আরো খবর...
আশাশুনিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদিতে উপজেলার ১১ ইউনিয়ন হতে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের নেতৃত্বে এবং শ্রীউলা, আশাশুনি সদর, আনুলিয়া, বড়দল ও কাদাকাটি ইউপি চেয়ারম্যানবৃন্দের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ ভক্ত সমাবেশ স্থলে এসে পৌছায়।
পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাংবাদিক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনে ঢাকা থেকে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উদ্বোধন করেন ইস্কন বাংলাদেশ ন্যাশনাল কমিটির সহ-সভাপতি পরম পুরুশ কৃষ্ণদাশ ব্রহ্মচারী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমত, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন. শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, রাজ্যেশ^র দাশ প্রমুখ। ভাগবত আলোচনা করেন বিল্বমঙ্গল দেবনাথ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দসহ সকল অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সমন্বয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। ঢোল-বাদ্য সহকারে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাস মন্দিরে গিয়ে শেষ হয়।
ছাত্রদল সেক্রেটারীসহ নাশকতা মামলার আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বোমাসদৃশ বস্তসহ অপর এক নাশকতা মামলার আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেও রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানাগেছে, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনা অনুযায়ী পুলিশ পরির্দক (ওসি) বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে এসআই (নিঃ) প্রদীপ কুমার সানা, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই আনিছুর রহমান, এএসআই কবির হোসেন, এএসআই মুকাদ্দাস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে প্রতাপনগর ইউনিয়নের লস্করী খাজরা গ্রামে এপিএস কলেজের সামনে মসজিদেও পিছনে অভিযান পরিচালনা করেন। এসময় ৩টি হাতবোমা সদৃশ বস্তুসহ বিছট গ্রামের মৃত ইছাহাক গাজী ওরফে নবু গাজীর পুত্র জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে বিস্ফোড়ক উপাদানাবলী আইনে থানায় ০১(০৯)১৮ নং মামলা রুজু করা হয়েছে। এসআই হাসানুজ্জামান সঙ্গীয় অফিসারসহ পৃথক অভিযানে আশাশুনি থানা নাশকতা মামলা ১৬(০৮)১৮ এর পলাকত আসামী কলিমাখালী গ্রামের মৃত মহব্বত আলি গাজীর পুত্র নাজমুছ সাহাদাৎকে গ্রেফতার করেন।
ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা
৪৭ তম আন্তঃ স্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল (বালিকা) ও হ্যান্ডবল-ফুটবল (বালিকা/বালিকা গ্রুপ) ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
হ্যান্ডবল (বালক গ্রুপ) আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় দল জোন চ্যাম্পয়ন হয়েছে। ফুটবল (বালিকা) আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ১-০ গোলে গোদাড়া বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যান্ডবল (বালিকা) আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ৪-০ গোলে গোদাড়া বালিকা বিদ্যালয় দলকে পরাজিত কওে জোন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, ইমরান হোসেন ও বেল্লাল হোসেন।
খেলা চলাকালে প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। ৪ সেপ্টেম্বর একই মাঠে উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন