মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এটিই প্রথম নয়! জেনে নিন সোনুর বিতর্কিত নানা ঘটনা

বলিউড পাড়ায় মোটামুটি সব প্রথম সারির নায়কের জন্যই প্লে ব্যাক করেছেন সোনু নিগম। এক সময় তিনিই যে বলিউড সঙ্গীতের বাদশা ছিলেন সে কথা তো সবারই জানা। কিন্তু সঙ্গীতের প্রতি ভালোবাসা আর হিট নাম্বার ছাড়াও বিভিন্ন বিতর্কের জেরে সোনু নিগম বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি আজানের সুর নিয়ে মন্তব্য করায় আবারও টপ লাইনে তিনি। আসুন জেনে নেই সোনুর বিতর্কিত নানা ঘটনা।

১. আজানের সুরে ঘুমের ব্যাঘাত ঘটছে সোনু নিগমের‚ এই কথা উনি টুইট করে জানানোর পর প্রবল বিতর্কের মুখে পড়েন উনি। যদিও উনি এই টুইটের মারফত শব্দদূষন এবং লাউডস্পিকার ব্যান করতে চেয়েছিলেন। কিন্তু অনেকেই মনে করছেন উনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং তাদের অপমান করেছেন। এর ফলে তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। একজন মৌলবী ঘোষণা করেন‚ যে সোনু নিগমের মাথা ন্যাড়া করতে পারবে এবং তাঁর গলায় জুতোর মালা পরাতে পারবে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন উনি। এই ঘোষণা শোনর পর সোনু নিজেই নিজের মাথা ন্যাড়া করে ফেলেছেন। এবং সেই মৌলবীর কাছে পুরস্কার দাবি করেছেন। সেই মৌলবী সোনুকে পুরস্কার দিতে অস্বীকার করেছেন এবং এই বিতর্ক এখনো চলছে।

২. গতবছর ধর্মীয় গুরু রাধা মা খবরের শিরোনামে উঠে আসেন। তার বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও উনি যে ধরণের পোশাক আশাক পরেন‚ সেই কারণেও অনেকেই নিন্দা করে তার। এই সময় সোনু রাধা মায়ের পাশে দাঁড়ান। উনি টুইটারে রাধা মায়ের সঙ্গে কালি মায়ের তুলনা করেন। টুইটে সোনু লেখেন ‘মা কালির গায়ে তো রাধা মায়ের থেকে অনেক কম কাপড় থাকে। আমি আশ্চর্য হচ্ছি এই দেশের অনেকেই রাধা মায়ের পোশাকের জন্য তার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছে জেনে ‘সোনুর করা এই টুইটের পর ধর্মীয় মতামতকে আহত করার অভিযোগে তার বিরুদ্ধে এফ আই আর করা হয়।

৩. এই একই সোনু যিনি কিনা জানিয়েছেন আজানের সুরে তার ঘুমের ব্যাঘাত ঘটে‚ তিনি গতবছর মাঝ আকাশে একটা বিমানের অ্যানাউন্সমেন্ট সিস্টেমের সাহায্যে একের পর এক গান গাইতে থাকেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোনুকে এমনটা করা থেকে নিবৃত করা হয়নি বলে সেই বিমানে উপস্থিত বিমান সেবিকাদের ডিউটি থেকে সাসপেন্ড করা হয়।

৪. চার বছর আগে হঠাৎ করেই সোনু ঘোষণা করেন উনি অবসর নিচ্ছেন। আসলে একটা নামী মিউজিক কম্পানির সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন উনি। সেই মিউজিক কম্পানির বিরুদ্ধে একাধিক টুইটও করেন। এবং এই ঘটনার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। অবশ্য এই ঘটনার দু‘বছর পরে আবার সেই মিউজিক কম্পানির সঙ্গে মিটমাট হয়ে যায় তার।

৫. পরিচালক করণ জোহরের সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল সোনুর। কিন্তু গতবছর মুক্তি পায় করণের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এই ছবির এক জায়গায় অনুষ্কা শর্মা এবং রণবীর সিং কে মহম্মদ রফিকে নিয়ে মজা করতে দেখা যায়। এতে করণের ওপর খুব রেগে যান সোনু। এবং করণের বিরুদ্ধে উনি সোশ্যাল মিডিয়াতে বেশ তির্যক মন্তব্যও করেন।

একই রকম সংবাদ সমূহ

এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার

নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন

সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল

জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন

সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা

সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন

  • অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বিশ্বসুন্দরী মানুষী
  • চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে সঙ্গীতানুষ্ঠান
  • সেই রানু মন্ডলকে নিয়ে যা বললেন লতা মঙ্গেশকর
  • ‘মাসুদ রানা’ সিনেমার নায়িকা শ্রদ্ধা কাপুর
  • অভিনেত্রী পূজাকে কুপিয়ে হত্যা করে ক্যাবচালক
  • স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চূড়ান্ত বাছাই পর্বে কলারোয়ার মেহেদি জনি
  • শারিরীক সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন নোবেল
  • ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম-এর জন্মদিন
  • এই প্রথম বাংলাদেশি ছবিতে সানি লিওন!
  • নতুন প্রজন্মের মডেল মারিয়া গমেজ ও ফারাবির ‘অনুরণন’ গানের মিউজিক ভিডিও
  • প্রিয়াংকা চোপড়াকে `ভন্ড` বললেন পাকিস্তানি নারী
  • ফেসবুকে ভাইরাল গান বদলে দিল সেই ভবঘুরে রানুর জীবন