মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আ.লীগের অধীনে নির্বাচনের পক্ষে-বিপক্ষে যারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১৮টি দল বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন চায় না। আর ৯টি দল বর্তমান সংসদের অধীনে নির্বাচন চায়। অন্যদিকে ১২টি রাজনৈতিক দল বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে এ সংসদের প্রতিনিধি নিয়ে ছোট একটি সরকার গঠনের পক্ষে মত দিয়েছে। যদিও এ বিষয়ে ইসির সঙ্গে সংলাপে কোনো মত দেয়নি আওয়ামী লীগ।

এই সরকারের অধীনে নির্বাচন চায় না- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয় পার্টি (জপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সংলাপের প্রস্তাব পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচনের সময়ে কোন ধরনের সরকার থাকবে তা নিয়ে দলগুলোর মধ্যে ব্যাপক মত পার্থক্য রয়েছে। ১২টি দল নির্বাচনের সময়ে অন্তর্বর্তী রাজনৈতিক সরকার থাকার পক্ষে মত দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি, বিএনএফসহ কয়েকটি দল বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের প্রস্তাব করেছে। নির্বাচনকালীন সরকার রুটিন কাজ করবে বলেও এসব দলের পক্ষ থেকে মত এসেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কোনো প্রস্তাব করা হয়নি। দলটির নেতারা বিভিন্ন সময়ে বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার থাকবে।

অন্তর্বর্তী রাজনৈতিক সরকারের পক্ষে থাকা দলগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), গণফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাপ ও জাতীয় পার্টি (জেপি)।

জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইসিকে তদারকি সরকারের ভূমিকা পালনের প্রস্তাব করেছে। প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) প্রধানমন্ত্রীকে ঐচ্ছিক ছুটিতে পাঠিয়ে সিইসির নেতৃত্বে অস্থায়ী সরকার গঠনের কথা বলেছে।

নারী প্রতিনিধিত্ব নিয়ে আপত্তি: ২০২০ সালের মধ্যে ৩৩% সম্ভব না বলে মত দিয়েছে বিএমল, খেলাফত মজলিশ, ৩৩% নারী প্রতিনিধিত্বের বিধান বাতিলের সুপারিশ ইসলামী ফ্রন্ট, কমিটিতে ৩৩% নারী চায় না জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং সংসদ ও দলে নারীর বিধান বাতিল চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে