শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এমপি বদির গাড়িতে হামলা-ভাঙচুর, ‘গুলি’!

ইয়াবা কারবার নিয়ে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সোয়া আটটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এমপি বদি দাবি করেছেন, চলন্ত গাড়িতে তাকে হত্যার উদ্দেশে গুলিও করা হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন। হামলার ঘটনায় গাড়িটির পেছনের কাঁচ ভেঙে গেছে।

তিনি হামলাকারীদের মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন। তারা হলেন আবদুল্লাহ এবং তার (আব্দুল্লাহ) শ্যালক।

তবে এই আব্দুল্লাহ টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ কিনা তা ষ্পষ্ট করে বলেননি।

এদিকে বিএনপি নেতা আবদুল্লাহ রাতে জানিয়েছেন, তিনি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত নন। যদিও ঘটনাস্থলের পাশেই তার শ্বশুর বাড়ি। দীর্ঘদিনের শত্রুতার জের ধরেই এমপি বদি বিএনপি নেতা আবদুল্লাহর বিরুদ্ধে এ জাতীয় ধারাবাহিক ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক মামলা দায়ের করে আসছেন বলে তিনি দাবি করেন।

তবে ঘটনার সময় ‘গুলিবর্ষণ’ নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। এমপি বদি সহ তার অনুসারীদের দাবি-হামলাকারীদের হাতে বন্দুক দেখা গেছে। ঘটনাস্থলের পাশে আকাশমণি এবং নাঈমুদ্দিন নামের দুই শিশুও জানিয়েছে- তারাও হামলাকারীদের দেখেছে। তবে অনেকেই বলেছেন, ঘটনাস্থলে ‘গুলি’র শব্দ শোনা যায়নি।

স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মওলানা নূর আহমদ আনোয়ারি ঘটনার বিষয় নিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। একবার বলেছেন, তিনি হামলার কথা শুনেছেন। তবে গুলিবর্ষণ নিয়ে তিনি সন্দিহান। কিছুক্ষণ পর ইউপি চেয়ারম্যান আবার জানান, এমপি বদির গাড়িতে গুলিবর্ষণ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এলাকার সাবেক ইউপি মেম্বার সৈয়দ আহমদ ঘটনার ব্যাপারে বলেন, ‘আমরা এমপি বদিকে নিয়ে কানজরপাড়া স্টেশনে নির্বাচনি পথসভা করার জন্য অপেক্ষা করছিলাম। সেখানে মাইক নিয়ে স্লোগানও চলছিল। স্টেশনের উত্তরে মসজিদের সামনে হামলার ঘটনা ঘটেছে। তবে মাইকের কারণে আমরা গুলির শব্দ শুনতে পাইনি।’

স্থানীয় আওয়ামী লীগ কর্মী কামালুদ্দিন বলেন, গুলিবর্ষণের ঘটনা নিয়ে সন্দেহ রয়েছে।

হামলার এ ঘটনার সাথে সাথেই এমপি বদির সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলায় গাড়িটির ভাঙচুরের ছবি ছড়িয়ে দেয়।

স্থানীয় একজন গোয়েন্দা কর্মী বলেছেন, গুলি হলে কাঁচ ভেদ করে বের হয়ে যাবার কথা কিন্তু তা হয়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। গুলিবর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেন, এটা নিয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে এমপি বদির গাড়িতে হামলার খবরে তার সমর্থকরা টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে