আরো খবর...
আশাশুনিতে বাতিলকৃত ৩ভাইস চেয়ারম্যান প্রার্থীর ২জনের বৈধতা ঘোষণা
উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) এম ডি ফিরোজ আহম্মেদ ও (মহিলা) হেনা গাজীর মনোনয়ন বহায় করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মোস্তাফা কামাল।
ফলে একজনের মনোনয়ন বাতিল করা হলো।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৭ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন।
প্রার্থীরা হলেন, (পুরুষ) উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জিএম আক্তারুজ্জামান, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার ও এমডি ফিরোজ আহম্মেদ। (মহিলা) যুব মহিলালীগ বুধহাটা ইউনিয়ন সেক্রেটারী মোসলেমা খাতুন মিলি ও মহিলা আওয়ামীলীগ কুল্যা ইউনিয়ন সভাপতি হেনা গাজী।
আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রবিবার বিকাল ৪ টায় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশ ্আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভ’মিকা রয়েছে। সেকারনে গভীর বিবেচনা সাপেক্ষে জননেত্রী শেখ হাসিনা দলের ত্যাগী, যোগ্য ও বলিষ্ট প্রার্থীদের এবার নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। আ’লীগের সকল নেতাকর্মীর দায়িত্ব নৌকা প্রতীককে জয়যুক্ত করা। তিনি আ’লীগ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকমীদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার পক্ষে মাঠে নামতে আহবান জানান। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি এড. জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান প্রভাষক জমির হোসেন, প্রচার সম্পাদক জগদীশ সানা, সহ-দপ্তর সম্পাদক রাজু আহমেদ পিয়াল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, যুবলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, কৃষকলীগ সহ-সভাপতি প্রভাষক আঃ আলিম ও মধু সুদন রায়, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী আক্তারুলের মতবিনিময়
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জি এম আক্তারুজ্জামান নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পরিচালনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জি এম আক্তারুজ্জামান সকালে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে গমন করেন। সেখানে বিভিন্ন গ্রাম ও বাজারে বাজারে গিয়ে তার পক্ষে নেতা কর্মী ও ভোটারদের সমর্থন কামনা করে মতবিনিময় করেন। এসময় গৌতম কুমার, আবু সাইদ, বাক্তার, আঙ্গুর ও বাদশাসহ এলাকার অন্য নেতাকর্মী তার সাথে ছিলেন।
বকনা বাছুর পালন বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনিতে বকনা বাছুর প্রশিক্ষণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র ইনহেল্ডার প্রজেক্ট এর আয়োজনে অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের ৩০ জন সদস্যের অংশ গ্রহনে প্রশিক্ষণ পরিচালনা করছেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মিজানুর রহমান, ইনহেল্ডার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার ও জুনিয়র প্রোগ্রাম অফিসার মৌসুমী মজুমদার। অনুষ্ঠানে খামার পরিকল্পনা ও গরুর জাত পরিচিতি, উৎকৃষ্ট দুগ্ধদানকারী গাভী নির্বাচন, কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা, বাছুর প্রতিপালন ও খাদ্য ব্যবস্থাপনা, ইউএমএস পদ্ধতিতে খাদ্য প্রদান, রোগ পরিচিতি ও প্রতিকার, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, বিষক্রিয়া জনিত রোগ-ব্যাধি সংক্রমন, কৃমি রোগের লক্ষণ ও দমন, ভাইরাল ডিজিস ও দমন ব্যবস্থা, বিপাকীয় রোগ এবং ওয়ার্ল্ড ভিশনের মিশন, ভিশন, কেন্দ্রীয় মূল্যবোধ, বাল্য বিবাহ, বহু বিবাহ, দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। অনুষ্ঠানে এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস উপস্থিত ছিলেন।
মহিষাডাঙ্গা স্কুলের সভাপতি হলেন হিরুলাল
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক হিরুলাল বিশ^াস। রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন।
হাসানুজ্জামানের সভাপতিত্বে শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক শংকর কুমার গাইন, অভিভাবক সদস্য সঞ্জয় সরকার, দীলিপ তরফদার, আহছানুর রহমান, মহিতোষ সরকার, চম্পা সরকার, শিক্ষক প্রতিনিধি অরুন কুমার সরকার, ধরনী কুমার বিশ^াস, প্রনতি সরকার উপস্থিত ছিলেন। সভাপতি পদে হিরুলাল বিশ^াস একাই মনোয়নপত্র পত্র জমা দেওয়ায় তাকে বিনা প্রতিদ্বদ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়।
কুল্যায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনা গাজীর মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ায় কুল্যায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে।
রবিবার দুপুর ১২.৩০ টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়ে কাগজপত্র দেখা ও শুনানি শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল কুল্যা ইউপি সংরক্ষিত আসনের মেম্বার, কুল্যা ইউনিয়ন মহিলা আওয়ামীগের সভাপতি হেনা গাজীর বাতিলকৃত মনোনয়ন পুনরায় বৈধ ঘোষণা করেন। এ খবরে কুল্যার মোড়ে মোটর সাইকেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় প্রার্থী হেনা গাজী, শ্রমিক ইউনিয়নের সভাপতি নাছির সরদার, সেক্রেটারী আক্তার হোসেন, সহ-সভাপতি ফয়সাল, ক্যাশিয়ার নবু শাহাজ, সদস্য আশরাফুল, আনার সরদার, রিপন সাহাজী, খাশবাগানের শহর আলি, রামনগরের সোহেল রানা, শ্রীধরপুরের গৌতম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্লুইস পানি কমিটির নির্বাচন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি স্লুইস গেট পানি ব্যবস্থাপনা এসোসিয়শেনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক কামরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন জহির আলিম ও হাবিবুর রহমান টুকু। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভবেন্দ্র সরকারকে সভাপতি, আঃ গফুর সরদারকে সহ-সভাপতি, শেখ মোনায়েমকে সাধারণ সম্পাদক, পিয়া সেনকে যুগ্ম সম্পাদক, নাজমুল হোসেনকে কোষাধ্যক্ষ এবং এস এম আহসান হাবিব, বিকাশ চন্দ্র বাছাড়, রজব আলি, আম্বিয়া খাতুন, পূর্ণিমা রানী দে, তহমিনা বেগমকে সদস্য করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
তাফসিরুল কুরআন মাহফিল
আশাশুনি উপজেলার শোভনালী ইউিয়নের খলিসানিতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর হতে খলিসানি যুব সংর্ঘের আয়োজনে মোনতেজ আলী গাইনের সভাপতিে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, সাবেক ইউপি সদস্য আ: জব্বার, সমাজ সেবক খলিলুর রহমান প্রমুখ। মাহফিলে প্রধান আলোচোক হিসেবে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন, আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন হাফেজ ক্বারী মাওঃ আবতাব আহমেদ। দ্বিতীয় বক্তা ছিলেন, মাওঃ মোফাজ্জেল হোসেন হেলালী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন