শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনিতে সংখ্যালঘুর জমি দখলে মারপিটে তিন শিশু সহ ৬ আহত

এক সংখ্যালঘুর বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পরদিন জমি দখলের উদ্দেশ্য ভাঙচুর লুটপাট ও এক শিশুসহ তিন নারীকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁশিরামপুর গ্রামের গোপাল গাইনের স্ত্রী বুলি রানী গাইন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

বাঁশিরামপুর গ্রামের গোবিন্দ গাইন জানান, বিলান ও ডাঙা মিলে মোট ১৪ বিঘা জমির মধ্যে দক্ষিণ পাশে ৪৩ শতক ভিটা জমি রয়েছে তাদের। এরপরও বর্ষকালে জলাবদ্ধ হয়ে যাওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জমিতে বসবাস করেন তারা।তার বাবা গোপাল গাইন ও জ্যাঠামহাশয় মনোহর গাইনের কাছ থেকে আনুমানিক ৩০ বছর আগে দু’বিঘা বিলান জমি কেনেন একই এলাকার সব্বত মোল্লা। ওই জমি তাদের মোট ১৪ বিঘা জমির উত্তর পাশ থেকে দখল করে আসছিলেন সব্বত। ওই জমি সব্বত মোল্লা আশরাফ গাজীর কাছে ঘের করার জন্য দিয়ে অন্যত্র দখল করে আসছিলেন। জ্যাঠামহাশয় মনোহর গাইন দু’ বছর আগে ভারতে চলে যাওয়ার আগে বসতবাড়িসহ ২৫ শতক জমি তার (গোবিন্দ) কাছে বিক্রি করে যান।

তিনি আরো জানান- তাদেরসহ শরীকদের ৪৩ শতক ভিটা জমির মধ্যে ২৬ শতক বর্তমান জরিপে রেকর্ড করে নিয়েছেন দাবি করে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে এসে ওই জমি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে যান সব্বত গাজীর ছেলে সাহাজুল মোল্লা। একইসাথে সে পরদিন ঘরবাড়ি ভেঙে দিয়ে জমি দখলে নেওয়ার কথা বলে যায়।

বুলি রানী গাইন জানান- বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দ কাজে ও ছেলে ধীরাজ পড়তে যাওয়ার পরপরই সব্বত মোল্লার তিন ছেলে সাহাজুল, হাফিজুল ও সারেজুল তিন দিক থেকে দা লাঠি নিয়ে এসে তাদের বাড়ির পিছনের জানালা ভেঙে ভেলে। পরে তারা সামনের বেড়া, খুঁটি ও দরজা বেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। বাক্স ভেঙে গরু বিক্রির ৪৫ হাজার টাকাসহ সোনার গহনা লুট করে। লুটপাটে বাধা দেওয়ায় তাকেসহ পুত্রবধু অম্বিকা গাইনকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। ঘরের খাটের উপর শুয়ে থাকা সাড়ে তিন বছরের শিশু অর্পণকে তুলে নিয়ে উঠানে ছুঁড়ে ফেলে।

সরেজমিনে শনিবার সকালে বাঁশিরামপুর গ্রামে গেলে বুলি গাইন(৬০) ও অম্বিকা গাইন(২৭) তাদের উপর নির্যাতনের কাহিনী বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শী হিসেবে একই গ্রামের সাহেব আলী, কিশোর মাঝি, জুন্নুন গাজী, হরেন বর্মন, প্রমথ বর্মন, জমাত গাজী ও মোস্তাজুল গাজীসহ কয়েকজন জানান- প্রকাশ্য দিবালোকে বৃহষ্পতিবার সকালে যেভাবে সব্বত মোল্লার তিন ছেলের নেতৃত্বে গোবিন্দর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় দোষীদের গ্রেফতার করা না গেলে এলাকার হিন্দুদের উপর তার প্রভাব পড়বে। অনেকেই দেশ ত্যাগ করা ছাড়া উপায় থাকবে না। হামলার সঙ্গে জড়িত সব্বত মোল্লার ছেলে হাফিজুল প্রকাশ্যে ইঞ্জিন চালিত ভ্যান চালানোর পরেও পুলিশ তাকে ধরছে না। এ ব্যাপারে হাফিজুল মোল্লা জানান, তাদের দলিল ও রেকর্ড অনুযায়ি জমি বুঝিয়ে দিতে বলায় গোবিন্দ ও তার পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ভাঙচুর, লুটপাট ও মারপিটের অভিযোগ অস্বীকার করেন তিনি। জানতে চাইলে আশাশুনি থানার উপপরিদর্শক নয়ন চৌধুরী জানান, হামলা ভুঙচুর ও লুটপাটের ঘটনায় বুলি গাইন বাদি হয়ে সাজাজুল, হাফিজুল ও সারেজুল মোল্লার নাম উল্লেখ করে বৃহষ্পতিবার রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় শুক্রবার থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারে সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ