আরো খবর...
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা
আশাশুনি উপজেলা পরিষদ (উন্নয়ন ও সমন্বয়) কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সঞ্চালনায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, এস এম রফিকুল ইসলাম, প্রভাষক ম মোনায়েম হোসেন, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, দরগাহপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিউর রহমান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আকতার হোসেন, পিআইও রঞ্জু, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উন্নয়ন মূলক কর্মকান্ড ও বিভিন্ন প্রজেক্টেও কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা, পাউবো’র ভেড়ী বাঁধের ভাঙ্গনের অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষক মাহফিজুলের সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার বড়দল কলেজিয়েট স্কুলের সিনিঃ সহকারী শিক্ষক, বড়দল গ্রামের মৃত আফতাব উদ্দিন সানার পুত্র মাহফিজুল ইসলাম সানা সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার বিকালে নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে শিক্ষক মাহফিজুল ইসলাম বলেন, তিনি ২৫ বছর ধরে নিবেদিত ভাবে শিক্ষকতা কওে আসছেন। রাজনীতির সাথে তিনি কখনো প্রত্যক্ষ ভাবে জড়িত নন। ১৯৯৬ সালের পূর্বে তাকে বড়দল ইউনিয়ন কৃষকদলের সভাপতি হিসাবে মনোনীত করা হয়।
কমিটি গঠনের ৩/৪ মাসের মধ্যে সহকারী প্রধান শিক্ষকের হাতে পদত্যাগপত্র লিখে নিয়ে জমা দিয়ে তিনি পদ থেকে পদত্যাগ করেন।
এরপর থেকে অদ্যাবধি তিনি বিএনপি বা অঙ্গসংগঠনের সাথে জড়িত নেই বা রাজনীতির সাথে সম্পৃক্ত হননি। কোন মিছিল মিটিং বা কোন প্রোগ্রামে অংশ গ্রহন বা সহযোগিতা করেননি।
তিনি বলেন, আমরা পারিবারিকভাবে আওয়ামীলীগের সাথে জড়িত। আমার পিতা মরহুম আফতাব উদ্দিন সানা ১৯৭২ সালে সরকার অনুমোদিত ইউনিয়ন সালিশী আদালতের চেয়ারম্যান ছিলেন। ১০৭১ সালে পাকিস্তানী সেনা, রাজাকাররা আমাদেও বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন। আমার ব্যাপারে কলেঃ স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন প্রত্যয়ন পত্রে আমি রাষ্ট্র বিরোধী ও কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই বলে উল্লেখ করেছেন। স্বাধীনতা পর থেকে এ পর্যন্ত আমাদেও নিয়ে কোন বিতর্ক বা রাজনৈতিক বিষয়ে আওয়ামী বিরোধী কার্যকলাপের কোন অভিযোগ উঠেনি। সম্প্রতি আমার এক ভাইপো ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল আমাদেও পরিবারকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতেছে। এমনকি আমাকে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হিসেবে জাল কাগজপত্র সৃষ্টি কওে অপপ্রচার শুরু করেছে। আমি ষড়যন্ত্রকারীদেও ধিক্কার জানাচ্ছি।
ওয়ারেন্টের আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে সিআর ১৬৮/১৬ ও সিআর ২৮/১৮ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী লস্করী খাজরা গ্রামের ওহাব ঘরামির পুত্র আলম ঘরামিকে গ্রেফতার করেন। আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন