সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে পাগলা কুকুরের আক্রমনে অতিষ্ঠ এলাকাবাসী

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পাগলা কুকুরের আক্রমনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। কুকুরের কামড়ে এ পর্যন্ত বহু ছাগল আক্রান্ত হয়েছে।
যদুয়ারডাঙ্গা গ্রামের বাবাচরণ মন্ডলের পুত্র বঙ্গবিহারী মন্ডল, সরজিৎ মন্ডলের পুত্র শংকর, জগদীশ সরকারের পুত্র তুষার কান্তি, বিমল কৃষ্ণ সরকারের পুত্র প্রদীপ, শিবপদ সরকারের পুত্র নিশিকান্ত, পঞ্চাননের পুত্র শ্যামল কান্তি, গোসাই সরদারের পুত্র পরিতোষ, অমূল্য বিশ্বাসের পুত্র বিলা, প্রাণ কৃষ্ণ বিশ^াসসহ এলাকার অনেকের ছাগল কুকুরে কামড়ে দিয়েছে। ৪টি পাগলা কুকুর সব সময় এলাকায় ছুটে ফিরছে। সুযোগ পেলেই মানুষ কিংবা পশুকে আক্রমন করছে। এলাকার স্কুল পড়–য়া ছেলেমেয়েসহ সকল মানুষ কুকুরের আক্রমনের ভয়ে ভীত হয়ে পড়েছে।
এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহন করে কুকুরগুলোকে নিরাপদে নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও অপর এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।
অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই হাসানুজ্জামান, এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আলি গাজীর পুত্র শহিদুল গাজীকে আশাশুনি বাজার হতে গ্রেফতার করেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(২)১৯ নং মামলা রুজু করা হয়েছে। এএসআই তরুন কৃষ্ণ পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আশাশুনি সদরের রহিম শেখের পুত্র নাসিম শেখকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা হতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭(২)১৯ নং মামলা রুজু করা হয়েছে। অপর দিকে এএসআই মাহাবুব হাসান অভিযান চালিয়ে জিআর-৪৪/১৮ (ওয়ারেন্ট) এর আসামী বুধহাটা গ্রামের আবুল হোসেন ওরফে আবুল কাশেম সরদারের পুত্র সালাউদ্দিন সরদার (২৬) কে গ্রেফতার করেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আশাশুনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি দিবসটি পালনের লক্ষ্যে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কার্যালয়, দোকানপাটে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজধারণ, প্রভাতফেরী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসন
রাত্র ১২.০১ মিনিট শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা পরিষদ, প্রশাসন, আশাশুনি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব, সদর ইউনিয়ন পরিষদ, কলেজ, স্কুল, মাদরাসা, ফ্রেন্ডস স্পোটিং ক্লাব, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন, ক্লাব ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৭টায় প্রভাত ফেরী, ৮ টায় রচনা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস ও শিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, নির্বাচন অফিসার সাইফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আ’লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন নাহার ও আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

আশাশুনি প্রেসক্লাব
শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিতকরে উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে। ভাষা দিবস পালন কমিটির আহবায়ক সমীর রায়ের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগ
শহীদ মিনারে মাল্যদান, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ১মিঃ নীরবতা পালন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা করে। সভাপতি হাতেম আলির সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আঃ আজিজ, সহ-সভাপতি কালাম সরদার, আঃ সামাদ, মইনুর, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সাদ্দাম, ইমন, শাওন, বিল্লাল, আনার, হানিফ, রুবেল, যুবলীগ নেতা এজদান আলি, সাদ্দাম, বিল্লাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিকলীগ
বিভিন্ন কর্মসূচি পালন করে। ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলি, সম্পাদক আছাদুল ইসলাম, আমির হোসেন, শাওন চৌধুরী, মিজানুর রহমান ঢালী, ইউনিয়ন শ্রমিকলীগ সহ-সভাপতি আঃ সামাদ, কালাম, ইসমাইল হক সানা, আমিরুল ইসলাম, নাজিম সরদার, নয়ন চৌধুরি।

ছাত্রলীগ
ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম, মাসুদ রানা, নাঈম, ইমরান, সবুজ, শাহিনুর, খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে। সকাল ৭টায় শহীদ বেদীতে শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭.৩০টায় বিদ্যালয় চত্বর থেকে ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় বিদ্যালয় চত্বরে শেষ হয়। ৮.৩০টায় বিদ্যালয় চত্বরে শহীদদের স্বরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক মেম্বর আঃ হান্নান সরদার ও সহকারী শিক্ষক ছাবিলুর রাশেদ। সহকারী শিক্ষক অবনী কুমার মন্ডলের পরিচালনায় এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মনোজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ আফসার আলী।

কাদাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে উপজেলার কাদাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে। সকাল ৯টায় বিদ্যালয় চত্বর থেকে প্রধান শিক্ষক কামরুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় বিদ্যালয় চত্বরে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে শহীদদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে। সকাল ৭টায় বিদ্যালয় চত্বর থেকে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় বিদ্যালয় চত্বরে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে শহীদদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তরিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, সহকারী শিক্ষক তানজিলা খাতুন, অনুকূল চন্দ্র দেবনাথ, মনোরঞ্জন মন্ডল, ন্যাশনাল সার্ভিস কর্মী মনোয়ারা বেগম, লতা রাণী রায়, আশা’র শিক্ষা সেবিকা নাজমুন নাহার সুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভী আব্দুল লতিফ কলেজ:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলার খাজরা ইউনিয়নের মৌলভী আব্দুল লতিফ কলেজে দিবসটি পালিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সকালে কলেজ চত্বর থেকে ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কলেজ চত্বরে শেষ হয়। পরে কলেজ চত্বরে শহীদদের স্বরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পশ্চিম খাজরা ও দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম খাজরা ও দূর্গাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, ৭.৩০ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, ৮টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্কুল চত্তরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নুরুল আমিনের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন, অভিভাবক সদস্য আব্দুর রশিদ, আজিজুল ইসলাম, সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, সুবর্ণা চক্রবর্তী, অনিমা হালদার প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ব কাদাকাটিতে ভলিবল টুর্ণামেন্ট
আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটিতে ৮ দলীয় নক আউট ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেকেটি বালিকা বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পূর্ব কাদাকাটি অনন্ত যুব সংঘ ও সুশীলা পাঠাগারের আয়োজনে খেলায় কয়রা ভলিবল দল ও উত্তর তেতুলিয়া ভলিবল দল মুখোমুখি হয়। কয়রা ৩-০ গেমে জয়লাভ করে। ম্যান অবদ্যা টুর্ণামেন্ট হন হরষিত বিশ^াস। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, ডিএসবি (সাতক্ষীরা) নূর মোহাম্মদ, ফুড অফিসার (পাইকগাছা) ফিরোজ সিদ্দিকী, ম্যানেজার সোনালী ব্যাংক তরুন জ্যোতি মন্ডল, মুক্তিযোদ্ধা লিয়াকত আলি প্রমুখ। খেলা পরিচালনা করেন মাষ্টার চিত্তরঞ্জন রায়, সহকারী পরিচালক দিপংকর মন্ডল।

ভাইস চেয়ারম্যান প্রার্থী বাচ্চুর গণ সংযোগ

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ সংযোগ ও লিফলেট বিতরন করেছেন। শুক্রবার বিকালে এ গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করে আসছেন। এরই অংশ হিসাবে উপজেলার খাজরা, চেউটিয়া, কাপসন্ডা ও তালতলা বাজারে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন। এসময় ইউনিয়ন যুবলীগের হারুন, রিপন, উপজেলা যুুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, চঞ্চল হোসেন, আজমুল, প্রতাপনগর ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মিলন, আরিফসহ যুবলীগ ও ছাত্রলীগে নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ