রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির ঘোলা থেকে সাতক্ষীরা সড়কের চরম দুরবস্থা কাটবে কবে?

আশাশুনি উপজেলার ঘোলা থেকে আশাশুনি হয়ে সাতক্ষীরা সড়কের দীর্ঘ দিনের দুরবস্থা দূর হবে কবে? এ প্রশ্ন যেব সবার মুখে মুখে, তেমনি দুরবস্থা কাটার সময় নিয়ে সংশয় কুওে কুওে খাচ্ছে। ফলে দুশ্চিন্তার পাশাপাশি চরম দুরবস্থার কষ্টকর পরিস্থিতি ও জীবনের ঝুঁকি বুকে ধারন করে চলাচল করছে যাত্রীবাহী যানবহন ও পথচারীরা।

জেলা শহর সাতক্ষীরা থেকে দক্ষিণ জনপদের আশাশুনি, পাইকগাছা, কয়রা ও শ্যামনগরের একাংশের সাথে যোগাযোগের মাধ্যম হলো সাতক্ষীরা টু ঘোলা ভায়া আশাশুনি সড়ক। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি নষ্ট হতে হতে ব্যবহার অনুপযোগি হয়ে দীর্ঘদিন পড়ে আছে অবহেলায়। সড়কের অধিকাংশ স্থানে পিচ পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের সাথে এলাকার মানুষের জীবন জীবকা ও উন্নয়ন জড়িত।

প্রতিদিন এ সড়ক দিয়ে পরিবহন যোগে এলাকার উৎপাদিত চিংড়ী ও সাদা মাছ ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন বাজারে যেয়ে থাকে। এসব মাছের একটি বড় অংশ বিদেশে রপ্তানি হয়ে থাকে। যা থেকে সরকার প্রতি বছর মোটা অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রীবাহী বাস সহ সড়কে চলাচলকারী বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রো, মটর সাইকেলসহ সকল যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা।
এতে একদিকে যেমন জীবনহাণীর ঝুঁকি বাড়ছে অন্যদিকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে পরিবহন মালিক শ্রমিকসহ সংশ্লিষ্টরা। প্রতিবার রাস্তাটি যখন একেবারে যান চলাচলের অনুপযোগি হয়ে পড়ে তখন দায়সারা জোড়াতালির কাজ করতে দেখা যায়।
দীর্ঘদিন ধরে রাস্তাটি এমন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এবং পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় রাস্তাটি দিয়ে চলাচলকারী সাধারণ জনগণের মাঝে নির্বাচনকে সামনে রেখে বিরূপ প্রতিক্রিয়ার শোনা যাচ্ছে।

বিষয়টি গুরুত্বসহকাওে দেখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রতিপক্ষের হামলায় আহত-৪

আশাশুনি উপজেলার বড়দলে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে বড়দল মধ্যপাড়ার সৈয়দ আলী গাজীর পুত্র মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, মনিরুলের পুত্র ইলিয়াস আলী, ছাকাত মোল্যার পুত্র ফারুক মোল্যা, মৃত ইছহাক মোল্যার পুত্র কামাল মোল্যাসহ ১০/১২জন দলবদ্ধ হয়ে একই এলাকার মোঃ নুর বক্স মোল্যার বাড়ীতে প্রবেশ করে তাদের নামে রেকর্ডীও সম্পত্তিতে ঘেরা বেড়া দিচ্ছিল। বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় নুর বক্স মোল্যার পুত্র নজরুল মোল্যা, স্ত্রী তহমিনা বেগম, নুর বক্সের অপর পুত্র মঞ্জুরুল মোল্যা, হাফিজুল প্রতিপক্ষকে মারপিট করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এছাড়া তহমিনা বেগমকে বেআব্রু করে তার গলার স্বর্ণের চেইন এবং তার স্বামীর কাছে থাকা ইট ভাটার দাদনের ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহত নজরুল, তহমিনা, মঞ্জুরুল ও হাফিজুলকে আশাশুনি হাসপাতালে এবং অপর পক্ষকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার আগে সাতক্ষীরা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলা তুলে না নিলে তাদের খুন করে লাশ গুম করে দেওয়ার হুমকি দিয়েছিল মনিরুল, কামরুল, ইলিয়াছসহ তাদের সহযোগিরা।

সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা

আশাশুনি উপজেলার প্রতাপনগর এবিএস সিনিয়র ফাজিল মাদ্রাসায়় সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতাপনগর তালতলা বাজার ব্যবসায়়ীদের আর্থিক সহযোগিতায় মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শহিদুল্লাহর সভাপতিত্বে ও প্রভাষক এস এম হারুন-অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

প্রতাপনগর এবিএস সিনিয়র ফাজিল মাদ্রাসা, প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ও কুড়িকাহুনিয়া আয়়শা সিদ্দিকা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ