বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির কিছু খবর

আশাশুনির শোভনালী ব্রীজের এ্যপ্রোজ সড়কের চরম দুরাবস্থা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ব্রীজের উভয় পার্শে এ্যাপ্রোজ সড়কের চরম দুরাবস্থায় ব্রীজ ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। এ্যাপ্রোজ সড়কটি দ্রুত নির্মানের দাবী জোরালো হতে শুরু করেছে।
উজিরপুর টু বুধহাটা সড়কের শোভনালীতে মরিচ্চাপ নদীর উপর গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মান কাজ করা হয়েছে কয়েক বছর আগে। ব্রীজ নির্মানের পর এ্যাপ্রোজ সড়কের কাজ না করায় ব্রীজ ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ ছিল। বিশেষ করে যানবাহন চলাচল করার কোর উপায় ছিলনা। বাধ্য হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে বুধহাটা ও শোভনালী ইউপি চেয়ারম্যানকে কোন রকমে চলাচলের ব্যবস্থা করতে নির্মান কাজের আহবান জানান। তাদের আপ্রান প্রচেষ্টায় ব্রীজের দু’পাশে মাটি, বালি, ইটের খোয়া/রাবিশ ফেলে এবং সবশেষে ইট বিছিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। উর্দ্ধমুখী এ্যপ্রোজ সড়ক ব্যবহার করে কষ্টকর ব্রীজ পারাপারে মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে কিছুটা। কিন্তু বৃষ্টির পানির ¯্রােতের টানে এ্যপ্রোজ সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় সড়কটি হুমকী গ্রস্ত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহন করে অবিলম্বে এ্যাপ্রোজ সড়ক নির্মানের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট বিভাগ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনি মাদরাসা শিক্ষকদের সাথে জেলা শিক্ষা অফিসারের মাতবিনিময়
আশাশুনি উপজেলার মাদরাসা প্রধানদের সাথে জেলা শিক্ষা অফিসার মতবিনিময় সভা করেছেন। সোমবার বেলা ১১ টায় আশাশুনি আলিয়া মাদরাসা হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন এবং শিক্ষকদের মতামত শ্রবন করেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার ও আশাশুনি শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। জমিয়াতুল মুদার্রেছীন উপজেলা ও জেলা কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ উজায়েরুল ইসলাম, গুনাকরকাটি কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, জমিয়াতুল মুদার্রেছীন আশাশুনি উপজেলা সভাপতি ড আবুল হাসান, উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি মাওঃ আশরাফ উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার মাদরাসা সমুহের সমস্যা, শিক্ষাদানের ক্ষেত্রে অসুবিধা এবং শিক্ষার মান উন্নয়ন ও সরকারি নীতিমালা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি সবশেষে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন।

আশাশুনি পুলিশী অভিযানে গ্রেফতার-৩
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
এসআই প্রদীপ কুমার ও এএসআই আবু রাসেল অভিযান চালিয়ে আশাশুনি থানা মামলা নং ১৩(৬)১৭ এর আসামী দরগাহপুর গ্রামের তায়জুদ্দিন সরদারের পুত্র লিটন সরদারকে গ্রেফতার করেন। এএসআই জহুরুল ও এএসআই আসলাম অভিযান চালিয়ে জিআর ৬৬/১৭ এর আসামী গোদাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিন সরদারের পুত্র শহিদুল ইসলাম এবং এএসআই ফারুক পৃথক অভিযানে সিআর ৪৬/১৬ এর পলাতক আসামী মৃত ওছমান গাজীর পুত্র হাকিম গাজীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক যৌথ পরিকল্পনা
আশাশুনি উপজেলার কুল্যায় আশাশুনি এডিপি অফিসে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় আশাশুনি এডিপি এ যৌথ পরিকল্পনা সভার আয়েজন করে। যার অংশীদার সমাজ উন্নয়নে আলোর দিশারী ফাউন্ডেশন ও আশাশুনি এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার পল ভক্ত মন্ডল, জুলিয়ান সনজিত সরকার, সুভাষ মন্ডল, জন পল ডি রোজারিও, এডিপি কর্মকর্তা উজ্জ্বল মন্ডল ও আলোর দিশারীর সভাপতি জসিম উদ্দীন, তুহিনুর রহমান, রহুল কুদ্দুছ রুবেল, হারুনার রশিদ, আব্দুল্লাহ আল-মামুন, নাজমুল হোসেন প্রমুখ।

কুল্যায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুল্যা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াহিয়া ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কুল্যা ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী সাইদুল ঢালী, আ’লীগ নেতা প্রভাষক হিরুলাল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আনছার আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, রফিকুল ইসলাম পান্না, কুল্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হাসান, সেক্রেটারী মইনুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ মহিলা বিষয়ক সম্পাদক শীমা সুলতানা, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি শাহজাহান আলী, সেক্রেটারী ফারুক হোসেন, সাবেক সভাপতি শাহিনুর রহমান, ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ডাঃ গাউছুল হক, ৪নং ওয়ার্ড সভাপতি মাছুম হোসেন, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, সাবুদালী সরদার, সামাদ গাজী, পলাশ হোসেন প্রমুখ। সভায় ১৫ই আগষ্ট কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইয়াহিয়া ইকবালকে আহবায়ক, আবু সাঈদ ঢালী, প্রতি ওয়ার্ডের আ’লীগ সভাপতি, সেক্রেটারী ও শীমা সুলতানাকে সদস্য ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে কার্যকারীকারী সদস্য করে একটি বাস্তবায়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ