আশাশুনিতে এমপি রুহুল হকের মটর শোভাযাত্রা ও পথসভা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার ৫ ইউনিয়নে বিশাল মটর শোভাযাত্রা ও ৬টি পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত এ পথ সভা অনুষ্ঠিত হয়।
সকালে নলতা থেকে অর্ধ শতাধিক মাইক্রো, ট্রাক, পিকআপ, প্রাইভেট এবং বহু মটর সাইকেলে নেতাকর্মীদের নিয়ে মটর শোভাযাত্রা সহকারে আশাশুনিতে গমন করেন।
আশাশুনিতে প্রবেশ করে প্রথমে কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠে পথ সভায় মিলিত হন। ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ডা. আফম রুহুল হক এমপি, বিশেষ অতিথি তারালী ইউপি চেয়ারম্যান ইনামুল হক, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাকেন। পওে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান আ. আলিম মোল্যার সভাপতিত্বে অতিথিবর্গসহ আ’লীগ নেতা আ. রহমান ফকির, মাষ্টার তরুন কান্তি সানা, সুরঞ্জন কুমার ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। এরপর খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মৎস্য সেটে বিশাল পথ সভা ও কাপসন্ডা বাজার ব্রীজের উপর পৃথক পথ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিঃ নবার আলির সভাপতিত্বে অতিথিবর্গসহ প্রভাষক মাহবুবুল হক ডাবলু, মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, সাইফুল ইসলাম সরদার, সিরাজুল সরদার, গনেশ মন্ডল, সরদার নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকালে আনুরিয়া ইউনিয়নের গরালী বাজার সড়কে বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়। অতিথিবর্গসহ আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রাক্তন চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
সবশেষে সন্ধ্যায় প্রতাপনগর ইউনিয়নে বিরাট পথ সভা অনুষ্ঠিত হয়। অতিথিবর্গসহ চেয়ারম্যান শেখ জাকির হোসেন, চেয়ারম্যান আলমগীর আলম লিটন, মুরাদ আহমেদ, বারীব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে এবং বিগত দিনে বিএনপি-জামাতের নাশকতা-সস্ত্রাসী কর্মকান্ডের চিত্র তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আশাশুনি উপজেলার চাপড়ায় পরিবর্তনকামী নাগরিক হিসাবে জনগোষ্ঠিতে উদ্বুদ্ধকরণে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এনজিও রূপান্তরের সহযোগিতায় অগ্রগতি সংস্থার পিচ কনসোর্টিয়াম প্রজেক্টের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণ প্রদান করেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও রাজু আহমেদ।
স্কুলের ৩ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য, বহুমাত্রিকতার প্রতি শ্রদ্ধাবোধ এবং উগ্রপন্থা ও সহিংসতা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রাখেন।
এছাড়া রেডিকালাইজেশন এর ধাপ সমুহ সচিত্র আলোচনা পূর্বক উগ্রপন্থায় জড়িয়ে পড়ার ১৪টি সূচক সম্পর্কে ধারণ প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন