শনিবার, নভেম্বর ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনিতে ৮০টি ছিন্নমূল পরিবার পেল নিজেদের বাসস্হান

সাতক্ষীরার আশাশুনিতে ছিন্নমূল ৮০টি পরিবার পেল তাদের বাসস্হান। আশাশুনির ভোলানাথপুরে আশ্রয়ন প্রকল্প-২ এর অর্ধেক ১৬টি ব্যারাকের কাজ সম্পন্ন হয়েছে। এতে করে নিরাপদ বাসস্থান পেয়েছে ৮০টি ছিন্নমুল পরিবার। বাকি কাজ শেষ হলে আরো ৮০টি পরিবারের নিরাপদ বাসস্থান নিশ্চিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিনাঞ্চলের ছিন্নমুল জনগোষ্ঠী, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙনে বসতবাড়ি হারানো মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আশ্রয়ন প্রকল্প হাতে নেন। আশাশুনি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করতে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে কপোতাক্ষ নদের চরে ১৪ একর খাস সম্পত্তিতে আশ্রয়ন প্রকল্প-২ এর জন্য স্থান নির্ধারিত হয়।

২০১৫-১৬ অর্থবছরে প্রকল্পটি অনুমোদন পেলে চরভরাটের জন্য ৩৫৭ মেট্রিকটন চাউল বরাদ্ধ হয়। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে ১৭৫ মেট্রিকটন চাউল পেলে আগস্ট মাসে শুরু হয়ে ১৭ এপ্রিলের ১৭ তারিখে ৪৮% ভাগ মাটি ভরাটের কাজ শেষ হয়। এরপর সেখানে সেনাবাহিনীর তত্বাবধানে শুরু হয় ছিন্নমুল বাস্তহারাদের নিরাপদ বাসস্থানের ভবন নির্মাণের কাজ। পাশাপাশি দু’টি সারিবদ্ধভাবে মোট ১৬টি ব্যারাকের কাজ শেষ হয় গত বছরেই। এক একটি ব্যারাকে ৫টি করে পরিবার বসবাস করতে পারবে। এর মধ্যে ইউনিয়নের ৮০টি মৎস্যজীবী ও শ্রমজীবী পরিবার আনুষ্ঠানিকভাবে সেখানে বসবাস শুরু করে গৃহস্থালীর কাজ করছে। ব্যারাকের অনতিদূরে ভোলানাথপুর সরকারি প্রাইমারি স্কুল থাকায় শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে।

আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভোলানাথপুর আশ্রয়ন প্রকল্প-২ এর শতভাগ কাজের অর্ধেক ইতোমধ্যে শেষ হয়েছে। বালি-মাটি ভরাটের কাজ চলছে। প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ হতে বাকি ১৮২ টন চাউল। দ্রুত বরাদ্দ পাওয়া জরুরী। ব্যারাকের মধ্যেই প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বর্তমান সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ কমিউনিটি ক্লিনিক। তিনটি কক্ষ বিশিষ্ট এ ক্লিনিকের কাজ প্রায় শেষের পথে। ব্যারাকে বিদ্যুতের ব্যবস্থা করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আশা করছি সময় মত সংযোগ পাওয়া যাবে। ভরাটের বাকি কাজ শেষ হলে সেখানে সেনাবাহিনীর তত্বাবধানে বাকি ১৬টি ব্যারাকের কাজ শেষ হলে আরো ৮০টি অসহায় গৃহহারা পরিবার নিরাপদ বাসস্থান খুঁজে পাবে। তাই সংশ্লিষ্ট দফতর হতে বরাদ্ধের অবশিষ্ট চাউল দ্রুত অনুমোদন পেতে আবেদন জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ