আরো খবর...
আশাশুনির কাদাকাটি বালিকা বিদ্যালয়ের নির্মান কাজে অনিয়ম থামছে না!!
আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মান কাজ অনিয়ম থামছে না। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অজ্ঞাতেই কাজ করা প্রতিকাওে উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদারের লোকজন মানতে রাজি হননি।
এলাকার জনগণ ও গংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার হিসাবে ৩ তলা বিশিষ্ট (নীচতলা উন্মণক্ত) ভবন নির্মান কাজ করা হচ্ছে। প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে নির্মান কাজ শেষ করার কথা ২ বছরের মধ্যে। ভবনের জন্য ৪২টি পাইলিং এর প্রতিটি ডিপ করার কথা ৭২ ফিট করে। রডের লেবেল ঠিক ছিলনা। লেবেল ঠিক না রেখেই ঢালাই করা হয়েছে। প্রতিটি পাইলিং-এ ২৯ বস্তা সিমেন্ট দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ২৩ বস্তা করে। পিলারে সিডিউল মোতাবেক রড দেওয়া হয়নি।
সিমেন্টের ব্যবহারেও রয়েছে ব্যাপক অনিয়ম। সিম-১ সিমেন্টের ব্যবহার করার নিয়ম থাকলেও তদস্থলে সিম-২ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। রডের ব্যবহারেও রয়েছে ব্যপক অনিয়মের অভিযোগ।
গত ৮ সেপ্টেম্বও বিকাল ৪টার দিকে হঠাৎ করে ঢালাই এর সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত পিআইও অফিসের প্রতিনিধিকে দেখা যায়নি।
শনিবার (১৫ সেপ্টেম্বর) পাইল ক্যাপ ঢালাই এর কাজ করা হয়। কিন্তু পিআইওকে অবহিত করা হয়নি। স্থানীয় সরকারি প্রতিনিধি হিসাবে কাজ তাকে দেখে নেওয়ার কথা থাকলেও তাকে সবসময় এড়িয়ে যাওয়া হচ্ছে। সরেজমিন গেলে ১১.৫০ টার সময় দেখা যায় ঢালাইয়ের কাজ চলছে কিন্তু মন্ত্রণালয়ের ইঞ্জিঃ মোর্ত্তজা সাহেবও সেখানে নেই। ঠিকাদারের প্রতিনিধি মিজানুর রহমান নিজেকে একবার অফিসের লোক, একবার ঠিকাদারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিয়ে কাজ দেখার দায়িত্বে আছেন বলে দাবী করেন। তবে পিআইওকে অবহিত করা হয়নি কেন, তার সদুত্তর দিতে পারেননি। তবে তিনি এখানে কাজে আসার পর কোনদিন পিআইওকে দেখেননি বলে জানান।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানান, শুক্রবার তার কাছে ঠিকাদার গিয়ে শনিবার ঢালাই করা হবে বলে থাকতে বলেন।
পিআইও কিংবা অন্যদেও বলতে চাইলে তিনি (ঠিকাদার) বলেন, কাউকে বলতে হবেনা, যাকে বলার তিনি বলবেন বলে জানিয়েছিলেন বলে জানান। বেলা ১ টা পর্যন্ত সেখানে অবস্থান করলেও ততক্ষনে ইঞ্জিঃ মোর্ত্তজা সাহেব কাজ দেখতে আসেননি। ঠিকাদারের লোকজন নিজেদের ইচ্ছেমত কাজ চালিয়েছেন। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মীত ভবনের অনিয়মের পরিস্থিতির ব্যবপকতা দেখে এলাকাবাসী হতাশা গ্রস্ত হয়ে পড়েছে।
স্কুলের সভাপতি বলেন, সিমেন্ট সিম-১ ব্যবহার না কওে সিম-২ ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেন।
পিআইও জানান, পিআইও অফিসকে না জানিয়ে কাজ করার নিয়ম নেই। ঝুড়িতে বালি, খোয়া ফেলালে পরিমাপ ঠিক থাকেনা। আমাদেরকে না জানিয়ে কাজ করা হলে সেটি অবৈধ হবে।
উপজেলা নির্বাহী অফিসার অনিয়মের মাধ্যমে কাজ করার সেটি বন্ধ রাখার ব্যবস্থা করতে বলায় তাদেরকে কাজ বন্দ রাখতে বলেছেন বলে জানান। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে ঠিকাদার কাজ চালিয়েছেন। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
মটরশ্রমিক সঞ্চয় কল্যাণ একতা সমিতির কমিটি গঠন
আশাশুনি উপজেলায় মটরশ্রমিক সঞ্চয় কল্যাণ একতা সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় উপজেলার কুল্যা ইউনিয়নের কুলতিয়া মোড়স্থ সংগঠনের নিজেস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ আহবায়ক ঢালী মোঃ সামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাস, উপজেলা তাঁতীলীগ সভাপতি এম এম সেলিম রেজা, বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম বাবু, শ্রমিকলীগ সাধারন সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের এক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে মোঃ সামছুর রহমানকে সভাপতি, বদরুজ্জামান, কার্তিক চন্দ্র দাস ও সরোয়ার হোসেনকে সহ সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, কওছার ও রবিউলকে যুগ্ম সাধারণ সম্পাদক, আঙ্গুর হোসেন ও পলাশকে সাগঠনিক সম্পাদক, রাজু হোসেনকে দপ্তর সম্পাদক, মোঃ খোকন ও হোসেন আলীকে প্রচার সম্পাদক, ফারুক হোসেনকে কোষাদক্ষ, ফজর আলীকে আইন বিষয়ক সম্পাদক, আরিফ হোসেন ও আলম হোসেনকে সাংস্কৃতিক সম্পাদক, পল্টু হোসেনকে সমাজ কল্যান সম্পাদক এবং মনিরুল ইসলাম, মিঠু হোসেন, শহীদ হোসেন ও সাইদুল হোসেন নওয়াপাড়াকে সদস্য করে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট এক উপজেলা কমিটি ঘোষনা করা হয়। আশাশুনি-সাতক্ষীরা সড়কের সকল মটরশ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ের লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে সভায় উপস্থিত বক্তাগন উল্লেখ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আঙ্গুর হোসেন।
ভিজিডি’র চাউল বিতরণ
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সরকারি ভাবে বুধহাটা ইউনিয়নের ৩৯৭ টি অসহায় গরীব পরিবারের মাঝে বিতরণের জন্য ১১ হাজার ৯১০ কেজি চাউল বরাদ্দ দেয়। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়। এসব পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল ইসলাম খোকন। এসময় ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, দায়িত্ব্ প্রাপ্ত এনজিও আশার আলো প্রতিনিধি দীপা বসাক, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক পরিষদ কমিটি গঠন
জেলা সাংবাদিক পরিষদ আশাশুনি উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে বুধহাটা শেখ আছাফুর রহমানের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
জেলা সাংবাদিক পরিষদের সহ-সভাপতি ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আব্দুল আলিম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, অবঃ সেনা সদস্য আলহাজ শেখ আছাফুর রহমান, আশাশুনি উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি।
সভায় অতিবিৃন্দসহ বড়দল প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শফিকুল ইসলামকে সভাপতি, শেখ বাদশা ও আল-আমিনকে সহ-সভাপতি, শেখ আরাফাতকে সাধারণ সম্পাদক, তপন কুমার সরকারকে সহ-সম্পাদক, জ¦লেমিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক, এস এম ছোলায়মানকে সহ-সাংগঠনিক, প্রভাষক শিবপদ সরদারকে প্রচার ও প্রকাশনা, ভিস্মদেবকে সহ-প্রচার, সাহিদুল ইসলাম রুবেলকে সাহিত্য, নাট্য ও ক্রীড়া সম্পাদক, মাসুম বিল্লাহকে তথ্য ও গবেষণা সম্পাদক ও চন্দ্র কান্ত মন্ডলকে কার্য নির্বাহী সদস্য কওে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শতবর্ষী আ. রহিমের দাফন সম্পন্ন
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে একশত ১০ বছর বয়সী ব্যক্তি ইন্তেকাল করেছেন। শনিবার বাদ জোহর মরহুমের দাফন-কাফন অনুষ্ঠিত হয়।
বুধহাটা গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র ও মরহুম মেম্বার রমজান আলির পিতা আঃ রহিম (১১০) শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
শনিবার বাদ জোহর বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওঃ ইলিয়াছ আলি। এসময় বহু আলেম, হাফেজ, হাজী, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। পওে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃতকালে তিনি ৬ পুত্র ও ৩ কন্যাসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন