বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির কিছু খবর

আশাশুনি কৃষকলীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও শোক দিবসের প্রস্তুতি সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলা কৃষক লীগের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মতিলাল সরকারের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক শ্রীদাম চন্দ্র বাছাড়, জবেদ আলী মোড়ল, রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাহারুজ্জামান, ডাঃ আব্দুল গণি, কমিটি সদস্য রণজিত কুমার বৈদ্য, তছলিম আরিফ বাচ্চু, ভবেন্দ্র নাথ সরকার, নিমাই চন্দ্র বিশ্বাস, টিএম মোজাহিদুল ইসলাম, লিয়াকত হোসেন গাজী, আবু বক্কার, উপজেলা যুবলীগ নেতা এমএম সাহেব আলী, এস এম সানাউল্লাহ, জয়ন্ত সরকার, আরিফুল গাজী, আল আমিন সরদার, মান্নান পাড়, আবু হেনা মোস্তাফা কামাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ফারুক সানা, হাশেম আলী, হাফিজুল ইসলাম, আলামিন, দিপংকর বাছাড় দিপু, মিজানুর রহমান প্রমুখ। সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনে দিনব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়। পরে একই স্থানে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধুর দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।

আশাশুনি ৩ দিনের বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আশাশুনিতে ৩ দিনের বৃক্ষরোপন আন্দোলন ও ফলদ বৃক্ষমেলা- ২০১৭ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসান। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক। অনুষ্ঠানে মেলায় যে ৩২ টি স্টলে নার্সারী মালিকরা ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রয়ে অংশ নিয়েছিলেন তাদেরকে পৃরস্কৃত করা হয়।

বুধহাটায় আওয়ামীলীগের শোক দিবস পালনে প্রস্তুতি সভা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইউনিয়ন আ’লীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আ’লীগ নেতা সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রমজান আলি, সহ-সভাপতি রেজওয়ান আলি, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, বীরমৃুক্তিযোদ্ধা আঃ গফফার, আবুল হোসেন, আছাদুল ইসলাম, ইদ্রিস আলি, আজহারুল ইসলাম, জহুরুল, কেসমত, হাতেম, প্রভাস, সাইদ, এজদান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয় এবং জলিল উদ্দিন ঢালীকে আহবায়ক, রেজওয়ান আলি, নুরুজ্জামান জুলুকে সদস্য করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সার্বিক সহযোগিতায় থাকবে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দরগাহপুর সাবেক চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালন
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ এছমাইল হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) এ উপলক্ষে খরিয়াটি শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া ও মীলাদ পরিচালনা করেন হাফেজ আঃ সালাম। মাহফিলে এলাকার বহু আলেম, হাফেজসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আশাশুনি পুলিশী অভিযানে গ্রেফতার- ২
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দু’ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল (বৃহস্পতিবার) আদালতে প্রেরন করা হয়েছে।
এসআই নয়ন চৌধুরি ও এএসআই উস্তার আলী অভিযান চালিয়ে জিআর ১৬/১৭ সিআর ৯/১৭ মামলায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পলাতক আসামী শ্রীপুর গ্রামের বাবর আলী ঢালীর পুত্র ইয়াছিন নুরীকে গ্রেফতার করেন। এসআই বিশ্বজিত অধিকারী একই ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের শফিকুল গাজীর পুত্র ফেরদাউস গাজীকে গ্রেফতার করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ