মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

উচ্চ আদালতের নির্দেশে সাতক্ষীরা-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন সরদার মুজিব

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্ত হলেন সরদার মুজিব। সোমবার উচ্চ আদালতের এক রায়ে তিঁনি প্রার্থীতা ফিরে পান। সাতক্ষীরা রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে তাঁর প্রার্থীতা বাতিলের পর উচ্চ আদালতে আপিল করলে সোমবার শুনানী শেষে আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পান সরদার মুজিব। এ নিয়ে সাতক্ষীরা-১ আসনে নির্বাচনী মাঠে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখালেন।

সাতক্ষীরা জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি সরদার মুজিব জানান- ‘এলাকার জনগণের অনুরোধে তিঁনি জাতীয় সংসদ-১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। ২ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণ দেখিয়ে সাতক্ষীরা জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাঁর (সরদার মুজিব) প্রার্থীতা বাতিল করেন। এরপর তিঁনি প্রার্থীতা বৈধতার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন। সেখানেও তাঁর প্রার্থীতার বৈধতা ফিরে পান নি। ওই রায়ে সংক্ষুব্ধ হয়ে তিঁনি উচ্চ আদালতে আপিল করেন। সোমবার (১০ডিসেম্বর) শুনানী শেষে বিজ্ঞ আদালত তাঁর প্রার্থীতা বৈধ ঘোষনা দিয়ে আদেশ দেন।’

এই রায়ের পরিপ্রেক্ষিতে তিঁনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেন সরদার মুজিব।

এদিকে, ১০ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই আসনে ৬জন প্রার্থী প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা হলেন- ১৪দলীয় জোটের ওয়ার্কার্সপার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩দলীয় জোটের প্রার্থী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানেরশীষ), জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ.এফ.এম আছাদুল হক (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজিজুর রহমান (কাস্তে) ও ন্যানশাল পিপলস পার্টির আব্দুর রশিদ (আম)। আর নতুন যুক্ত হলেন সরদার মুজিব।

প্রসঙ্গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিব আ.লীগের মনোনয়ন না পেয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে নির্বাচন করে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্সপার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে