আরো খবর...
আশাশুনির হরিষখালী ভাঙ্গন জর্জরিতবেড়ীবাঁধ এখনো হুমকীতে
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ভাঙ্গন জর্জরিত হরিষখালী ভেড়ী বাঁধ রক্ষায় হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করলেও এখনো শংকামুক্ত হয়নি।
দু’ সপ্তাহ আগে বাঁধটি ভেঙ্গে যায়। দু’ সপ্তাহ অতিবাহিত হলেও প্রজেক্ট না থাকার অজুহাতে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কোন ব্যক্তি এখনো ভাঙ্গন দেখতে আসেননি।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন আর্থিক সহযোগিতা ইউপি সদস্যদের সংগে নিয়ে গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে কাজ করছেন।
ইউপি সদস্য আইয়ুব আলী ও মহিলা মেম্বারের স্বামী শাহাদাত হোসেন গাছের ডাল, মাটি ভরাট ও অল্প কিছু জন মজুর নিয়ে কাজ করেছেন। তিনটি মূল ভাঙ্গন স্পটের একটি স্পটের চর ধসতে ধসতে মূল বেড়ীবাঁধটিও নদী গর্ভে চলে গেছে। আছে মাত্র ভিতরের সামান্য স্লোব। স্লোবের গা ঘেঁষে মাটি দিয়ে নতুন বেড়ীবাঁধ নির্মাণ কাজ করা হচ্ছে। ইউনিয়়ন পরিষদের মাইকের ঘোষণা অনুযায়ী ভোরবেলা থেকে তালতলা ও ফুলতলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্দ রেখে সকলেই বেড়ীবাঁধের কাজে অংশ নিচ্ছে। প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে ভাঙ্গন প্রতিরোধে হাজার হাজার স্বেচ্ছাশ্রমিকের কাজে আন্তরিকতা চোঁখে পড়ার মত।
চেয়ারম্যান শেখ জাকির হোসেন কাজের দেখভাল করছেন এবং মাইকে কাজের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তৃষ্ণার্তকে পানি পান করাচ্ছে একদল কর্মী। কাজ শেষে দুপুরের আহার হিসাবে সকলকে খিচুড়ী ভাত দেওয়া হয়়।
পানি উন্নয়ন বোডের কর্মকর্তা মশিউল আবেদীন জানান- এই মুহূর্তে আমাদের হাতে কোন প্রজেক্ট নাই। তবে বেড়ীবাঁধ ভেঙে ভিতরে পানি প্রবেশ করলে জরুরী ভিত্তিতে কিছু আর্থিক সহায়তা পাওয়া যায়।
উঠান বৈঠক
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী এ বি এম মোস্তাকিম।
যুবলীগ নেতা সাংবাদকি এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু। এলাকার নেতাকর্মী ও সাধারণ দর্শকের উপস্থিতিতে উঠান বৈঠকে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, ইউনিয়ন সৈনিকলীগ সভাপতি শাহাদাৎ হোসেন, ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী মুনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ওমর সাকি পলাশ, বিমল কৃষ্ণ গাইন, আলমগীর হোসেন আঙ্গুর মেম্বার, কৃষকলীগ নেতা মতিলাল, আছু, হাজী আক্কাছ, সাতক্ষীরা সদর ছাত্রলীগ সভাপতি শাহিনুর আলম সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিগত দিনে বিএনপি-জামাতের নৈরাজ্যকর ও সন্ত্রাসী কর্মকান্ডের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন গরীব মানুষের দুঃখ লাঘবে বিনামূল্যে বই বিতরণ, হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে কৃষকের নাগালে সার পৌছে দেওয়া, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী নেতা সরকারে অসহায় গরীবদের জন্য দেওয়া ঘর প্রদানের লিষ্ট করার নামে টাকা হাতিয়ে নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের কাজ করে যাচ্ছে। এর সাথে জগিতদের প্রতি তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। কোন নিরিহ মানুষ বা সাধারণ মানুষের উপর পুলিশী হয়রানী হতে দেবেননা বলে আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
মতবিনিময়
আশাশুনিতে কাঁকড়া চাষী, ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে ডিআরআরএ’র সহযোগিতায় জীবিকা প্রকল্পের আওতায় আইডিয়াল এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।
প্রকল্প ব্যবস্থাপক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আইডিয়াল আশাশুনি শাখা কেন্দ্র ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন।
সুপারভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় সভায় সদর ও শোভনালী ইউনিয়নের সেলফ হেলপ গ্রুপের সদস্য, ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের ২০ জন সদস্য অংশ নেন।
মীনা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান
মীনা দিবস ২০১৮ উপলক্ষে আশাশুনিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক বিভাগে “ক” ও “খ” গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতারা প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, আঃ রকিব, শাহাজাহান আলি, আবু সেলিম, মাছরুরা খাতুন, ইদ্রিস আলি, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ডয়লেন।
উন্নয়ন মেলার প্রস্তুতি সভা
উন্নয়ন মেলা– ২০১৮ অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মৎস্য অফিসার সেলিম সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, সাব রেজিষ্ট্রার পার্থ প্রতীম মুখার্জী, সমবায় অফিসার আনছারুল আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রীউলা চেয়ারম্যান আবু হেনা সাকিল, শোভনালী চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, বড়দল চেয়ারম্যান আঃ আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আত্ম-কর্মসংস্থানে প্রশিক্ষাণার্থীদের ভাতা প্রদান
আশাশুনিতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বৃত্তিমুলক প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র ও ভাতার টাকা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। অনুষ্ঠানে বিউটিফিকেশান, ভার্মি কম্পোষ্ট ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত আইজিতে ৪০ জনকে ২ লক্ষ ৩১ হাজার ৩০০ টাকা ও রাজস্ব খাতের ৩০ জনকে ১ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা এবং প্রত্যেককে সনদ পত্র প্রদান করা হয়।
সরকারি কর্মকর্তাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
আশাশুনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের (দপ্তর প্রধান) সাথে উপজেলা চেয়ারম্যান মতবিনিময় সভা করেছেন। সোমবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় কালে বর্তমার সরকারের অসংখ্য সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারের সাফল্য সমুহ সরকারি কর্মকর্তাদের অজানা থাকার কথা নয়, কিন্তু সেই সাফল্য ও উন্নয়নের চিত্র কেবল বুকে ধারণ করলেই হবেনা, সাথে সাথে যথাযথ প্রচার ও দায়িত্ববোধের সাথে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার ও সম্মেলনে তুলে ধরতে হবে।
সরকার সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা যেভাবে বাড়িয়ে সম্মানজনক করেছেন তাতে কর্মকর্তাদের সচেতনতার সাথে সরকারের উন্নয়নের কথা বলা উচিৎ।
তিনি বলেন, সরকারি প্রকল্প, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি-ভিজিএফ সহ বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এগুলো প্রতিরোধ করে সরকারের কার্যক্রমকে সফল ভাবে বাস্তবায়ন করতে হবে। তাই সকলকে সচেতনতার সাথে ও সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।
সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন ব্যানার্জী, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, আরডিও বিশ^জিৎ ঘোষ, শিক্ষা অফিসার শামসুন্নাহার, সমবায় অফিসার আনছারুল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পিআইও শাহরিয়ার মাহবুব রঞ্জু, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের স্মারকলিপি প্রদান
মাধ্যমিক স্কুল শিক্ষা (দ্বাদশ শ্রেণি পর্যন্ত) জাতীয়করণের দাবিতে আশাশুনি শিক্ষক সমাজের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। রবিবার আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির নেতবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।
শিক্ষক সমিতির সভাপতি ও মাধ্যমিক স্কুল শিক্ষা (দ্বাদশ শ্রেনি পর্যন্ত) জাতীয়করণ লিয়াজোঁ কমিটির আহবায়ক এ এস এম মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক ও সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তুষার, প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা, দেবব্রত রায়, যুগ্ম সম্পাদক শংকর কুৃমার গাইন, সহকারী শিক্ষক উদয় কান্তি বাছাড়, শফিকুল ইসলাম মধু প্রমুখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে ইউএনও প্রতিনিধি পশুপতি সিংহ এর হাতে স্মারক লিপি তুলে দেন।
নৌকাবাইচ প্রতিযোগিতা
আশাশুনি উপজেলার শ্রীউলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গলঘেসিয়া নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়নের নাছিমাবাদ যুব সংঘের আয়োজনে উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়, শ্যানগরের গাবুরার বিল্লাল হোসেনের চাঁদতারা, মিজানুর রহমানের সুন্দরবন ও নছিমাবাদ যুব সংঘের শাহাজালাল নৌকাদল। প্রতিযোগিতায় বিল্লাল হোসেনের চাঁদতারা প্রথম স্থান ও মিজানুর রহমানের সুন্দরবন দ্বিতীয় স্থান অধিকার করে।
বিজয়ীদের মাঝে ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি কালার টিভি পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টাস ক্লাবের আহবায়ক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলী, শিক্ষিকা নাজনিন নাহার ঝর্ণা, ইউপি সদস্য ইয়াছিন আলী, নছিমাবাদ যুব সংঘের সভাপতি শাহাজান ফকির, সম্পাদক আব্দুস সালাম ফকির প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন