জাপুর গ্রামের বজলু, তৈলকুপি গ্রামের সাহাদাৎ হোসেন ও লাঙ্গলঝাড়া গ্রামের মোজাম।

অপরদিকে, লাল্টু গ্রুপের দায়েরকৃত মামলার আসামিরা হলেন- উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা মির্জাপুর গ্রামের শহিদ ও গদখালী গ্রামের আমজাদ হোসেন শাহিন, ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, বাক্স আশরাফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, ইলিশপুর গ্রামের সুলতান, তুলশিডাঙ্গা গ্রামের মসিয়ার রহমান, গাড়াখালী গ্রামের শহিদুজ্জামান, বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলাম, গদখালী গ্রামের জাহাঙ্গীর কবির বাবলু, দক্ষিন সোনাবাড়িয়া গ্রামের রেজা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উত্তর ভাদিয়ালী গ্রামের আসাদ, ছলিমপুর গ্রামের আব্দুর রশিদ, দলুইপুর গ্রামের আব্দুর রাজ্জাক নাহিদ, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন, গদখালী গ্রামের আলমগীর হোসেন, ফিরোজ জোয়ার্দ্দার, পাঁচপোতা গ্রামের রুহুল কুদ্দুস, কলাটুপি গ্রামের মিঠুন রাজ, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, মির্জাপুর গ্রামের মাছুমুজ্জামান মাসুম, তুলশীডাঙ্গা গ্রামের শফিউল আজম শফি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বাটরা গ্রামের মসিয়ার রহমান, জালালাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, শ্রীপতিপুর গ্রামের মারুফ হোসেন ও দক্ষিন মুরারীকাটি গ্রামের মাহাবুর হাজরা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ আ.লীগের উভয় গ্রুপের দায়েরকৃত মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলাটি তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন  এস.আই সোলায়মান।

সংঘর্ষের ভিডিওসহ খবরটি পড়তে নিচে ক্লিক করুন:

কলারোয়ায় আ.লীগের দু’গ্রুপে ধাওয়া-সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫, ফাঁকা গুলি বর্ষণ (ভিডিও)

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে