মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে কৃষকলীগের শোক দিবসের প্রস্তুতি সভা

আশাশুনি উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি স.ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শ্রীদাম চন্দ্র বাছাড়, সাংগঠনিক সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, সদর ইউনিয়ন সভপতি মধুসুধান রায়, সাধারণ সম্পাদক আবুল হাসেম ঢালী, বুধহাটা ইউনিয়ন আহবায়ক ইমরান হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
সভায় মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহন করা হয়।

এমপি মনোনয়ন প্রার্থী লুৎফরের গণ-সংযোগ

সাতক্ষীরা-৩ [আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ (এরকাংশ)] আসনে আওয়ামীলগের মনোয়ন প্রার্থী এড. গাজী লুৎফর রহমান আশাশুনিতে গণ-সংযোগ করেছেন।
তিনি সমর্থকদের নিয়ে শুক্রবার দিবভর গণ সংযোগ করেন। সাতক্ষীরা জজ কোর্টের জিপি এড. লুৎফর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচন করতে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এজন্য তিনি গুনাকরকাটি পীর কেবলার দোয়া নিতে খানকায়ে আজিজীয়ায় গমন করেন। পীর কেবলার দোয়া নিয়ে তিনি আশাশুনি আসনের প্রথম এমপি মরহুম নওয়াব আলি মিঞার কবর জিয়ারত করেন এবং পরে প্রবীন আওয়ামীলীগ নেতা মরহুম আঃ মজিদ মিঞার কবর জিয়ারত করেন।
একই সাথে বিভিন্ন স্থানে সাধারণ ভোটার ও আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জি এম আক্তারুজ্জামান, দরগাহপুর ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী সবুজ, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আজিজুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, ইমরান হোসেন, মাষ্টার রবিউল ইসলাম, বাস্তহারালীগ নেতা গোলাম মোস্তফা, এড. জামিনী কান্ত, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা জামশেদ আলম, শিক্ষক সন্তোষ কুমার সরকার, পুরোহিত বিকাশ চক্রবর্ত্তী, ব্যবসায়ী ফারুক হোসেন, সমাজ সেবক আলহাজ জিয়াদ আলি, আ’লীগ নেতা মুনছুর আলী প্রমুখ তার সাথে ছিলেন।

সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে ব্যবসায়ী সুনীল কুমার বাইন ওরফে বাবু সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বুধহাটা গ্রামের মৃত গৌরপদ পাইনের পুত্র সুনীল জানান, তিনি একজন ব্যবসায়ী হিসাবে শান্তিপূর্ণ পরিবেশে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাধারণ জীবন যাপন করে আসছেন। তিনি ও তার পরিবারের লোকজন এক দেড় শতাধিক বছরের ভিটেবাড়িতে বসবাস করছেন। তারা ও পাশের প্রায় ৩০/৩৫ হিন্দু ও মুসলিম পরিবার একই মহল্লায় মিলে মিশে বসবাস করেন।
মহল্লার সকলের বাড়ির পানি তার বাড়ির উপর দিয়ে বুধহাটা-ব্যাংদহা সড়কের নিচের পাইপ দিয়ে নিস্কাশিত হয়ে থাকে। সম্প্রতি একটানা বৃষ্টিপাতের সময় বহুদিনের পুরনো পাইপটি দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধতা সৃষ্টি হলে, পাইপটির সংস্কার কাজ করা হয়েছে। বিষয়টিকে অতিরঞ্জিত করে একটি মহল তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। এমনকি মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য সরবরাহ করে তারা সাংবাদিকদের দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে তার ভাবমূর্তি বিনষ্ট ও সমাজে হেয় প্রতিপন্ন করানো হয়েছে। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি ও মহল্লার সকল পরিবারের পয়ঃ নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ