শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহিষাডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল।

সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন এএসপি (কালিগঞ্জ সার্কেল) মো. ইয়াছিন আলি, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন কমিটির সেক্রেটারী প্রভাষক হিরুলাল বিশ্বাস ও মাস্টার মঙ্গল কুমার।
পূজা উদযাপন কমিটির সভাপতি ধর্মদাশ সরকারসহ কমিটির সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সোনাবাঁধাল এর কালিমাতা নৌকা দল, ২য় স্থান অধিকার করে চরগ্রাম এর পঙ্খীরাজ নৌকা দল এবং ৩য় স্থান অধিকার করে সোনাবাঁধাল এর নবদূর্গা নৌকা দল।
এছাড়া অংশ গ্রহনকারী ষষ্ট গ্রাম ও কুলপোতা এর রকেট নৌকা দলকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

সাবেক এমপি মোখলেছুর রহমানের পূজা মন্ডপ পরিদর্শন

সাবেক এমপি ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ডা. মোখলেছুর রহমান আশাশুনি উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনে বের হন।
প্রথমে বুধহাটা ইউনিয়ন, এরপর আশাশুনি সদর, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা, বড়দল, মধ্যম বড়দল, দঃ বড়দল, বামনডাঙ্গা, চাম্পাখালী, খাজরা ইউনিয়নের পারিশামারী, খালিয়া, আনুলিয়া ইউনিয়নের ঘাসটিয়া, গদাইপুর ঠাকুরবাড়ী, তুয়ারডাঙ্গা, কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজার, টেংরাখালী কাদাকাটি, কুল্যা ইউনিয়নের কচুয়া, গুনাকরকাটি ও কুল্যা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার, বড়দল কলেঃ স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ সভাপতি আছাদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী নুরুজ্জামান, আ’লীগ নেতা মন্টু সরদার, মুজিবর রহমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হরেন দেবনাথ প্রমুখ তার সাথে ছিলেন।

কুল্যা ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি অনুমোদন

আওয়ামী শ্রমিকলীগ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে জানাগেছে, সিরাজুল ইসলামকে সভাপতি, জাহিরুল ইসলামকে সহ-সভাপতি, ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক ও মোস্তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৩ নং কুল্যা ইউনিয়ন শ্রমিকলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ভাতা প্রদান

মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৭০ জন মহিলা ও যুবতীদের মাঝে ভাতার টাকা প্রদান করেছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জনকে দর্জি বিজ্ঞান বিষয়ে, ২০ জনকে ভার্মি কম্পোষ্ট ও ২০ জনকে বিউটিফিকেশান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণকালীন ভাতা হিসাবে ৭০ জনকে ৪ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রশিক্ষক (দর্জি) শারমীন চৌধুরী, প্রশিক্ষক (বিউটিফিকেশান) আফরোজা বিশ^াস, প্রশিক্ষক (ভার্মি কম্পোষ্ট) বলরাম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তরুনলীগের কর্মী সম্মেলন

আশাশুনিতে আওয়ামী তরুনলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশাশুনি আওয়ামী তরুণলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা তরুনলীগের সভাপতি জি এম আক্তারুজ্জামান প্রিন্স। উপজেলা সেক্রেটারী রবিউল ইসলাম রবির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবির সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তরুনলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সোলায়মান হক কাজল, মোতাহার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোহাগ হোসেন, হাবিবুর রহমান বাবু, আক্তারুল ইসলাম প্রমুখ।
কর্মী সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে রমিজ রাজাকে সভাপতি, ইনতাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট আনুলিয়া ইউনিয়ন আওয়ামী তরুনলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ