বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

আশাশুনিতে ‘উন্নয়নের অভিযাত্রার অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনের এ মেলা শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বণ্যাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাাকিম, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ নেওয়াজ ডালিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ন কবির সুমনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সদ্য আবেদনকারী ২৪ জনকে ডিজিটাল মিটার প্রদান এবং কাগজপত্র কমতি থাকায় আরও ১৫ জনকে রবিবার মিটার দেওয়ার জন্য কাগজপত্র জমা নেওয়া হয়।

এছাড়া যুব উন্নয়নসহ কয়েকটি দপ্তরের চেক/ঋণ বিতরণ করা হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠ শিল্পী চৈতালী মুখার্জীসহ বিভিন্ন আমন্ত্রিন শিল্পী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।

মেলা চত্বরে ৫০ টি স্টলে ১১ ইউনিয়ন পরিষদ, থানা, সরকারি দপ্তর, বিদ্যুৎ বিভাগ, একটি বাড়ি একটি খামার, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের উন্নয়নসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের উন্নয়ন ওকর্মকান্ড তুলে ধরে প্রদর্শণীর ব্যবস্থা করা হয়েছে। শনিবার পর্যন্ত এ মেলা চলবে।

কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা

আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় এসএপিপিও আ. গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, সুকদেব কুমার সাধু, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, তরিকুল ইসলাম, দীপক কুমার মল্লিক, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মুজিবর রহমান, প্রতাপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের বর্তমান অবস্থা, আলোর ফাঁদের ফলাফলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আশাশুনি প্রেসক্লাবে এমপি রুহুল হক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার আশাশুনিতে উন্নয়ন মেলার অনুষ্ঠান শেষে তিনি প্রেসক্লাবে গমন করেন।
এসময় তিনি সাংবদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রেসক্লাব ও সাংবাদিকদের সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ন কবির সুমন, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অন্য সাংবাদিকবৃন্দ ও এমপি মহোদয়ের সফরসঙ্গীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ব কাদাকাটিতে ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটিতে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পূর্ব কাদাকাটি রাধাকৃষ্ণ মন্দির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পূর্ব কাদাকাটি মেঘমালা সংঘের আয়োজনে খেলায় যদুয়ারডাঙ্গা ফুটবল একাদশ ও গোয়ালডাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় গোয়ালডাঙ্গা ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেন। রেফারী ছিলেন টিপু ব্যানার্জী।

কাদাকাটি ফুটবল টুর্ণামেন্টে কলাগাছির জয়

আশাশুনি উপজেলার কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে ফুটবল টুর্ণামেন্টের ২য় রাউন্ডের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় কলাগাছি কালিমাতা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
কাদাকাটি যুব মজলিস এর আয়োজনে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় কলাগাছি কালিমাতা স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে বাঁকা ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন শেখ নাসির উদ্দিন। সহকারী রেফারী ছিলেন ডাবলু ও ইয়ামিন হোসেন।
মহসিন আলী বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, সাবেক মেম্বার নুরুল ইসলাম মালী। বিশেষ অতিথি ছিলেন মেম্বার আবু হাসান বাবু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন, মিজানুর রহমান মন্টু, প্রাক্তন প্রধান শিক্ষক রজব আলি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আ. সোবহান। ধারাভাষ্যে ছিলেন আঃ সোবহান ও সবুজ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ