রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে নির্বাচনী আচরবিধি লংঘনরোধে মোবাইল কোর্ট

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরনবিধি লংঘনরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা সদর, বুধহাটা ও খাজরা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা অফিস স্থাপন, ব্যানার টানানো, গেট/তোরণ নির্মান, মাইক ব্যবহারসহ নির্বাচনী প্রচার কাজে আচরণবিধি লংঘন হচ্ছে কিনা তা দেখা ও রোধের জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যে সব ইউনিয়নে একাধিক অফিস করা হয়েছে, কিংবা অন্য অনিয়ম করা হচ্ছে, তা নিরোধের ব্যবস্থা নেওয়া হয়। সাথে সাথে সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

এসময় পুলিশ বাহিনীর সদস্য তার সাথে ছিলেন।

পরীক্ষার ফল প্রকাশ

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে এ ফলাফল প্রকাশ করা হয়।
এসএমসি সভাপতি সাজ্জাদুল হক টিটুলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান শিক্ষক ইসমত আরা বেগম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, সহকারী শিক্ষক তানজিলা খাতুন, অনুকূল চন্দ্র দেবনাথ, মনোরঞ্জন মন্ডল, ন্যাশনাল সার্ভিস কর্মী লতা রাণী রায়, আশা’র শিক্ষা সেবিকা নাজমুন নাহার সুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে প্রতি শ্রেনীতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সমন্বয় সভা

আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অফিসার জি এম অলিউর রহমান, এসএপিপিও আ. গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হোসেন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল হক, অরবিন্দু কুমার, প্রতাপ কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম হোসেন, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রদর্শনীর অগ্রগতি, রবি মৌসুমে ফসলের অগ্রগতি, আমনের ফলন ও সবজী চাষসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরিকল্পনা সভা

আশাশুনিতে সূর্য্যখালী, চাপড়া, মাদরা ও বুধহাটা স্লুইচ ক্যাচমেন্ট এর পরিচালন ও রক্ষনাবেক্ষন পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় ব্লুগোল্ড প্রোগ্রামের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক।

ডব্লিউএমএ সভাপতি ভবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্লুগোল্ডের সোসিওলজিষ্ট মহিবউল্লাহ, সিভিল ইঞ্জিঃ শহিদুল্লাহ, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিঃ আমান উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিঃ আবুল হোসেন, ব্লুগোল্ডের ট্রেনিং কো-অর্ডিনেটর নৃপেন্দ্র চন্দ্র দাশ, ইউপি সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিউনিটি ডেভপমেন্ট ফ্যাসিলিটেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্লুইচগেট রক্ষনাবেক্ষন, বেড়ীবাঁধ রক্ষনাবেক্ষণ, খাল পুনঃ খনন ও কালভার্ট নির্মানের পরিকল্পনা করা হয়।
সভায় প্রধান অতিথি উত্তর চাপড়ায় বেড়ী বাঁধের উপর মাটির কাজে ঠিকাদারের খামখেয়ালীপনা ও জনভোগান্তি সৃষ্টির প্রতিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পানি ব্যবস্থাপনা প্রকল্পের মালামাল বিতরণ

আশাশুনিতে উন্নত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে মালামাল বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদেরকে চাষাবাদে পানির অপচয় রোধসহ উন্নত চাষাবাদের লক্ষ্যে ফিতা পাইপ, হ্যান্ডশাওয়ার, ব্রিপসেভসহ বিভিন্ন মালামাল ১২টি প্রদর্শনীর মাঝে বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসান। এসময় কৃষি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আ.লীগের মতবিনিময়

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি।
সভায় বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক আঃ রহমান ফকির, সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, প্রভাষক তরুন কান্তি সানা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহরাব হোসেন, মহসিন আলি লিটন, আ’লীগ নেতা আঃ হান্নান মন্টু, মেম্বার দেবব্রত মন্ডল, তরুনলীগ সভাপতি মাসুম মালী, যুবলীগ সাব্কে সভাপতি আছাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ