রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনির শোভনালী ব্রীজের বিকল্প সড়কের দৈন্যদশায় ভোগান্তি

আশাশুনি উপজেলার শোভনালীতে মরিচ্চাপ নদীর উপর নির্মানাধীন ব্রীজের বিকল্প সড়কের দৈন্যদশায় পথচারীসহ জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়েছেন। বিপাকে পড়ে অনেককে আশাশুনি সদর হয়ে কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে।
শোভনালী ব্রীজের নির্মান কাজ শেষ হয়েছে ২ বছর আগে। এরপর থেকে এ্যাপ্রোজ সড়ক নির্মানের নামে দীর্ঘ সূত্রিতায় পড়ে আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটার হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়ে আছে। ব্রীজ নির্মানের সময় ব্রীজের পূর্ব পাশে কাঠের সেতু দিয়ে বিকল্প যাতয়াতের ব্যবস্থা করা হয়। তখন থেকে কোন রকমে পথচারীরা যাতয়াত করে আসছে। কিন্তু এ্যাপ্রোজ সড়ক নির্মানের নামে খামখেয়ালীপনায় দীর্ঘ ২ বছর কেটে গেছে। এক বছর আগে বাধ্য হয়ে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বুধহাটা ও শোভনালী ইউপি চেয়ারম্যানের উপর উভয় পারের সড়কে মাটি ও ইটের কাজ করিয়ে পথচারী ও যানবাহন চলাচলের ঝুঁকি কমিয়ে আপাতত চলাচলের ব্যবস্থা করান। এক বছর আগে থেকে ঠিকাদার এ্যাপ্রোজ সড়কে মাটি/বালি দিয়ে কাজ শুরু করেন। কিন্তু না কাজে যেমন গতি ছিলনা, তেমনি সরকারি নিয়ম কানুনকে তুয়াক্কা না করে ভূগর্ভের বালি উত্তোলন করে কাজ করার মহড়া চালিয়ে আসছেন। একদিন কাজ করা হয় তো, দশদিন কাজ বন্দ রাখা হচ্ছে। এসময় যানবাহন চলাচল ও পথচারীদের চলাচলের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা রাখা হয়নি।
ফলে ব্যপক অসুবিধা মাথায় নিয়ে মাঝে মধ্যে পথচারী ও যানবাহন চলাচল করলেও অধিকাংশ সময় বিশেষ করে বৃষ্টি হলেই কিংবা বালু দেওয়ার নামে ভূগর্ভ থেকে বালু-পানি উত্তোলনের মাধ্য সড়কে দেওয়ার ফলে বিকল্প সড়ক পানিতে তলিয়ে বা কর্দমাক্ত হয়ে পথ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার চাম্পাফুল হাই স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীরা কর্দমাক্ত পথে পার হতে গিয়ে চরম বিপাকে পড়ে যায়।
এসময় বাধ্য হয়ে অনেককে আশাশুনি সদর হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন্দ্রে যেতে হয়। অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ ও কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে হতাশ হয়ে পড়েন।
এব্যাপারে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমহলসহ এলাকার সর্বস্তরের মানুষ।

শ্রীউলা ইউপি চেয়ারম্যানের উপর হামলা ॥ আটক-৩

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ৩ আক্রমনকারীকে আটক করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে।
ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, মাষ্টার পলাশের নেতৃত্বে ১০/১২ টি মটর সাইকেল যোগে সন্ত্রাসী স্টাইলে দৃবৃত্তরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বালিয়াপুর গ্রামের রেজাউল করিমের খোজে যায়। বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে পেয়ে আঘাত করলে সে রাস্তার পাশে ঘেরের মধ্যে পড়ে যায়। এরপর তারা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোস্তাহিদুলের বাড়িতে গিয়ে আক্রমন চালায়। এসময় মোস্তাহিদ বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। এরপর তারা শ্রীউলা ইউনিয়ন পরিষদে গিয়ে হামলা চালায় এবং চেয়ারম্যানকে উদ্দেশ্য করে শোয়ারের বাচ্চা কই বলে হুংকার দিতে থাকে। এক পর্যায়ে পরিষেদে থাকা চেয়ারম্যানকে লক্ষ্য করে চায়নীজ কুড়াল দিয়ে আক্রমন করলে বুড়াখারাটি গ্রামের গফুর গাজীর পুত্র শফিকুল ইসলামের গায় লাগলে রক্তাক্ত জখম হয়।
স্থানীয় লোকজন জানতে পেরে চেয়ারম্যানকে রক্ষায় এগিয়ে গেলে আক্রমনকারী পালিয়ে গেলেও মাষ্টার পলাশ, জাহাঙ্গীর ও অন্য একজন পাশের দোকানে গিয়ে দরজা আটকে লুকিয়ে থাকে।
এলাকাবাসী তাদেরকে আটকে রাখে এবং পুলিশে খবর দিয়ে এসআই স্বরজিত কুমার ঘটনাস্থানে পৌছে তাদেরকে উদ্ধার করেন বলে চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান।
এসআই সরজিৎ কুমার জানান, ঘটনাস্থান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার কাজে ব্যস্ত আছি।

বুধহাটা বায়তুর নুর মসজিদে টাইলস এর কাজ উদ্বোধন

আশাশুনি উপজেলার বুধহাটা দক্ষিণপাড়া বায়তুন নুর জামে মসজিদে টাইলস স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ কাজের উদ্বোধন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টাইলস স্থাপনের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা এস এম দেলোয়ার হোসাইন।
বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেককে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায় তার অনুমতিক্রমে কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় চাঁদপুর দাখিল মাদরাসার সুপার আলহাজ মহসিনুল ইসলাম, গোবরদাড়ি দাখিল মাদরাসার সুপার মাও. সিদ্দিকুর রহমান, খলিলুর রহমান, ডা. শাহিনুর ইসলাম, শ্রমিকলীগ নেতা হাতেম আলি, যুবলীগ নেতা এজদান আলি, মসজিদ কমিটির সহ-সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ এলাকার বহু গন্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম জিয়াউর রহমান।
জেলা পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ টাকার প্রদানের ঘোষণা প্রদান করে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল হতে নগদ ২০০০ টাকা প্রদান করেন।
এছাড়া খলিলুর রহমান ২৫ হাজার টাকাসহ এলাকার বহু ব্যক্তি অর্থ সহায়তা প্রদান করেন।

রুদ্রপুরে বখাটেদের অত্যাচারে দু’বোনের বিষপান ॥ বুধহাটা ক্লিনিকে ভর্তি

আশাশুনি উপজেলার সীমান্তবর্তী সদর উপজেলার রুদ্রপুর গ্রামে বখাটেদের অত্যাচারে অতিষ্ট হয়ে দুই বোন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে বুধহাটার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে।
ক্লিনিকে মেয়েদের সাথে থাকা বাকরুদ্ধ পিতা রুদ্রপুর গ্রামের আঃ খালেক জানান, তার এক মেয়ের সাথে (নাম প্রকাশ করা হলোনা) দু’বছর আগে স্কুলে পড়ার সময় মাটিয়াডাঙ্গা গ্রামের আনছার আলীর পুত্র ইমনের সাথে জানাশুনা ছিল। কিন্তু পরবর্তীতে তার লেখাপড়া বন্দ হয়ে যায়। সেই সম্পর্কের সুত্র ধরে বুধবার বিকালে ইমন তার দু’বন্ধু ফিরোজ ও ইয়াছিনকে নিয়ে দু’টি বাই সাইকেলে মেয়েদের বাড়িতে যায়। এসময় তাদের পিতা বাড়িতে ছিলনা। সেখানে ঐ মেয়েকে বিয়ে করবে বলে চাপ দিতে থাকে। মেয়ে ও বাড়ির অন্যরা না করে দিলে তারা ব্যাপক জবরদস্তি ও বাড়ির শিশুদের হত্যার হুমকী দিতে থাকে। এসময় তার পিতা বাড়িতে আসলে তারা ঘরের মধ্যে পালালে ঘরের দরজা আটকে দেওয়া হয়। পাশের লোকজন এগিয়ে গেলে তারা ঘরের দেওয়াল টপকে সাইকেল ফেলে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ইমন একই গ্রামের সেলিমসহ তাদের লোকজন নিয়ে পুনরায় মেয়েদের বাড়িতে গিয়ে সাইকেল নিয়ে আসে।
এদিন (বৃহস্পতিবার) রাতে বখাটেদের অত্যাচার ও অপমান সইতে না পেরে দু’বোন একসাথে বিষপান করে। জানতে পেরে রাতেই তাদেরকে বুধহাটা ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকে চিকিৎসাধীন মেয়ে দু’টিও ঘটনার বর্ণনা প্রদান করেন। সেলিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘটনার কথা স্বীকার করে বলেন ছেলে ও মেয়ে নাবালক। তাদেরকে বিষয়টি সম্পর্কে সতর্ক করে দিয়ে আর না এগুতে পরামর্শ দিয়ে আসি।
কিন্তু পরে বিষপানের ঘটনা ঘটেছে বলে শুনেছি।
অভিযুক্ত ইমন জানান, মেয়ের সাথে তার সাড়ে বছরের সম্পর্ক। তাদের বাড়িতে যাওয়ার পর মেয়ের বাপ বাড়িতে আসলে আমি ঘরের খাটের নীচে পালাই। দরজা আটকে দিলে আমরা দেওয়ালের উপর দিয়ে পালিয়ে আসি। পরের দিন সাইকেল নিয়ে আসি। মেয়ে ও তার বোনের বিষপান করেছে বলে শুনেছি বলে ইমনা জানায়।

অনন্ত যুব সংঘের সাধারণ সভা

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি শুশীলা পাঠাগার ও অনন্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
আমেরিকা প্রবাসী জয়দেব কুমার গাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দিপ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রামাকান্ত সরকার,কাদাকাটি ইউপি সাবেক মেম্বার বিমাল সরকার সন্তষ বাছাড় কুমুদরঞ্জন সরকার সুভাষ মন্ডল মাষ্টান সত্যরঞ্জন সরকার চয়ন কুমার গাইন নিরঞ্জন বছাড় মহেশ কুমার মন্ডল তপন কুমার মাষ্টার ভবেন্দ্র নাথ মন্ডল, যুব সংঘের সভাপতি নেতাই চন্দ্র গাইন, সেক্রেটারী মহেষ চন্দ্র মন্ডল, পাঠাগারের সভাপতি বাসুদেব মন্ডল, সেক্রেটারী মাষ্টার তারক চন্দ্র মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।আনুষ্টানটি পরিচালনা করেন মধাব চন্দ্র মন্ডল

মহিষাডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্টে খরিয়াটি চ্যাম্পিয়ন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা ফুটবল মাঠে অজয় স্মৃতি ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ খেলা অনুষ্ঠিত হয়।
বলাকা যুব সংঘের আয়োজনে খেলায় খরিয়াটি ফুটবল দল ২-০ গোলের ব্যবধানে দাদপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আলহাজ শাহ নেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলি, আঃ আলিম মোল্যা, দীপংকর কুমার সরকার, খেশরা ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, পুজা উদযাপন পরিষদ সভাপতি নীলকণ্ঠ সোম, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, মেম্বার আঙ্গুর হোসেন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, প্রধান শিক্ষক শংকর গাইন, জি এম আক্তারুজ্জামান, নগেন্দ্র নাথ বিশ^াস প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রফেসর হিরুলাল, নিমাই ও দেবব্রত ।

কাদাকাটিতে মিনি ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্ট এর ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় খরিয়াটি ফুটবল দল ও টেংরাখালী ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে টেংরাখালী ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন টিপু ব্যানার্জী। সহকারী ছিলেন বিপ্লব ও বিক্রম। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান দিপংকর কুমরা সরকার।
বিশেষ অতিথি ছিলেন ডাঃ ভবেন্দ্র নাথ, মেম্বার সঞ্জয় কুমার সরকার, ভবনাথ মন্ডল, গৌতম গাইন, সাবেক মেম্বার সুভাস মন্ডণ, অভিমান্য সরকার, অমল রায়।
মেঘমালা ক্লাব এ খেলার আয়োজন করে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ