শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত

আশাশুনিতে খরিপ-২ রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে ফসল উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি উপজেলায় ৯ হাজার ১ শত ৩০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যার মধ্যে উপসী ৯০০০ হেক্টর ও স্থানীয় জাতের ১৩০ হেক্টর জমি। সেখানে অর্জিত হয়েছে ১১০ হেক্টর বেশী অর্থাৎ ৯ হাজার ২ শত ৪০ হেক্টর। যার মধ্যে উপসী জাতের ৯ হাজার ৭০ হেক্টর ও স্থানীয় জাতের ১৭০ হেক্টর জমি রয়েছে। গত বছর (২০১৭) উপসী ৯ হাজার ১০০ হেক্টর ও স্থানীয় জাতের ১৩০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছিল। চলতি বছর ৯২৪০ হেক্টর জমিতে ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপসী প্রতি হক্টেরে ৪.১৭ মেঃটন হিসাবে ৯০৭০ হেক্টরে ৩৭৮২২ মেঃটন এবং স্থানীয় জাতের ২.২৫ মেঃ টন হিসাবে ১৭০ হেক্টর জমিতে ৩৮৩ মেঃ টন ধান উৎপাদিত হতে পারে। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। প্রকৃতির পরিস্থিতি ও বৃষ্টিপাত চলতি বছর ভালই ছিল। এভাবে শেষ নামলে ইনশাল্লাহ ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

অজয় স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় অজয় স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মহিষাডাঙ্গা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের আয়োজনে খেলায় কাঠিপাড়া ফুটবল একাদশ ও দাঁদপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় দাদপুর দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আবু ওয়াহিদ বাবলু। সহকারী রেফারী ছিলেন অরুন কুমার বিশ্বাস ও আছাদুল হক। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নগেন্দ্র নাথ বিশ্বাস, মাষ্টার অরবিন্দ সানা, কুল্যা ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, সমাজ সেবক ধর্মদাশ সরকার, কাদাকাটি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ কুদ্দুছ, তালা উপজেলা আ’লীগ নেতা খোরশেদ আলম, আমেরিকা প্রবাসী জয়দেব কুমার গাইন, আ’লীগ নেতা অহেদালী, সাবেক মেম্বার সুভাষ চন্দ্র মন্ডল, বিমল কুষ্ণ সরকার, রনজিৎ কুমার সরকার প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বলাকা যুব সংঘের উপদেষ্টা প্রফেসর হিরুলাল বিশ্বাস, সভাপতি নিমাই বিশ্বাস ও সেক্রেটারী দেবব্রত বিশ্বাস। ধারাভাষ্যে ছিলেন আশরাফ উদ্দিন। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন দাদপুর দলের রায়হান।

আহলে হাদীছ আন্দোলনের সভা

আশাশুনি আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখা ও আহছে হাদীছ যুব সংঘের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনের উপজেলা সভাপতি প্রফেসর আলহাজ¦ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সেক্রেটারী মাওঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা অর্থ সম্পাদক আলহাজ কেরামত হোসেন ও জেলা যুব সংঘ সভাপতি মাওঃ মুজাহিদুল ইসলাম। সভায় উপজেলা আন্দোলন সহ-সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, অর্থ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান গাজী, প্রধান উপদেষ্টা আলহাজ আজিজুর রহমান গাজী, প্রচার সম্পাদক আলহাজ আঃ কুদ্দুছ গাজী, যুব বিষয়ক সম্পাদক মোসাদ্দেকুজ্জামান, সমাজ কল্যান সম্পাদক মুনছুর রহমান, আরেন্দালন এলাকা সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক আঃ হামিদ, সমাজ কল্যান সমম্পাদক আলহাজ আঃ সামাদ, যুব সংঘ সভাপতি শফিউল আলম, সেক্রেটারী খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক রুস্তম আলি প্রমুখ। সভায় উপজেলা যুব সংঘ কমিটি পুনঃ গঠন, জেলায় মাসিক ইস্তেমা নিয়মিত ভাবে আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা

আশাশুনি আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম ওলিউর রহমানের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল হক, অরবিন্দু কুমার, প্রতাপ কুমার মন্ডল, রামকুষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম হোসেন, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানে পোকামাকড়ের আক্রমন প্রতিরোধ ও অবস্থা সম্পর্কে খেয়াল রাখা, শীতকালীন সবজী চাষের খোজখবর, প্রনোদনা তালিকা প্রনয়ন সম্পর্কে আলোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ