আরো খবর...
আশাশুনির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে এমপি রুহুল হক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসব পুজামন্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার তিনি আশাশুনিতে গমন করে দীর্ঘ রাত পর্যন্ত পুজা মন্ডপ পরিদর্শন করেন।
আশাশুনি উপজেলা সদর, শ্রীউলা, বুধহাটা ইউনিয়নের অনেকগুলো পূজা মন্ডপে তিনি গমন করেন এবং দর্শনার্থী, ভক্ত ও নেতাকর্মী ও সর্থকদের সাথে মতবিনিময় করেন।
পূজামন্ডপ পরিদর্শনের এক পর্যায়ে তিনি উত্তর বিল বকচর, পুইজালা সার্বজনীন দুর্গোৎসব মন্ডপে গমন করেন। এখানে আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে বিল্লাল গাজীর ৯নং সোরা একতা যুব সংঘ নৌকা, রেজাউল মালীর সোরা মালিপাড়া নৌকা ও সোরা সোহেল মাঝীর নৌকা দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিল্লাল গাজীর দল ১ম স্থান অধিকার করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, আ. আলিম মোল্যা, শেখ মিরাজ আলি, দিপংকর কুমার সরকার দিপ, মোজাম্মেল হক, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, প্রভাষক দীপংকর বাছাড় দিপু, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার, আলা উদ্দিন লাকী, উপজেলা শ্রমিকলীগ সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রুহুল হক তার ভাষণে বলেন, আওয়ামীলীগের রাজনৈতিক দর্শণ সকল ধর্মকে সমান চোখে দেখা। বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। এবং সেই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে। মাঝে কিছু ব্যাত্যয় ঘটিয়েছিল ভিন্ন মতাবলম্বী, স্বাধীনতা বিরোধী ও জামাত-শিবির চক্র। আজকে বাংলাদেশ বিশে^ সাম্প্রদায়িক সম্প্রীতিতে মডেল হয়ে আছে। বিশে^র অনেক দেশের চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে আছে। এমনকি পাশর্^বর্তী দেশ ভারত খেকেও বাংলাদেশ এগিয়ে আছে। আমরা ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে চাই।
পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী এ বি এম মোস্তাকিম। মঙ্গলবার ও বুধবার দিবারাত্র ব্যাপী তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
উপজেলা চেয়ারম্যান ্আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মটর শোভাযাত্রা সহকারে আশাশুনি সদর, শোভনালী, বুধহাটা, কাদাকাটি, কুল্যা ইউনিয়নের অনেকগুলো পূজা মন্ডপে গমন করেন। এসব স্থানে তিনি ভক্ত, দর্শনার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে আলোচনা রাখেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশে হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বাঙ্গালীর এই অসাম্প্রদায়িক চেতনায় যেন কোন অপশক্তি আঘাত করতে না পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আওয়ামীলীগের কোন নেতাকর্মী বা নিরিহ সাধারণ মানুষ যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেজন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। আওয়ামীলীগ সরকার শান্তি প্রতিষ্ঠা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কাউকে আমরা অযথা হয়রানী হতে দিতে পারিনা। ২০১৩ সালের ভয়াবহ চিত্রের বর্ণনা দিয়ে তিনি বলেন, মা দূর্গা অসাম্প্রদায়িকতার প্রতীক ও অশুভ শক্তি বিনাশের প্রতীক। মা দুর্গার আগমনের দর্শন বুকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বীদের বলিষ্ঠ ভাবে সমাজ বিনির্মানে ব্রতী হতে হবে। মুসলমান সমাজের মানুষের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টার সকল শ্রেণির মানুষ ধর্মকর্ম পালন ও স্বাভাবিক জীবন যাপনে বাধা বিঘœতা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জানান। বদরতলা সার্বজনীন পূজা মন্দিরে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, উপজেলা আ,লীগের সংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ নেতা এম এম সাহেব আলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।
অবহিতকরণ কর্মশালা
আশাশুনিতে সলিডারিটিস ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদ্যোগে ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তায় সলিডারিটিস ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সলিডারিটিস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম সুপারভাইজার মিজানুর রহমান। মাণ্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কৌশলগত উদ্দেশ্য, আউটকাম, প্রকল্পের বিস্তারিত তথ্য সম্বলিত আলোচনা উপস্থাপন করেন সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে ও প্রজেক্টের জেলা সমন্বয়কারী শাহিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার এস এম আজিজুল হক, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, ইউপি চেয়ারম্যান আঃ আলিম ও দিপংকর কুমার সরকার দিপ প্রমুখ বক্তব্য রাখেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন