আশাশুনির কিছু খবর
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
আশাশুনি উপজেলার মানিকখালী-বড়দল সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মাজিদা খাতুন নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল (রবিবার) সকাল সাড়ে ৯ টার দিকে গোয়ালডাঙ্গা ওয়াপদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফকরাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাহাঙ্গীর আলমের স্ত্রী, ফকরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজিদা খাতুন ঘটনার সময় বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। তার আত্মীয়ের মটর সাইকেলে স্কুলে যাওয়ার পথে গোয়ালডাঙ্গা ওয়াপদা মোড়ের কাছে পৌছলে চালক দ্রুত মোড় নিতে গেলে তিনি তার এক বছর বয়সী বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে রাস্তার উপর ছিটকে পড়ে যান। রক্তাক্ত অবস্থ্য়া তাকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাচ্চাটি তার মায়ের বুকের উপর পড়ায় কোন ক্ষতি হয়নি। মৃতকালে তিনি শ্বশুর-শ্বাশুড়ি, স্বামী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন।
চাপড়া হাই স্কুলে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে শান্তি-সম্প্রীতিময় সহিষ্ণু সমাজ গঠনে উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসাবে সম্পৃক্তকরনে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রবিবার) স্কুল হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় স্কুলের ৩০ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষকের অংশ গ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, অগ্রগিত সংস্থার মাস্টার ট্রেইনার আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও মাষ্টার ট্রেইনার উন্নয়ন কর্মী মোঃ সফিউল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তৌহিদুর রহমান। গ্লোবাল কমিউনিটি ইনগেজমেন্ট রেজিলিয়ান্স ফান্ড এর অর্থায়নে, সিএসএম এর সুপারভিশনে, রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে সামাজিক সহিষ্ণুতা এবং শান্তি-সম্প্রীতি নিশ্চিতকরনে যেকোন ধরনের সহিংস উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসেবে তরুন-যুবদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে সকলের দায়িত্ববোধ সজাগ করার পাশাপাশি উগ্রবাদ ও অসহিষ্ণুতার লক্ষণ চিহ্নিত করে সমাধানে করনীয়তা নির্নয় করা হয়। যাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একটি শান্তির নীড়ে পর্যবসিত করতে সকলের দায়িত্ববোধ জাগ্রত হয়।
ফিংড়ীর অবহেলিত মহা শ্মশান নতুন সজে সজ্জিত
সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ীর অবহেলিত মহা শ্মশান সজ্জিত হয়েছে। গাজী ফারহাদ,আশাশুনিঃ পুজার মাধ্যমে শ্মশানটির শুভ সুচনা করা হয়েছে।
এলাকার হিন্দু সম্প্রদায়ের বহু লালিত এই শ্মশানটি তাদের শেষ কৃত্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আধুনিক যুগে শ্মশানটির অবস্থার তেমন কোন পরিবর্তন ঘটেনি। তাই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় শ্মশানের উন্নয়নের কাজ করা হলেও আশানুরূপ উন্নয়নে যাদের ভূমিকা অনুস্বীকার্য তারা হলেন, এলাকার প্রাণপ্রিয় ও গণমানুষের নেতা, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ও ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুর রহমান। নজরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান থাকাকালীন দু’দুবার এক টন করে দুই টন চাইল বরাদ্দ দেন। ঐ অনুদানের চাউলের টাকা ব্যয় করে শ্মশানের মাটি ভরাটের কাজ করান হয়েছিল। সম্প্রতি তিনি শবযাত্রী ছাউনির জন্য এক লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যে টাকা উত্তোলন প্রক্রিয়াধীন আছে। ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান তার উদার হস্ত প্রসারিত করেছেন। তার অর্থানুকুল্যে এবং গ্রামবাসীর সহযোগিতায় শ্মশান চিতা, শস্মান পিড়া এবং তুলসী মন্দির শ্মশানকে নতুন রূপ এনে দিয়েছে। শ্মশানের এই নতুন রূপে সজ্জিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে শ্মশান কমিটির সভাপতি সুনীল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র মন্ডল (সাধু) ও যুগ্ম সম্পাদক কল্যান কুমার ঘোষের নাম অনস্বীকার্য। শ্মশানের এই নতুন সাজে গ্রামবাসী আনন্দিত এবং উল্লসিত। সেই সাথে সুযোগ্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানকে সবাই কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করছেন।
বুধহাটায় সরকারি পথ অবমুক্ত করতে আদালতে মামলা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালীতে সরকারি পথ (ভাঙাড়) অবৈধ দখলমুক্ত করতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শান্তি শৃংখলা রক্ষা ও কার্যকর পদক্ষেপ নিতে নোটিশ জারি করেছেন।
পাইথালী গ্রামের মৃত সুনীল কুমার গুহ’র পুত্র তাপস কুমার গুহ বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরায় পিটিশন মামলা নং- পি-৬৬২/১৭, ফৌঃকাঃবিঃ ১৩৩ ধারায় মামলা রুজু করেন। পাইথালী মৌজায় ১নং খাস খতিয়ানে, ৩৯১ দাগে বৃটিশ পিরিয়ড হতে জন সাধারনের ব্যবহারের জন্য ভাঙাড় (রাস্তা) ছিল। বর্তমানে রাস্তা/ভাঙাড় এর উভয় পাশের বাসিন্দা বা জমির মালিকরা পথের জায়গা অবৈধ দখল নিয়ে স্থাপনা বা ব্যক্তি কাজে ব্যবহার করছেন। বিশেষ করে মৃত প্রমথ দের পুত্র অংকুর দে, অংকুর দে’র পুত্র অপূর্ব কুমার দে উক্ত পথের বড় অংশ দখল নিয়ে সেথানে পাকা বাথরুম, গোয়ালঘর, পাকা ঘাট বাঁধানো টিউব ওয়েল স্থাপন করেছেন। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন কর্মসূচির লোকজন নিয়ে অবৈধ দখল উচ্ছেদ করে মটি দিয়ে পথে ভরাটের ব্যবস্থা করেন। কিন্ত পরবর্তীতে অংকুর দিং পুনরায় পথের মাটি কেটে সেখানে ঘরবেধে অবৈধ দখল নিয়েছেন। এব্যাপারে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশ মত আশাশুনি থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ জারী করেছেন। নোটিশে সম্পত্তি সংক্রান্তে শান্তি শৃংখলা রক্ষার জন্য নির্দেশ প্রদানের পাশাপাশি ১০ আগষ্ট বিজ্ঞ আদালতে হাজির হওয়ার আদেশ করা হয়েছে। এলাকবাসীর দাবী পথকে ডিসিআর নয়, অবৈধ দখল নয়, বরং জনসাধারণের চলাচলের পথ হিসাবে উন্মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বিবাদী অংকুর দে জানান, তিনি জনসাধারণের চলাচল করার মত জায়গা ছেড়ে দিয়ে ডিসিআর প্রাপ্ত হওয়া জমিতে গোয়ালঘরসহ অন্য নির্মান কাজ করেছেন। এটি তার বহুদিনের দখলীয় সম্পত্তি। বিষয়টি ইউপি চেয়ারম্যান মহোদয় অবগত রয়েছেন। বরং প্রতিপক্ষ তাকে ক্ষতিগ্রস্ত করতে ভাংচুরসহ নানান সমস্যা সৃষ্টি করছেন বলে তিনি দাবী করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন